সম্পাদকীয়
কথায় আছে মাছের পচন আগে ধরে মাথায়, এরপর শরীরের অন্যান্য অংশে সংক্রমিত হয়। তেমনি সমাজ ও রাষ্ট্রের পচন যদি শিক্ষাব্যবস্থায় ধরে, তাহলে তার পরিণতি খারাপ হতে বাধ্য। শিক্ষার পচনটা কী রকম? শিক্ষা যিনি দেন, তিনি শিক্ষক। আর শিক্ষক যদি অযোগ্য হন, তাহলে তিনি কোনোভাবেই শিক্ষার্থীকে দক্ষভাবে তৈরি করতে পারবেন না। শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবেন না। একটি দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি প্রকৃত শিক্ষক এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক ছাড়া প্রকৃত শিক্ষা দেওয়া যায় না। এ জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ জরুরি। কিন্তু সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিকে দেখুন! তাঁর বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক ও বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এই পাঠ্যক্রমে পাঠদান প্রক্রিয়ায়ও নতুনত্ব আনা হয়েছে। এই পাঠ্যক্রমে শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের পড়া ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত শিক্ষা যাতে ব্যবহারিক জীবনে সরাসরি কাজে লাগানো যায়, সেদিকটায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্বীকার করার উপায় নেই, নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকেরাই মূল ভূমিকা পালন করবেন।
তাই শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতার ওপরই নির্ভর করবে এর ভবিষ্যৎ। এই শিক্ষাক্রম ভালোভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।দুঃখজনক হলেও সত্য, নিয়োগের সময় যদি অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তবে তাঁদের যতই প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, তাঁরা প্রশিক্ষণ অনুযায়ী পাঠদানে ব্যর্থ হবেন।
ইউরোপ-আমেরিকাসহ পাশ্চাত্যের উন্নত দেশগুলোয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার প্রশ্ন গুরুত্বপূর্ণ। এসব দেশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। কর্মক্ষম ও উন্নত জাতি গঠন করতে হলে যেকোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগপ্রক্রিয়াকে প্রতিযোগিতার আওতায় আনা জরুরি। স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য নিয়োগের যোগ্যতা ও শর্ত আরও উন্নত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকদের মানমর্যাদা, প্রশিক্ষণ ও বেতনকাঠামোয় আমূল পরিবর্তন আনা দরকার। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।
সুন্দরবন প্রাথমিক বিদ্যালয়ে যদি শুধু টাকাই শিক্ষক ও কর্মচারী নিয়োগের যোগ্যতা হয়, তাহলে সেখানকার শিক্ষা যে শিকেয় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
এ জন্য ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করতে হবে। তিনি দোষী হলে আইনের মাধ্যমে বিচার করতে হবে। পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘স্বতন্ত্র নিয়োগ কমিশন’ গঠন করা যেতে পারে। এ কাজটা শিক্ষা মন্ত্রণালয়কে করতে হবে।
কথায় আছে মাছের পচন আগে ধরে মাথায়, এরপর শরীরের অন্যান্য অংশে সংক্রমিত হয়। তেমনি সমাজ ও রাষ্ট্রের পচন যদি শিক্ষাব্যবস্থায় ধরে, তাহলে তার পরিণতি খারাপ হতে বাধ্য। শিক্ষার পচনটা কী রকম? শিক্ষা যিনি দেন, তিনি শিক্ষক। আর শিক্ষক যদি অযোগ্য হন, তাহলে তিনি কোনোভাবেই শিক্ষার্থীকে দক্ষভাবে তৈরি করতে পারবেন না। শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবেন না। একটি দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি প্রকৃত শিক্ষক এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক ছাড়া প্রকৃত শিক্ষা দেওয়া যায় না। এ জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ জরুরি। কিন্তু সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিকে দেখুন! তাঁর বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক ও বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এই পাঠ্যক্রমে পাঠদান প্রক্রিয়ায়ও নতুনত্ব আনা হয়েছে। এই পাঠ্যক্রমে শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের পড়া ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত শিক্ষা যাতে ব্যবহারিক জীবনে সরাসরি কাজে লাগানো যায়, সেদিকটায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্বীকার করার উপায় নেই, নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকেরাই মূল ভূমিকা পালন করবেন।
তাই শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতার ওপরই নির্ভর করবে এর ভবিষ্যৎ। এই শিক্ষাক্রম ভালোভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।দুঃখজনক হলেও সত্য, নিয়োগের সময় যদি অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তবে তাঁদের যতই প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, তাঁরা প্রশিক্ষণ অনুযায়ী পাঠদানে ব্যর্থ হবেন।
ইউরোপ-আমেরিকাসহ পাশ্চাত্যের উন্নত দেশগুলোয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার প্রশ্ন গুরুত্বপূর্ণ। এসব দেশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। কর্মক্ষম ও উন্নত জাতি গঠন করতে হলে যেকোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগপ্রক্রিয়াকে প্রতিযোগিতার আওতায় আনা জরুরি। স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য নিয়োগের যোগ্যতা ও শর্ত আরও উন্নত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকদের মানমর্যাদা, প্রশিক্ষণ ও বেতনকাঠামোয় আমূল পরিবর্তন আনা দরকার। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।
সুন্দরবন প্রাথমিক বিদ্যালয়ে যদি শুধু টাকাই শিক্ষক ও কর্মচারী নিয়োগের যোগ্যতা হয়, তাহলে সেখানকার শিক্ষা যে শিকেয় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
এ জন্য ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করতে হবে। তিনি দোষী হলে আইনের মাধ্যমে বিচার করতে হবে। পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘স্বতন্ত্র নিয়োগ কমিশন’ গঠন করা যেতে পারে। এ কাজটা শিক্ষা মন্ত্রণালয়কে করতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে