আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: শেভ করার পর মুখে বাম্প দেখা দেয়। অনেক সময় শেভের পর ছোট ছোট দাড়ি হলে তার গোড়ায়ও বাম্প দেখা দেয়। কী করতে পারি?
শিমুল কায়সার, জামালপুর
দাড়ি বাড়ার ওপর নির্ভর করে শেভ করতে হয়। তা না হলে হেয়ার বাম্প দেখা দেয়। অনেক সময় নোংরা বা পুরোনো রেজার ব্যবহারের কারণে ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণেও এটি দেখা দেয়। ছেলেদের ত্বক সাধারণত একটু বেশি তৈলাক্ত হয়ে থাকে। তাই প্রোডাক্ট কেনার সময় দেখতে হবে সেগুলো তেলমুক্ত কি না। যাঁদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাঁরা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: ইদানীং খুব চুল পড়ে। চুলে শ্যাম্পু, কন্ডিশনার ও জেল ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। সপ্তাহে একবার তেল দেওয়ার চেষ্টা করি। খুব খুশকিও হচ্ছে। সমাধান প্রয়োজন।
মাহতাব ইফতেখার, কুষ্টিয়া
ছেলেরা অনেকেই হেয়ার স্প্রে, জেল, ফোম এগুলো একটু বেশি ব্যবহার করে। এর ফলে চুল পড়া বা খুশকিও দেখা দেয়। যদিও চুল পড়া ও খুশকির আরও অনেক কারণ আছে। এগুলোর পরিবর্তে কোনো কসমেসিউটিক্যালস, হেয়ার এসেন্স, হেয়ার সিরাম বা লিভ অন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই-তিনবার শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, খুব বেশি চুল পড়ার সমস্যা থাকলে হেয়ার রিগ্রোথ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সপ্তাহে বা দুই সপ্তাহে অন্তত এক দিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করবেন। এটি চুলের গভীর থেকে ময়লা, তেল ও অন্যান্য হেয়ার প্রোডাক্ট দূর করে।
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মিশ্র ত্বকের অধিকারী। কিছুদিন হলো আমার ত্বকে র্যাশ উঠছে। বাইরে থেকে বাসায় গিয়ে দেখি থুতনি ও গালের দিকটা অনেক শুষ্ক হয়ে গেছে, সাদা চামড়া ওঠে। পানি লাগলে জ্বালা করে। করণীয় কী?
নূসরাত জাহান, পিরোজপুর
আপনি যে সমস্যার কথা বলেছেন, তা শুনে মনে হচ্ছে আপনার ত্বকের ধরন খুব সংবেদনশীল ও নাজুক। সম্প্রতি এমন কোনো পণ্য ব্যবহার করেছেন কি, যা হয়তো আপনার ত্বকের জন্য মানানসই নয়। অনেক সময় পণ্যে থাকা অনেক উপাদান সবার ত্বকে মানায় না। ফলে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয় এবং হঠাৎ করে ত্বকের কিছু অংশ শুষ্ক হয়ে যায়। আপনার ত্বকের যে জায়গা শুষ্ক হয়ে যায়, সেখানে ইমোলেন্ট ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। জিংক বা প্যারাফিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফেস ক্লিনজিংয়ের ক্ষেত্রে ওটমিলযুক্ত কিংবা ক্যামোমাইলযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। আপনার ত্বকের তৈলাক্ত অংশে অবশ্যই ওয়াটারবেজড ও শুষ্ক অংশে ইমোলেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: কর্মজীবী বলে রোজই বাইরে যেতে হয়। বাসা থেকে অফিস দুই ঘণ্টার পথ। ধুলোবালির কারণে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে বোধ হয়। কী করতে পারি?
রীতা সুলতানা, ঢাকা
বাইরে বের হলে যেকোনো ঋতুতেই ত্বকের ওপর ধুলোর আস্তরণ পড়ে। ত্বক পরিষ্কার করার জন্য ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল, গোলাপজল, নারকেল দুধ দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে ফেলুন। সবশেষে ভালো কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার দিয়ে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিন। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাওহীদা রহমান ইরিন চর্মরোগ বিশেষজ্ঞ শিওর সেল মেডিকেল, ঢাকা
প্রশ্ন: শেভ করার পর মুখে বাম্প দেখা দেয়। অনেক সময় শেভের পর ছোট ছোট দাড়ি হলে তার গোড়ায়ও বাম্প দেখা দেয়। কী করতে পারি?
শিমুল কায়সার, জামালপুর
দাড়ি বাড়ার ওপর নির্ভর করে শেভ করতে হয়। তা না হলে হেয়ার বাম্প দেখা দেয়। অনেক সময় নোংরা বা পুরোনো রেজার ব্যবহারের কারণে ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণেও এটি দেখা দেয়। ছেলেদের ত্বক সাধারণত একটু বেশি তৈলাক্ত হয়ে থাকে। তাই প্রোডাক্ট কেনার সময় দেখতে হবে সেগুলো তেলমুক্ত কি না। যাঁদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাঁরা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: ইদানীং খুব চুল পড়ে। চুলে শ্যাম্পু, কন্ডিশনার ও জেল ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। সপ্তাহে একবার তেল দেওয়ার চেষ্টা করি। খুব খুশকিও হচ্ছে। সমাধান প্রয়োজন।
মাহতাব ইফতেখার, কুষ্টিয়া
ছেলেরা অনেকেই হেয়ার স্প্রে, জেল, ফোম এগুলো একটু বেশি ব্যবহার করে। এর ফলে চুল পড়া বা খুশকিও দেখা দেয়। যদিও চুল পড়া ও খুশকির আরও অনেক কারণ আছে। এগুলোর পরিবর্তে কোনো কসমেসিউটিক্যালস, হেয়ার এসেন্স, হেয়ার সিরাম বা লিভ অন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই-তিনবার শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, খুব বেশি চুল পড়ার সমস্যা থাকলে হেয়ার রিগ্রোথ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সপ্তাহে বা দুই সপ্তাহে অন্তত এক দিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করবেন। এটি চুলের গভীর থেকে ময়লা, তেল ও অন্যান্য হেয়ার প্রোডাক্ট দূর করে।
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মিশ্র ত্বকের অধিকারী। কিছুদিন হলো আমার ত্বকে র্যাশ উঠছে। বাইরে থেকে বাসায় গিয়ে দেখি থুতনি ও গালের দিকটা অনেক শুষ্ক হয়ে গেছে, সাদা চামড়া ওঠে। পানি লাগলে জ্বালা করে। করণীয় কী?
নূসরাত জাহান, পিরোজপুর
আপনি যে সমস্যার কথা বলেছেন, তা শুনে মনে হচ্ছে আপনার ত্বকের ধরন খুব সংবেদনশীল ও নাজুক। সম্প্রতি এমন কোনো পণ্য ব্যবহার করেছেন কি, যা হয়তো আপনার ত্বকের জন্য মানানসই নয়। অনেক সময় পণ্যে থাকা অনেক উপাদান সবার ত্বকে মানায় না। ফলে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয় এবং হঠাৎ করে ত্বকের কিছু অংশ শুষ্ক হয়ে যায়। আপনার ত্বকের যে জায়গা শুষ্ক হয়ে যায়, সেখানে ইমোলেন্ট ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। জিংক বা প্যারাফিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফেস ক্লিনজিংয়ের ক্ষেত্রে ওটমিলযুক্ত কিংবা ক্যামোমাইলযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। আপনার ত্বকের তৈলাক্ত অংশে অবশ্যই ওয়াটারবেজড ও শুষ্ক অংশে ইমোলেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: কর্মজীবী বলে রোজই বাইরে যেতে হয়। বাসা থেকে অফিস দুই ঘণ্টার পথ। ধুলোবালির কারণে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে বোধ হয়। কী করতে পারি?
রীতা সুলতানা, ঢাকা
বাইরে বের হলে যেকোনো ঋতুতেই ত্বকের ওপর ধুলোর আস্তরণ পড়ে। ত্বক পরিষ্কার করার জন্য ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল, গোলাপজল, নারকেল দুধ দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে ফেলুন। সবশেষে ভালো কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার দিয়ে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিন। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাওহীদা রহমান ইরিন চর্মরোগ বিশেষজ্ঞ শিওর সেল মেডিকেল, ঢাকা
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে