নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।
শোয়ার ঘর
শোয়ার ঘরের জানালায় চিকের ব্যবহারে ঘরের ভেতরে তৈরি হবে মায়াবী আলোছায়ার খেলা। চিকের পাশাপাশি পাতলা যেকোনো কাপড়ের কিংবা গামছা কাপড়ের পর্দার ব্যবহারও ঘরকে দেবে প্রশান্তি। পাশেই টুলের ওপর যদি রাখা থাকে মাটির টেঁপা পুতুল, হাতি-ঘোড়া আর মাটি কিংবা কাঁসার থালায় রাখা থাকে একগুচ্ছ ছড়ানো ফুল, তাহলে তো কথাই নেই। ঘর হয়ে উঠবে মনের মতো।
রান্নাঘর
রান্নাঘর মানেই তেল-মসলার স্বর্গরাজ্য। রান্নাঘরের জানালার কাচ, দেয়ালের টাইলস ইত্যাদি তেলচিটচিটে হয়ে যায় দ্রুতই। এ থেকে রক্ষা পেতে, বিশেষ করে জানালায় বাঁশের চিক ব্যবহার করা যায়। তাতে জানালার কাচ দীর্ঘদিন তেলচিটচিটে হবে না।
খাবার ঘর
খাবার ঘরকেও বদলে দেবে চিকের ব্যবহার। চিকের সঙ্গে জামদানি নকশার পর্দা বা গামছা কাপড়ের কিংবা ডুরে শাড়ি ব্যবহার করা যেতে পারে পর্দা হিসেবে। দুই পাশে ঝুলতে পারে কাপড়, বাঁশ বা কাঠের লম্বা গারলেট। পাশাপাশি দেয়ালে টানানো যেতে পারে টেরাকোটার মুখোশ কিংবা পছন্দের কোনো চিত্রকলা। তবেই না অন্দর হবে চিকের সাজে চাকচিক্যময়।
অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।
শোয়ার ঘর
শোয়ার ঘরের জানালায় চিকের ব্যবহারে ঘরের ভেতরে তৈরি হবে মায়াবী আলোছায়ার খেলা। চিকের পাশাপাশি পাতলা যেকোনো কাপড়ের কিংবা গামছা কাপড়ের পর্দার ব্যবহারও ঘরকে দেবে প্রশান্তি। পাশেই টুলের ওপর যদি রাখা থাকে মাটির টেঁপা পুতুল, হাতি-ঘোড়া আর মাটি কিংবা কাঁসার থালায় রাখা থাকে একগুচ্ছ ছড়ানো ফুল, তাহলে তো কথাই নেই। ঘর হয়ে উঠবে মনের মতো।
রান্নাঘর
রান্নাঘর মানেই তেল-মসলার স্বর্গরাজ্য। রান্নাঘরের জানালার কাচ, দেয়ালের টাইলস ইত্যাদি তেলচিটচিটে হয়ে যায় দ্রুতই। এ থেকে রক্ষা পেতে, বিশেষ করে জানালায় বাঁশের চিক ব্যবহার করা যায়। তাতে জানালার কাচ দীর্ঘদিন তেলচিটচিটে হবে না।
খাবার ঘর
খাবার ঘরকেও বদলে দেবে চিকের ব্যবহার। চিকের সঙ্গে জামদানি নকশার পর্দা বা গামছা কাপড়ের কিংবা ডুরে শাড়ি ব্যবহার করা যেতে পারে পর্দা হিসেবে। দুই পাশে ঝুলতে পারে কাপড়, বাঁশ বা কাঠের লম্বা গারলেট। পাশাপাশি দেয়ালে টানানো যেতে পারে টেরাকোটার মুখোশ কিংবা পছন্দের কোনো চিত্রকলা। তবেই না অন্দর হবে চিকের সাজে চাকচিক্যময়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে