রুবায়েত হোসেন, খুবি
পাখির জন্য একটি অনুকূল আবাসস্থল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। ১০৬ একরের এ ক্যাম্পাসের অনেক স্থানে দিনই শুরু হয় পাখির কিচিরমিচির দিয়ে। ভোরে এখানে হাঁটতে বের হলে প্রাণের স্পন্দন আঁচ করা যায়। ক্যা ম্পাসজুড়ে যেন প্রাণের মেলা বসে। বিভিন্ন প্রজাতির প্রাণীর আনাগোনা সারা বছরই থাকে এ ক্যাম্পাসে।
কালো ফিঙে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের আশপাশের গাছগুলোতে বেশি দেখা যায় এ পাখিদের। ‘রাজকীয় কাক’-নামেও পরিচিত এটি। নিজের আকারের চেয়ে বড় যে শিকারি পাখি, যেমন চিল কিংবা বাজ তাদেরও তাড়িয়ে বেড়ায় কালো ফিঙে। তাই কোনো পাখিই সহজে ফিঙেদের ধারেকাছে ঘেঁষতে চায় না। সব সময়ই এড়িয়ে চলে।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য অদম্য বাংলার আশপাশে বেশি আনাগোনা কুবো বা কানাকুয়ো পাখিদের। শহরাঞ্চলে বিরল হলেও বন প্রান্তে ও গ্রামাঞ্চলে এদের ঢের দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের তপন-সাইদুল-হুমায়ুনদের ঝুপড়ি দোকানগুলোর আঙিনায় পায়চারি করতে দেখা যায় কাঠ শালিক পাখিদের। এক সময় বাংলাদেশে এই পাখিটি অনেক দেখা যেত। কিন্তু বর্তমানে এরা বিলুপ্তির পথে। কীটপতঙ্গ ও ফল এদের প্রধান খাদ্য। ফলের গাছে কীটনাশক প্রয়োগ করায় তাদের পাকস্থলীতে সমস্যা হয়। এতে করে স্বাভাবিকভাবে যে আয়ুষ্কাল তার আগেই পাখিগুলো মারা যাচ্ছে। এ ছাড়া পাখিগুলোর নিজেদের কোনো বাসা নেই। পুরোনো বড় গাছ এবং জঙ্গল কেটে ফেলায় তারা আশ্রয় হারাচ্ছে। এসব কারণে পাখিগুলো দ্রুত বিলুপ্ত হচ্ছে।
সারা দেশের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও চড়ুই পাখিটি সচরাচর চোখে পড়ে। বিশ্বের কোথাও চড়ুইদের অবস্থা বিপন্ন নয়। পরিবর্তিত পরিবেশের সঙ্গে তারা সহজেই মানিয়ে নিতে পারে। তারপরও প্রকৃতিতে এদের টিকিয়ে রাখতে প্রতি বছর ২০ মার্চ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
বাংলার শহর-নগর-গ্রামে-গঞ্জে প্রচুর পরিমাণে বুলবুল দেখা যায়। বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস ও লোক গাঁথায় বারবার এসেছে এ পাখির নাম। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, মুক্তমঞ্চসহ বিভিন্ন জায়গায় উড়তে দেখা যায় এ পাখিদের।
প্রতিদিন একটি কাঠঠোকরা ৮ হাজার থেকে ১২ হাজার বার কাঠে ঠোকর দেয়। এভাবে কাঠ ঠোকরানোর ফলে এরা খুঁজে পায় গাছের বাকলের খাঁজের মধ্যে লুকিয়ে থাকা পোকামাকড়দের। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের আশপাশে বেশি দেখা যায় এদের।
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ক্যাম্পাসে সহজেই দেখা মেলে। শালিক পাখির নাম বাংলা সাহিত্যে বারবার এসেছে। এরা দল বেঁধে ঘুরে বেড়াতে ভালোবাসে। গায়ক পাখি হিসেবে শালিকের সুনাম রয়েছে। তবে শুধু গায়ই না, ঝগড়াঝাঁটিও করে। অন্য পাখি, পশু ও মানুষের কথা অনুকরণেও শালিক দক্ষ।
বাঁশের খুঁটিতে ওত পেতে থাকে মাছ শিকারি পাখি মাছরাঙা। সুযোগ মতো স্বচ্ছ জলে ঝাঁপিয়ে পড়ে শিকারে। অনেকটা পানির ভেতর থেকে সুচালো ঠোঁটে ধরে আনে মাছ। তবে গাছের ডালে বসে শিকারকে গিলে ফেলার সেই দৃশ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। নানা কারণে দৃষ্টিনন্দন শিকারি এ পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে এদের দেখতে পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলোতে বিভিন্ন প্রজাতির পাখি বাসা বাঁধে এবং তারা এখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তাই ক্যাম্পাসে এসব পাখির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
পাখির জন্য একটি অনুকূল আবাসস্থল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। ১০৬ একরের এ ক্যাম্পাসের অনেক স্থানে দিনই শুরু হয় পাখির কিচিরমিচির দিয়ে। ভোরে এখানে হাঁটতে বের হলে প্রাণের স্পন্দন আঁচ করা যায়। ক্যা ম্পাসজুড়ে যেন প্রাণের মেলা বসে। বিভিন্ন প্রজাতির প্রাণীর আনাগোনা সারা বছরই থাকে এ ক্যাম্পাসে।
কালো ফিঙে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের আশপাশের গাছগুলোতে বেশি দেখা যায় এ পাখিদের। ‘রাজকীয় কাক’-নামেও পরিচিত এটি। নিজের আকারের চেয়ে বড় যে শিকারি পাখি, যেমন চিল কিংবা বাজ তাদেরও তাড়িয়ে বেড়ায় কালো ফিঙে। তাই কোনো পাখিই সহজে ফিঙেদের ধারেকাছে ঘেঁষতে চায় না। সব সময়ই এড়িয়ে চলে।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য অদম্য বাংলার আশপাশে বেশি আনাগোনা কুবো বা কানাকুয়ো পাখিদের। শহরাঞ্চলে বিরল হলেও বন প্রান্তে ও গ্রামাঞ্চলে এদের ঢের দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের তপন-সাইদুল-হুমায়ুনদের ঝুপড়ি দোকানগুলোর আঙিনায় পায়চারি করতে দেখা যায় কাঠ শালিক পাখিদের। এক সময় বাংলাদেশে এই পাখিটি অনেক দেখা যেত। কিন্তু বর্তমানে এরা বিলুপ্তির পথে। কীটপতঙ্গ ও ফল এদের প্রধান খাদ্য। ফলের গাছে কীটনাশক প্রয়োগ করায় তাদের পাকস্থলীতে সমস্যা হয়। এতে করে স্বাভাবিকভাবে যে আয়ুষ্কাল তার আগেই পাখিগুলো মারা যাচ্ছে। এ ছাড়া পাখিগুলোর নিজেদের কোনো বাসা নেই। পুরোনো বড় গাছ এবং জঙ্গল কেটে ফেলায় তারা আশ্রয় হারাচ্ছে। এসব কারণে পাখিগুলো দ্রুত বিলুপ্ত হচ্ছে।
সারা দেশের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও চড়ুই পাখিটি সচরাচর চোখে পড়ে। বিশ্বের কোথাও চড়ুইদের অবস্থা বিপন্ন নয়। পরিবর্তিত পরিবেশের সঙ্গে তারা সহজেই মানিয়ে নিতে পারে। তারপরও প্রকৃতিতে এদের টিকিয়ে রাখতে প্রতি বছর ২০ মার্চ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
বাংলার শহর-নগর-গ্রামে-গঞ্জে প্রচুর পরিমাণে বুলবুল দেখা যায়। বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস ও লোক গাঁথায় বারবার এসেছে এ পাখির নাম। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, মুক্তমঞ্চসহ বিভিন্ন জায়গায় উড়তে দেখা যায় এ পাখিদের।
প্রতিদিন একটি কাঠঠোকরা ৮ হাজার থেকে ১২ হাজার বার কাঠে ঠোকর দেয়। এভাবে কাঠ ঠোকরানোর ফলে এরা খুঁজে পায় গাছের বাকলের খাঁজের মধ্যে লুকিয়ে থাকা পোকামাকড়দের। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের আশপাশে বেশি দেখা যায় এদের।
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ক্যাম্পাসে সহজেই দেখা মেলে। শালিক পাখির নাম বাংলা সাহিত্যে বারবার এসেছে। এরা দল বেঁধে ঘুরে বেড়াতে ভালোবাসে। গায়ক পাখি হিসেবে শালিকের সুনাম রয়েছে। তবে শুধু গায়ই না, ঝগড়াঝাঁটিও করে। অন্য পাখি, পশু ও মানুষের কথা অনুকরণেও শালিক দক্ষ।
বাঁশের খুঁটিতে ওত পেতে থাকে মাছ শিকারি পাখি মাছরাঙা। সুযোগ মতো স্বচ্ছ জলে ঝাঁপিয়ে পড়ে শিকারে। অনেকটা পানির ভেতর থেকে সুচালো ঠোঁটে ধরে আনে মাছ। তবে গাছের ডালে বসে শিকারকে গিলে ফেলার সেই দৃশ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। নানা কারণে দৃষ্টিনন্দন শিকারি এ পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে এদের দেখতে পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলোতে বিভিন্ন প্রজাতির পাখি বাসা বাঁধে এবং তারা এখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তাই ক্যাম্পাসে এসব পাখির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে