প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।⊲ অফ দ্য মার্ক (বাংলা সিনেমা)
অভিনয়: আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান
প্ল্যাটফর্ম: আই স্ক্রিন
গল্পসংক্ষেপ: মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। কিন্তু তার বাবা চায় ক্রিকেট নয়, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে। দীপুর স্বপ্নপূরণে পাশে দাঁড়ায় মা। জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেয়। ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় দীপু। একসময় বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠান ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না। নিজের স্বপ্নপূরণে শুরু হয় তার নতুন যুদ্ধ।
⊲ ইলিগ্যাল (হিন্দি সিরিজ)
অভিনয়: নেহা শর্মা, অক্ষয় ওবেরয়, সত্যদীপ মিশ্র, পীযূষ মিশ্র
প্ল্যাটফর্ম: জিও সিনেমা
গল্পসংক্ষেপ: ২০২০ সালে প্রচার শুরু হয়েছিল কোর্টরুম ড্রামা সিরিজ ‘ইলিগ্যাল’। প্রচারের পর থেকেই দর্শকপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। এবার আসছে সিরিজের তৃতীয় সিজন। এবারও আইনজীবী নীহারিকা সিংয়ের ভূমিকায় থাকছেন নেহা শর্মা। নিজের মক্কেলকে সুবিচার পাইয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ নীহারিকার লড়াই শুরু হয় প্রথিতযশা এক আইনজীবীর সঙ্গে। লড়াইটা প্রায় জিতেই গিয়েছিল সে, কাহিনিতে তখন আবির্ভাব ঘটে জাঁদরেল এক রাজনৈতিক নেতার। কোর্টরুমের বাইরেও ঘটতে শুরু করে আরও নাটকীয়তা।
⊲ স্বতন্ত্র বীর সাভারকর (হিন্দি সিনেমা)
অভিনয়: রণদীপ হুদা, অঙ্কিতা লখান্ডে, অমিত সিয়াল
প্লাটফর্ম: জিফাইভ
গল্পসংক্ষেপ: ভারতীয় বীর মুক্তিযোদ্ধা বিনায়ক দামোদর সাভারকরের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। বিনায়ককে বলা হয় হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা। তিনি নাৎসিবাদকেও প্রশংসা করেছিলেন। ব্রিটিশ শাসকেরা তাঁকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। মূলত বিনায়কের রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা চিত্র দেখা যাবে এই সিনেমায়।
⊲ দেড় বিঘা জমি (হিন্দি সিনেমা)
অভিনয়: প্রতীক গান্ধী, খুশালি কুমার
প্লাটফর্ম: জিও সিনেমা
গল্পসংক্ষেপ: গ্রামের অতি সাধারণ এক যুবক প্রস্তুতি নিয়েছে বোনের বিয়ে দেওয়ার। দিতে হবে বিশাল অঙ্কের যৌতুক। বিয়ের খরচা মেটাতে বাবার রেখে যাওয়া দেড় বিঘা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু বিক্রি করতে গিয়ে জানতে পারে, জমি তার বাবা কিনেছে ঠিকই কিন্তু জমির মালিকানা অন্য কারও দখলে। জমির দলিল আর কাগজপত্র নিয়ে দিশেহারার মতো ছুটে বেড়ায় সে। কখনো থানায়, কখনো আদালতে, আবার কখনো ক্ষমতাবানদের দরজায়।