বিনোদন ডেস্ক
হলিউডের ইতিহাসে এতটা খারাপ সময় খুব কমই এসেছে। করোনার ধাক্কা কাটিয়ে কেবল জেগে উঠতে শুরু করেছিল ইন্ডাস্ট্রি। তাতে আরেকটি ধাক্কা দেয় লেখক ও অভিনয়শিল্পীদের দু-দুটো ধর্মঘট। লেখকদের ১৪৮ দিনের ও অভিনয়শিল্পীদের ১১৮ দিনের কর্মবিরতিতে একপ্রকার থমকে গিয়েছিল হলিউড। বন্ধ ছিল শুটিং, সিনেমা মুক্তিসহ স্টুডিওগুলোর যাবতীয় কার্যক্রম।
এই খারাপ পরিস্থিতির মধ্যেও বেশ কিছু সিনেমা ব্যবসা চাঙা রেখেছিল। ২১ জুলাই একই দিনে মুক্তি পাওয়া ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দুটি সিনেমাই বিলিয়ন ডলারের ব্যবসা তুলে এনেছে। এ ছাড়া টেলর সুইফটের ইরাস ট্যুর কনসার্ট নিয়ে তৈরি ডকুমেন্টারি ফিল্ম, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য সুপার মারিও ব্রস. মুভি’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ৩’, ‘ফাস্ট এক্স’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’, ‘দ্য লিটল মারমেইড’ হলিউডের ভরসা হয়ে উঠেছিল। প্রশংসিত হয়েছে ‘প্রিসিলা’, ‘ফেরারি’, ‘নেপোলিয়ন’, ‘মায়েস্ত্রো’, ‘ওয়াঙ্কা’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’, ‘অল অব আস স্ট্রেঞ্জারস’, ‘ফলেন লিভস’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাগুলো।
তবে এ বছর রাজত্ব হারিয়েছে হলিউডের সুপারহিরো সিনেমাগুলো। এ দশকের শুরু থেকে এ ধরনের সিনেমা বক্স অফিসে রাজত্ব করলেও কয়েক বছর ধরে এসব গল্পের বাজার অনেকটা নিম্নমুখী। ২০২৩ সালে সুপারহিরোরা বক্স অফিসে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি। ‘দ্য মার্ভেলস’, ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া’, ‘শাজাম’, ‘ফিউরি অব দ্য গডস’ কিংবা ‘দ্য ফ্ল্যাশ’ সবই মুখ থুবড়ে পড়েছে। আগে কোনো সুপারহিরো সিনেমা মুক্তি পেলেই কয়েক দিনের মধ্যে সেগুলো বক্স অফিস থেকে ১০০ মিলিয়ন ডলার তুলে নিত। ডিসি, মার্ভেল কিংবা ডিজনি—হলিউডের এসব বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান ভরসা ছিল সুপারহিরোরা। এসব গল্পে তারা সর্বোচ্চ বাজেটও বরাদ্দ রাখে। কিন্তু এ বছর সুপারহিরোদের নিয়ে ব্যবসা করা তো দূরের কথা, মানসম্মান বাঁচানোটাই ছিল বড় চ্যালেঞ্জ।
সিনেমার ব্যবসায় খরা থাকলেও হলিউডের লেখক ও অভিনয়শিল্পীদের জন্য বছরটা ছিল সুখের। পারিশ্রমিক বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করাসহ বেশ কিছু দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। বছর শেষে তাঁরা দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরেছেন। পারিশ্রমিকসহ অন্যান্য বিষয়ে হলিউডের স্টুডিওগুলো তাদের দাবিতে সম্মত হয়েছে। এ অর্জনকে সামনে রেখে আগামী বছর হলিউড নতুনভাবে জেগে উঠবে—এ প্রত্যাশা হলিউড ব্যবসা বিশ্লেষকদের।
হলিউডের ইতিহাসে এতটা খারাপ সময় খুব কমই এসেছে। করোনার ধাক্কা কাটিয়ে কেবল জেগে উঠতে শুরু করেছিল ইন্ডাস্ট্রি। তাতে আরেকটি ধাক্কা দেয় লেখক ও অভিনয়শিল্পীদের দু-দুটো ধর্মঘট। লেখকদের ১৪৮ দিনের ও অভিনয়শিল্পীদের ১১৮ দিনের কর্মবিরতিতে একপ্রকার থমকে গিয়েছিল হলিউড। বন্ধ ছিল শুটিং, সিনেমা মুক্তিসহ স্টুডিওগুলোর যাবতীয় কার্যক্রম।
এই খারাপ পরিস্থিতির মধ্যেও বেশ কিছু সিনেমা ব্যবসা চাঙা রেখেছিল। ২১ জুলাই একই দিনে মুক্তি পাওয়া ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দুটি সিনেমাই বিলিয়ন ডলারের ব্যবসা তুলে এনেছে। এ ছাড়া টেলর সুইফটের ইরাস ট্যুর কনসার্ট নিয়ে তৈরি ডকুমেন্টারি ফিল্ম, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য সুপার মারিও ব্রস. মুভি’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ৩’, ‘ফাস্ট এক্স’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’, ‘দ্য লিটল মারমেইড’ হলিউডের ভরসা হয়ে উঠেছিল। প্রশংসিত হয়েছে ‘প্রিসিলা’, ‘ফেরারি’, ‘নেপোলিয়ন’, ‘মায়েস্ত্রো’, ‘ওয়াঙ্কা’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’, ‘অল অব আস স্ট্রেঞ্জারস’, ‘ফলেন লিভস’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাগুলো।
তবে এ বছর রাজত্ব হারিয়েছে হলিউডের সুপারহিরো সিনেমাগুলো। এ দশকের শুরু থেকে এ ধরনের সিনেমা বক্স অফিসে রাজত্ব করলেও কয়েক বছর ধরে এসব গল্পের বাজার অনেকটা নিম্নমুখী। ২০২৩ সালে সুপারহিরোরা বক্স অফিসে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি। ‘দ্য মার্ভেলস’, ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া’, ‘শাজাম’, ‘ফিউরি অব দ্য গডস’ কিংবা ‘দ্য ফ্ল্যাশ’ সবই মুখ থুবড়ে পড়েছে। আগে কোনো সুপারহিরো সিনেমা মুক্তি পেলেই কয়েক দিনের মধ্যে সেগুলো বক্স অফিস থেকে ১০০ মিলিয়ন ডলার তুলে নিত। ডিসি, মার্ভেল কিংবা ডিজনি—হলিউডের এসব বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান ভরসা ছিল সুপারহিরোরা। এসব গল্পে তারা সর্বোচ্চ বাজেটও বরাদ্দ রাখে। কিন্তু এ বছর সুপারহিরোদের নিয়ে ব্যবসা করা তো দূরের কথা, মানসম্মান বাঁচানোটাই ছিল বড় চ্যালেঞ্জ।
সিনেমার ব্যবসায় খরা থাকলেও হলিউডের লেখক ও অভিনয়শিল্পীদের জন্য বছরটা ছিল সুখের। পারিশ্রমিক বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করাসহ বেশ কিছু দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। বছর শেষে তাঁরা দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরেছেন। পারিশ্রমিকসহ অন্যান্য বিষয়ে হলিউডের স্টুডিওগুলো তাদের দাবিতে সম্মত হয়েছে। এ অর্জনকে সামনে রেখে আগামী বছর হলিউড নতুনভাবে জেগে উঠবে—এ প্রত্যাশা হলিউড ব্যবসা বিশ্লেষকদের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে