শাহীন রহমান, পাবনা
পোড়াবাড়ির চমচমের গুণে সারা দেশে পরিচিতি লাভ করেছে টাঙ্গাইল। আর এখন টাঙ্গাইলের বাসাইলকে পরিচিত করে তুলেছে বিলপাড়ার বিখ্যাত নেওয়াজ আলীর তৈরি চমচম। বিলপাড়ার চমচম স্বাদে ও গন্ধে অপ্রতিদ্বন্দ্বী। বাসাইলের কাঞ্চনপুরের ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ বিলপাড়ার চমচম নিয়ে কথাগুলো বলেন গর্ব করে।
কাউলজানীর সুন্যা গ্রামের মাহমুদুল হাসান বলেন, অতুলনীয় স্বাদ, মোহনীয় গন্ধ, পুষ্টিগুণ থাকায় ব্যাপক সুনাম রয়েছে বিলপাড়ার চমচমের। আর এসব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কারণে পোড়াবাড়ির চমচম থেকে বিলপাড়ার চমচমের রয়েছে কিছুটা ভিন্নতা। সারা দেশে ও দেশের বাইরেও মিষ্টির জগতে এ মিষ্টি এখন অপ্রতিদ্বন্দ্বী।
একেবারে মাত্রামতো মিষ্টি, ঘন রস আর টাটকা ছানার গন্ধমাখা বিলপাড়ার এই মিষ্টি। কেউ কেউ তাই মজা করে বলেন, এটি এমন জিনিস, যে না খাবে সে পস্তাবে! বিদেশ যাওয়ার সময় টাঙ্গাইলের প্রবাসীদের অনেকে বিলপাড়ার নেওয়াজ আলীর তৈরি মিষ্টি সঙ্গে নিয়ে যান।
বিলপাড়ার চমচম তৈরির অভিজ্ঞ কারিগরদের মতে, চমচমের গুণগত মান আর স্বাদ মূলত পানি এবং দুধের ওপরই নির্ভরশীল। এখানে এ দুটি শর্ত পূরণ হয় বলেই এ মিষ্টি স্বাদে ও গন্ধে অতুলনীয়। তা ছাড়া এ চমচমের ভেতরটা অন্য সব মিষ্টির মতো ভরাট নয়। আর চমচমের গায়ে জড়ানো মাওয়া হতে হবে একদম খাঁটি। এসবে কোনোটাতে ছাড় দিলেই স্বাদ হয়ে যাবে ভিন্ন।
সরেজমিনে কথা হয় বেশ কয়েকজন নিয়মিত মিষ্টি ক্রেতার সঙ্গে। তাঁদের মধ্যে আবুল কাশেম বলেন, উপজেলার ক্রেতা তো আছেনই। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ভোজনবিলাসী ক্রেতারা আসছেন বিলপাড়ার চমচম কিনতে।
এ ব্যাপারে কারিগর নেওয়াজ আলী বলেন, ‘আমি প্রায় ২২ বছর যাবৎ মিষ্টির দোকান করে আসছি। দিন দিন অর্ডার বেড়েই চলছে। আমার তৈরি চমচম এখন বিদেশেও যাচ্ছে। এ জনপ্রিয়তা ধরে রেখে কাজ করে যেতে চাই। মিষ্টির গুণগত মান ঠিক রেখে বাসাইলের ঐতিহ্যকে দেশ তথা দেশের বাইরেও আরও ছড়িয়ে দিতে কাজ করে যাব।’
পোড়াবাড়ির চমচমের গুণে সারা দেশে পরিচিতি লাভ করেছে টাঙ্গাইল। আর এখন টাঙ্গাইলের বাসাইলকে পরিচিত করে তুলেছে বিলপাড়ার বিখ্যাত নেওয়াজ আলীর তৈরি চমচম। বিলপাড়ার চমচম স্বাদে ও গন্ধে অপ্রতিদ্বন্দ্বী। বাসাইলের কাঞ্চনপুরের ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ বিলপাড়ার চমচম নিয়ে কথাগুলো বলেন গর্ব করে।
কাউলজানীর সুন্যা গ্রামের মাহমুদুল হাসান বলেন, অতুলনীয় স্বাদ, মোহনীয় গন্ধ, পুষ্টিগুণ থাকায় ব্যাপক সুনাম রয়েছে বিলপাড়ার চমচমের। আর এসব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কারণে পোড়াবাড়ির চমচম থেকে বিলপাড়ার চমচমের রয়েছে কিছুটা ভিন্নতা। সারা দেশে ও দেশের বাইরেও মিষ্টির জগতে এ মিষ্টি এখন অপ্রতিদ্বন্দ্বী।
একেবারে মাত্রামতো মিষ্টি, ঘন রস আর টাটকা ছানার গন্ধমাখা বিলপাড়ার এই মিষ্টি। কেউ কেউ তাই মজা করে বলেন, এটি এমন জিনিস, যে না খাবে সে পস্তাবে! বিদেশ যাওয়ার সময় টাঙ্গাইলের প্রবাসীদের অনেকে বিলপাড়ার নেওয়াজ আলীর তৈরি মিষ্টি সঙ্গে নিয়ে যান।
বিলপাড়ার চমচম তৈরির অভিজ্ঞ কারিগরদের মতে, চমচমের গুণগত মান আর স্বাদ মূলত পানি এবং দুধের ওপরই নির্ভরশীল। এখানে এ দুটি শর্ত পূরণ হয় বলেই এ মিষ্টি স্বাদে ও গন্ধে অতুলনীয়। তা ছাড়া এ চমচমের ভেতরটা অন্য সব মিষ্টির মতো ভরাট নয়। আর চমচমের গায়ে জড়ানো মাওয়া হতে হবে একদম খাঁটি। এসবে কোনোটাতে ছাড় দিলেই স্বাদ হয়ে যাবে ভিন্ন।
সরেজমিনে কথা হয় বেশ কয়েকজন নিয়মিত মিষ্টি ক্রেতার সঙ্গে। তাঁদের মধ্যে আবুল কাশেম বলেন, উপজেলার ক্রেতা তো আছেনই। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ভোজনবিলাসী ক্রেতারা আসছেন বিলপাড়ার চমচম কিনতে।
এ ব্যাপারে কারিগর নেওয়াজ আলী বলেন, ‘আমি প্রায় ২২ বছর যাবৎ মিষ্টির দোকান করে আসছি। দিন দিন অর্ডার বেড়েই চলছে। আমার তৈরি চমচম এখন বিদেশেও যাচ্ছে। এ জনপ্রিয়তা ধরে রেখে কাজ করে যেতে চাই। মিষ্টির গুণগত মান ঠিক রেখে বাসাইলের ঐতিহ্যকে দেশ তথা দেশের বাইরেও আরও ছড়িয়ে দিতে কাজ করে যাব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে