মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় একটি সেতুর কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার এলাকাবাসী। সেতুটির দুই পাশে সিমেন্টের স্ল্যাব ধসে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা ।
জানা যায়, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদসংলগ্ন খালের ওপর ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তাঁরা।
সেতুটিতে গিয়ে দেখা যায়, সেতুর দুপাশের সিমেন্টের তৈরি স্ল্যাব ধসে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচলের জন্য মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিনই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিদের তেমন তৎপরতা না থাকায় তাঁরা চাঁদা তুলে কাঠ কিনে সাময়িকভাবে মেরামত করেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত সেতু দিয়ে গুপ্তেরহাটে পোনা মাছের বাজারে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। সেতুর লোহার বিম ভেঙে যাওয়ায় সে স্থানে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে।
শিশুরা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার প্রবীণ মুরব্বি নাজেম সিকদার জানান, এই সেতু ভেঙে যাওয়ায় মসজিদে নামাজ আদায় করতে যেতে পারি না। ঘরে বসে নামাজ পড়তে হচ্ছে।
স্থানীয় কালু ঘরামী জানান, এই সেতুর ওপর দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। সেতুটির কয়েকটি স্থানে একইভাবে ঢালাই ভেঙে যাওয়ায় সেখানে কাঠের তক্তা বিছিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন লোকজন পারাপার হচ্ছে।
উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা বাদল হোসেন ফড়িয়া বলেন, এই সেতুর ওপর দিয়ে উপজেলার নবযুগ, চাঁদশী, গৈলা, উত্তর শিহিপাশা, মধ্য শিহিপাশা, রাংতা, কালুপাড়া, মধ্য শিহিপাশা, দাসেরহাট, নাঠৈসহ বিভিন্ন এলাকার অন্তত ২৫ হাজার মানুষ চলাচল করে।
গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, উত্তর শিহিপাশা গ্রামের গুপ্তের হাটের পূর্ব পাশে অবস্থিত এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিষদে কোনো বরাদ্দ না থাকায় সংস্কার কাজ করা যাচ্ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। সেতুটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।
আগৈলঝাড়ায় একটি সেতুর কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার এলাকাবাসী। সেতুটির দুই পাশে সিমেন্টের স্ল্যাব ধসে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা ।
জানা যায়, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদসংলগ্ন খালের ওপর ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তাঁরা।
সেতুটিতে গিয়ে দেখা যায়, সেতুর দুপাশের সিমেন্টের তৈরি স্ল্যাব ধসে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচলের জন্য মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিনই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিদের তেমন তৎপরতা না থাকায় তাঁরা চাঁদা তুলে কাঠ কিনে সাময়িকভাবে মেরামত করেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত সেতু দিয়ে গুপ্তেরহাটে পোনা মাছের বাজারে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। সেতুর লোহার বিম ভেঙে যাওয়ায় সে স্থানে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে।
শিশুরা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার প্রবীণ মুরব্বি নাজেম সিকদার জানান, এই সেতু ভেঙে যাওয়ায় মসজিদে নামাজ আদায় করতে যেতে পারি না। ঘরে বসে নামাজ পড়তে হচ্ছে।
স্থানীয় কালু ঘরামী জানান, এই সেতুর ওপর দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। সেতুটির কয়েকটি স্থানে একইভাবে ঢালাই ভেঙে যাওয়ায় সেখানে কাঠের তক্তা বিছিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন লোকজন পারাপার হচ্ছে।
উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা বাদল হোসেন ফড়িয়া বলেন, এই সেতুর ওপর দিয়ে উপজেলার নবযুগ, চাঁদশী, গৈলা, উত্তর শিহিপাশা, মধ্য শিহিপাশা, রাংতা, কালুপাড়া, মধ্য শিহিপাশা, দাসেরহাট, নাঠৈসহ বিভিন্ন এলাকার অন্তত ২৫ হাজার মানুষ চলাচল করে।
গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, উত্তর শিহিপাশা গ্রামের গুপ্তের হাটের পূর্ব পাশে অবস্থিত এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিষদে কোনো বরাদ্দ না থাকায় সংস্কার কাজ করা যাচ্ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। সেতুটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে