মুহাম্মদ শফিকুর রহমান
ক্রিকেটে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করতে পারলেই অনেক বড় খবর। সেঞ্চুরি তো আরও কতভাবে কতজনই করছেন, তাঁদের বেশির ভাগের নাম জানা যায় না। যেমন অনেকে আছেন নিয়মিত রক্ত দেন। শুরুতে হয়তো তাঁরা এত কিছু ভাবেননি, কিন্তু একসময় দেখা যায়, শতবার দিয়েছেন। কোথাও কারও রক্তের প্রয়োজনে ছুটে যান রক্ত দিতে। বিপদে পড়া মানুষের এতে কতই-না উপকার হয়। আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনে এমন চারজন ‘সেঞ্চুরিয়ান’ রক্তদাতার গল্প জেনে নেওয়া যায়।
অপেক্ষা ডাবল সেঞ্চুরির
১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী একজন সুস্থ মানুষ নিয়মিত বিরতিতে রক্ত দিতে পারেন। ঠিক সেই বয়সেই মো. জাভেদ নাছিম
কীভাবে যেন জেনেছিলেন, রক্ত দিলে জ্বর হয়! কথাটি শুনে তিনি কৌতূহলবশে ঠিক করেন, একবার রক্ত দিয়ে দেখবেন, জ্বর আসে কি না। এরই মধ্যে কলেজে রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবী একটি সংগঠন এলে তিনি রক্ত দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না। সেই হলো শুরু। এখন জাভেদের বয়স ৫৪। তাঁর দাবি, এ পর্যন্ত ১৮৯ বার রক্ত দিয়েছেন। এর মধ্যে ১২৮ বার পুরো ব্যাগ রক্ত, ৫৮ বার শিশুদের এবং ৩ বার প্লাটিলেট।
কুমিল্লার মুরাদনগরে গ্রামের বাড়ি হলেও মো. জাভেদ নাছিম পরিবার নিয়ে থাকেন ঢাকার জুরাইনে। এখন রক্ত দেওয়াই যেন তাঁর ধ্যানজ্ঞান। নইলে কি আর ছেলের মরদেহ হাসপাতালে রেখে লুকিয়ে অন্য সংকটাপন্ন রোগীকে কেউ রক্ত দিতে যান?
রক্ত দিতে গিয়েই পরিচয়, এরপর পরিণয়
কিশোরগঞ্জের ভৈরবের নজরুল ইসলাম এ পর্যন্ত রক্ত দিয়েছেন ১১৪ বার। এর মধ্যে হোল ব্লাড ৪৮ বার এবং প্লাটিলেট ৬৬ বার। গরিব রোগীদের সাহায্য করতে রক্ত দেওয়া শুরু করেন নজরুল। দেশে তো বটেই, ২০০৬ সালে ভারতের চেন্নাইয়েও রক্ত পাঠান তিনি।
নজরুল ও তাঁর স্ত্রী পাপিয়া বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করে মানুষকে রক্তের গ্রুপ টেস্ট ও রক্তদানে উৎসাহিত করেছেন। এর আগে নজরুল টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন একই কাজে। রক্ত সংগ্রহ করতে গিয়েই তাঁদের পরিচয় এবং সেখান থেকে পরিণয়।
আঠারোতেই শুরু তাঁর
নারায়ণগঞ্জের বাসিন্দা মোশারফ একজন স্বেচ্ছায় রক্তদাতা। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের কাছে জানতে পারেন, নিয়মিত রক্ত দিলে কোনো সমস্যা তো হয়ই না, বরং কিছু লাভও আছে। রক্ত দিলে তবে আর সমস্যা কি। যেই ভাবা সেই কাজ। ১৮ বছর বয়সে শুরু করেছিলেন রক্ত দেওয়া, এখন ৪৬। কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন শুনলেই সেখানে হাজির হন মোশারফ। এ পর্যন্ত ১৩২ বার রক্ত দিয়েছেন তিনি। এর মধ্যে হোল ব্লাড ১০৪ বার আর প্লাটিলেট ২৮ বার।
দুজনকে দিয়েছেন ৭৫ বার
কলেজে পড়ার সময় রক্তদানের কথা জানতে পারেন মোহাম্মদ আবদুর রহিম। আঠারো বছর পূর্ণ হওয়ার কিছুদিন পরেই প্রথম রক্ত দেন। এ পর্যন্ত ১২২ বার রক্ত দিয়েছেন মোহাম্মদ আবদুর রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজে শিক্ষকতা করছেন। একজন থ্যালাসেমিয়া রোগীকে ৪০ বার এবং অন্য একজনকে ৩৫ বার রক্ত দিয়েছেন আবদুর রহিম।
ক্রিকেটে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করতে পারলেই অনেক বড় খবর। সেঞ্চুরি তো আরও কতভাবে কতজনই করছেন, তাঁদের বেশির ভাগের নাম জানা যায় না। যেমন অনেকে আছেন নিয়মিত রক্ত দেন। শুরুতে হয়তো তাঁরা এত কিছু ভাবেননি, কিন্তু একসময় দেখা যায়, শতবার দিয়েছেন। কোথাও কারও রক্তের প্রয়োজনে ছুটে যান রক্ত দিতে। বিপদে পড়া মানুষের এতে কতই-না উপকার হয়। আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনে এমন চারজন ‘সেঞ্চুরিয়ান’ রক্তদাতার গল্প জেনে নেওয়া যায়।
অপেক্ষা ডাবল সেঞ্চুরির
১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী একজন সুস্থ মানুষ নিয়মিত বিরতিতে রক্ত দিতে পারেন। ঠিক সেই বয়সেই মো. জাভেদ নাছিম
কীভাবে যেন জেনেছিলেন, রক্ত দিলে জ্বর হয়! কথাটি শুনে তিনি কৌতূহলবশে ঠিক করেন, একবার রক্ত দিয়ে দেখবেন, জ্বর আসে কি না। এরই মধ্যে কলেজে রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবী একটি সংগঠন এলে তিনি রক্ত দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না। সেই হলো শুরু। এখন জাভেদের বয়স ৫৪। তাঁর দাবি, এ পর্যন্ত ১৮৯ বার রক্ত দিয়েছেন। এর মধ্যে ১২৮ বার পুরো ব্যাগ রক্ত, ৫৮ বার শিশুদের এবং ৩ বার প্লাটিলেট।
কুমিল্লার মুরাদনগরে গ্রামের বাড়ি হলেও মো. জাভেদ নাছিম পরিবার নিয়ে থাকেন ঢাকার জুরাইনে। এখন রক্ত দেওয়াই যেন তাঁর ধ্যানজ্ঞান। নইলে কি আর ছেলের মরদেহ হাসপাতালে রেখে লুকিয়ে অন্য সংকটাপন্ন রোগীকে কেউ রক্ত দিতে যান?
রক্ত দিতে গিয়েই পরিচয়, এরপর পরিণয়
কিশোরগঞ্জের ভৈরবের নজরুল ইসলাম এ পর্যন্ত রক্ত দিয়েছেন ১১৪ বার। এর মধ্যে হোল ব্লাড ৪৮ বার এবং প্লাটিলেট ৬৬ বার। গরিব রোগীদের সাহায্য করতে রক্ত দেওয়া শুরু করেন নজরুল। দেশে তো বটেই, ২০০৬ সালে ভারতের চেন্নাইয়েও রক্ত পাঠান তিনি।
নজরুল ও তাঁর স্ত্রী পাপিয়া বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করে মানুষকে রক্তের গ্রুপ টেস্ট ও রক্তদানে উৎসাহিত করেছেন। এর আগে নজরুল টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন একই কাজে। রক্ত সংগ্রহ করতে গিয়েই তাঁদের পরিচয় এবং সেখান থেকে পরিণয়।
আঠারোতেই শুরু তাঁর
নারায়ণগঞ্জের বাসিন্দা মোশারফ একজন স্বেচ্ছায় রক্তদাতা। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের কাছে জানতে পারেন, নিয়মিত রক্ত দিলে কোনো সমস্যা তো হয়ই না, বরং কিছু লাভও আছে। রক্ত দিলে তবে আর সমস্যা কি। যেই ভাবা সেই কাজ। ১৮ বছর বয়সে শুরু করেছিলেন রক্ত দেওয়া, এখন ৪৬। কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন শুনলেই সেখানে হাজির হন মোশারফ। এ পর্যন্ত ১৩২ বার রক্ত দিয়েছেন তিনি। এর মধ্যে হোল ব্লাড ১০৪ বার আর প্লাটিলেট ২৮ বার।
দুজনকে দিয়েছেন ৭৫ বার
কলেজে পড়ার সময় রক্তদানের কথা জানতে পারেন মোহাম্মদ আবদুর রহিম। আঠারো বছর পূর্ণ হওয়ার কিছুদিন পরেই প্রথম রক্ত দেন। এ পর্যন্ত ১২২ বার রক্ত দিয়েছেন মোহাম্মদ আবদুর রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজে শিক্ষকতা করছেন। একজন থ্যালাসেমিয়া রোগীকে ৪০ বার এবং অন্য একজনকে ৩৫ বার রক্ত দিয়েছেন আবদুর রহিম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে