দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আবু আহমেদ ছিলেন শিক্ষক। ৯০ বছর বয়সে গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। কিন্তু লাশ দ্রুত দাফনের পরিবর্তে তাঁর সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন সন্তানেরা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে মৃত্যুর ১৪ ঘণ্টা পর দাফন করা হয় তাঁর লাশ। ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় ঘটেছে এ ঘটনা।
আবু আহমেদ ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বসবাস করতেন দাগনভূঞা পৌর শহরের আমান উল্যাহপুর গ্রামের হাসপাতাল সড়কের জননী ম্যানশনে। গ্রামের বাড়ি উপজেলার উদরাজপুর গ্রামে। মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু আহমেদের প্রথম স্ত্রী আরাফাতের নেছা মারা যান ১৯৮৪ সালে। এরপর তিনি বিয়ে করেন ফিরোজা বেগমকে। প্রথম স্ত্রীর গর্ভে চার ছেলে ও দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে তিন ছেলের জন্ম হয়। আবু আহমদের ১৫০ শতক জায়গা রয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। তাঁর মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেন প্রথম স্ত্রীর সন্তানেরা। তাঁদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন বিদেশে থাকায় সৎমা ও তাঁর সন্তানেরা বাবার সম্পত্তি লিখে নিয়েছেন। সম্পত্তির ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা বাবার লাশ দাফন করতে দেবেন না। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন ঘটনাস্থল থেকে একজন জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও নিহত আবু আহমেদের সন্তানদের নিয়ে বৈঠকে বসে সম্পত্তির বিষয়টি পরবর্তী সময়ে সমাধানের আশ্বাস দেন ওসি। এরপর মৃত্যুর ১৪ ঘণ্টা পরে পারিবারিক কবরস্থানে আবু আহমেদের দাফন হয়।
আবু আহমদের প্রথম স্ত্রীর ছেলে নেছার আহমদের অভিযোগ, ‘বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সৎমা ও সৎভাইয়েরা জাল-জালিয়াতির মাধ্যমে বাবার মূল্যবান জায়গাগুলো রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা চাই, বাবার সব সম্পত্তি সমানভাবে ভাগ হোক।’
তবে দ্বিতীয় স্ত্রী নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার বাবা জীবিত থাকাকালীন অসুস্থ ছিলেন। আমরা তাঁর সেবাযত্ন ও চিকিৎসা চালিয়েছি। সেই অনুপাতে আমার বাবা আমাদের কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। তা ছাড়া বাকি সম্পত্তি আমারা ভাগ-বাঁটোয়ারা করে নেব।’
ওসি হাসান ইমাম জানান, লাশ দাফন হয়েছে। পরবর্তী সময়ে সবাইকে নিয়ে বৈঠকের মাধ্যমে সম্পত্তির বিষয়টি সামাধান করা হবে।
আবু আহমেদ ছিলেন শিক্ষক। ৯০ বছর বয়সে গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। কিন্তু লাশ দ্রুত দাফনের পরিবর্তে তাঁর সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন সন্তানেরা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে মৃত্যুর ১৪ ঘণ্টা পর দাফন করা হয় তাঁর লাশ। ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় ঘটেছে এ ঘটনা।
আবু আহমেদ ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বসবাস করতেন দাগনভূঞা পৌর শহরের আমান উল্যাহপুর গ্রামের হাসপাতাল সড়কের জননী ম্যানশনে। গ্রামের বাড়ি উপজেলার উদরাজপুর গ্রামে। মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু আহমেদের প্রথম স্ত্রী আরাফাতের নেছা মারা যান ১৯৮৪ সালে। এরপর তিনি বিয়ে করেন ফিরোজা বেগমকে। প্রথম স্ত্রীর গর্ভে চার ছেলে ও দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে তিন ছেলের জন্ম হয়। আবু আহমদের ১৫০ শতক জায়গা রয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। তাঁর মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেন প্রথম স্ত্রীর সন্তানেরা। তাঁদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন বিদেশে থাকায় সৎমা ও তাঁর সন্তানেরা বাবার সম্পত্তি লিখে নিয়েছেন। সম্পত্তির ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা বাবার লাশ দাফন করতে দেবেন না। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন ঘটনাস্থল থেকে একজন জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও নিহত আবু আহমেদের সন্তানদের নিয়ে বৈঠকে বসে সম্পত্তির বিষয়টি পরবর্তী সময়ে সমাধানের আশ্বাস দেন ওসি। এরপর মৃত্যুর ১৪ ঘণ্টা পরে পারিবারিক কবরস্থানে আবু আহমেদের দাফন হয়।
আবু আহমদের প্রথম স্ত্রীর ছেলে নেছার আহমদের অভিযোগ, ‘বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সৎমা ও সৎভাইয়েরা জাল-জালিয়াতির মাধ্যমে বাবার মূল্যবান জায়গাগুলো রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা চাই, বাবার সব সম্পত্তি সমানভাবে ভাগ হোক।’
তবে দ্বিতীয় স্ত্রী নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার বাবা জীবিত থাকাকালীন অসুস্থ ছিলেন। আমরা তাঁর সেবাযত্ন ও চিকিৎসা চালিয়েছি। সেই অনুপাতে আমার বাবা আমাদের কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। তা ছাড়া বাকি সম্পত্তি আমারা ভাগ-বাঁটোয়ারা করে নেব।’
ওসি হাসান ইমাম জানান, লাশ দাফন হয়েছে। পরবর্তী সময়ে সবাইকে নিয়ে বৈঠকের মাধ্যমে সম্পত্তির বিষয়টি সামাধান করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে