ঝালকাঠি প্রতিনিধি
কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে পাঠাগার ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ড। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি (বারইবাড়ি) এলাকায় প্রাথমিকভাবে জমি নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কবির স্মৃতি ঘিরে ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের রয়েছে নানা পরিকল্পনা।
জানা গেছে, ধানসিঁড়ি নদী ও কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে ২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নেয়। ১৮ ফেব্রুয়ারি কবির জন্মবার্ষিকী উপলক্ষে ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর মোহনায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা ও গ্রন্থ স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ভাটারাকান্দা এলাকার ৪ শতাংশ জমিতে বালু ভরাট করে ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে সেটি আর আলোর মুখ দেখেনি। মূলত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। পরে ২০২২ সালের শুরুতে আবারও উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।
প্রাথমিকভাবে জায়গা নির্বাচন ও জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ওই এলাকা পরিদর্শনের কথা ছিল সচিব কবির বিন আনোয়ারের। কিন্তু করোনা সংক্রমণ রোধের বিধিনিষেধে সেই কর্মসূচি বাতিল করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনাপত্রে রয়েছে নির্বাচিত এলাকা স্থাপনা নির্মাণের উপযোগীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ, সুবিন্যস্ত আসনের ব্যবস্থা, শৌচাগার, সেতু ও লেক নির্মাণ।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ‘ধানসিঁড়ি নদীর পাড়ে কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে নানা পরিকল্পনা। আশা করছি, দ্রুতই তা বাস্তবে রূপ পাবে।’
রাজাপুরের বারইবাড়ি এলাকার ধানসিঁড়ি নদী তীরে প্রাথমিকভাবে জমিও নির্বাচন করে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হচ্ছে।
কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে পাঠাগার ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ড। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি (বারইবাড়ি) এলাকায় প্রাথমিকভাবে জমি নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কবির স্মৃতি ঘিরে ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের রয়েছে নানা পরিকল্পনা।
জানা গেছে, ধানসিঁড়ি নদী ও কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে ২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নেয়। ১৮ ফেব্রুয়ারি কবির জন্মবার্ষিকী উপলক্ষে ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর মোহনায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা ও গ্রন্থ স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ভাটারাকান্দা এলাকার ৪ শতাংশ জমিতে বালু ভরাট করে ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে সেটি আর আলোর মুখ দেখেনি। মূলত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। পরে ২০২২ সালের শুরুতে আবারও উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।
প্রাথমিকভাবে জায়গা নির্বাচন ও জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ওই এলাকা পরিদর্শনের কথা ছিল সচিব কবির বিন আনোয়ারের। কিন্তু করোনা সংক্রমণ রোধের বিধিনিষেধে সেই কর্মসূচি বাতিল করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনাপত্রে রয়েছে নির্বাচিত এলাকা স্থাপনা নির্মাণের উপযোগীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ, সুবিন্যস্ত আসনের ব্যবস্থা, শৌচাগার, সেতু ও লেক নির্মাণ।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ‘ধানসিঁড়ি নদীর পাড়ে কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে নানা পরিকল্পনা। আশা করছি, দ্রুতই তা বাস্তবে রূপ পাবে।’
রাজাপুরের বারইবাড়ি এলাকার ধানসিঁড়ি নদী তীরে প্রাথমিকভাবে জমিও নির্বাচন করে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে