সিলেট সংবাদদাতা
শীত মানেই নতুন সবজি। বাজারে আগেই এসেছিল ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলা, লাল শাক, মুলার শাকসহ নানা ধরনের শীতকালীন শাক। এবার তার সঙ্গে যোগ হয়েছে নতুন আলু ও সিলেটে উৎপাদিত ‘গোয়ালগাদ্দা’ শিম। বাজারে চাহিদা থাকায় নতুন আলু আর গোয়ালগাদ্দা শিম বিক্রি হচ্ছে চড়া দামে।
গোয়ালগাদ্দা শিম গতানুগতিক শিমের চেয়ে এই শিম দেখতে একটু ভিন্ন। সাধারণ শিমের তুলনায় এই শিম আকারে বড় এবং পাতলা হয়। স্বাদও কিছুটা ভিন্ন। শীত আসলেই সিলেটীরা বাজারে খোঁজ করেন গোয়ালগাদ্দা শিম।
গতকাল শুক্রবার সিলেট নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, আখালি, মদীনা মার্কেটসহ বেশ কয়েকটি এলাকার কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা নতুন আলু বিক্রি করছেন কেজি প্রতি ৮০ টাকা করে। গোয়ালগাদ্দা শিমও বিক্রি করছেন ৮০ টাকা কেজিতে। তবে পুরোনো আলু আগের মতো ২২ থেকে ২৫ টাকা কেজি।
আর সাধারণ শিম ৩০ থেকে ৪০ টাকা দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও শিমের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, বাঁধাকপি কেজি প্রতি ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ৪০ টাকা কেজিতে, লাউ প্রতিটি ১০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক প্রতি আঁটি ৫ টাকা। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নগরীর আখালি নতুনবাজারে সবজি কিনতে আসা সোহেল আহমেদ বলেন, শাক সবজির দাম এখন কিছুটা কম। তবে টমেটো, নতুন আলু ও গোয়ালগাদ্দা শিমের দাম অনেক বেশি। এক কেজি নতুন আলু কিনেছি ৮০ টাকায়।
আরেক ক্রেতা মনসুর আলী বলেন, বাজারে এখন গোয়ালগাদ্দা শিম পাওয়া যাচ্ছে। তবে দাম অনেক বেশি। অনেক দামাদামি করে এক কেজি গোয়ালগাদ্দা শিম নিয়েছি ৭৫ টাকায়।
নগরীর মদীনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জীবন মিয়া বলেন, বেশির ভাগ সবজির দাম আগের মতোই আছে। শুধু নতুন আলু, গোয়ালগাদ্দা শিম ও টমেটোর দাম তুলনামূলক বেশি। চার পাঁচ দিন হলো বাজারে নতুন আলু ও গোয়ালগাদ্দা শিম আসছে। নতুন আসায় এগুলো দাম একটু বেশি। কয়েক দিন পরে দাম কমে যাবে।
শীত মানেই নতুন সবজি। বাজারে আগেই এসেছিল ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলা, লাল শাক, মুলার শাকসহ নানা ধরনের শীতকালীন শাক। এবার তার সঙ্গে যোগ হয়েছে নতুন আলু ও সিলেটে উৎপাদিত ‘গোয়ালগাদ্দা’ শিম। বাজারে চাহিদা থাকায় নতুন আলু আর গোয়ালগাদ্দা শিম বিক্রি হচ্ছে চড়া দামে।
গোয়ালগাদ্দা শিম গতানুগতিক শিমের চেয়ে এই শিম দেখতে একটু ভিন্ন। সাধারণ শিমের তুলনায় এই শিম আকারে বড় এবং পাতলা হয়। স্বাদও কিছুটা ভিন্ন। শীত আসলেই সিলেটীরা বাজারে খোঁজ করেন গোয়ালগাদ্দা শিম।
গতকাল শুক্রবার সিলেট নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, আখালি, মদীনা মার্কেটসহ বেশ কয়েকটি এলাকার কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা নতুন আলু বিক্রি করছেন কেজি প্রতি ৮০ টাকা করে। গোয়ালগাদ্দা শিমও বিক্রি করছেন ৮০ টাকা কেজিতে। তবে পুরোনো আলু আগের মতো ২২ থেকে ২৫ টাকা কেজি।
আর সাধারণ শিম ৩০ থেকে ৪০ টাকা দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও শিমের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, বাঁধাকপি কেজি প্রতি ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ৪০ টাকা কেজিতে, লাউ প্রতিটি ১০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক প্রতি আঁটি ৫ টাকা। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নগরীর আখালি নতুনবাজারে সবজি কিনতে আসা সোহেল আহমেদ বলেন, শাক সবজির দাম এখন কিছুটা কম। তবে টমেটো, নতুন আলু ও গোয়ালগাদ্দা শিমের দাম অনেক বেশি। এক কেজি নতুন আলু কিনেছি ৮০ টাকায়।
আরেক ক্রেতা মনসুর আলী বলেন, বাজারে এখন গোয়ালগাদ্দা শিম পাওয়া যাচ্ছে। তবে দাম অনেক বেশি। অনেক দামাদামি করে এক কেজি গোয়ালগাদ্দা শিম নিয়েছি ৭৫ টাকায়।
নগরীর মদীনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জীবন মিয়া বলেন, বেশির ভাগ সবজির দাম আগের মতোই আছে। শুধু নতুন আলু, গোয়ালগাদ্দা শিম ও টমেটোর দাম তুলনামূলক বেশি। চার পাঁচ দিন হলো বাজারে নতুন আলু ও গোয়ালগাদ্দা শিম আসছে। নতুন আসায় এগুলো দাম একটু বেশি। কয়েক দিন পরে দাম কমে যাবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে