গঙ্গাচড়া ও তারাগঞ্জ প্রতিনিধি
গঙ্গাচড়ায় নিখোঁজের পাঁচ দিনের মাথায় এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে লাশটি পাওয়া যায়।
নারীর নাম রাহেলা বেগম (৩৫)। তিনি গঙ্গাচড়া সদরের নিলকচন্ডী আবাসন এলাকার মৃত মনজাব আলীর স্ত্রী। তিনি গত বুধবার তাঁর বন্ধু শহিদুল ইসলামকে নিয়ে ব্যাংক থেকে ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) টাকা উত্তোলন করতে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় শহিদুল পলাতক আছেন।
কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার সাহা জানান, পাহারাদার হারুন রোববার সকালে কাজে এসে ডিউটি পোস্টের পাশে একটি পরিত্যক্ত ভবনের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি কৌতূহলবশত ভেতরে উঁকি দেন এবং দেখেন লাশ পড়ে আছে। তিনি বিষয়টি তাঁকে জানালে তিনি গঙ্গাচড়া থানায় সংবাদ দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় এলাকাবাসী লাশটি রাহেলার বলে শনাক্ত করে। পরে সিআইডি ও পিবিআই সদস্যরা সুরতহাল তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, রাহেলা ১০ বছর ধরে স্বামী মনজাব ও একমাত্র সন্তান রায়হান বাবুকে নিয়ে নিলকচন্ডী আবাসনে বাস করতেন। তাঁর স্বামী পাঁচ বছর আগে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ১৫ বছরের রায়হান ঢাকায় একটি পলিথিনের কারখানায় চাকরি করে। রাহেলা স্থানীয় একটি পাটকলে চাকরি করতেন। তাঁর সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের বন্ধুত্ব গড়ে উঠেছিল। শহিদুল কৃষি গবেষণাকেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মচারী ও ফার্ম শ্রমিক সংগঠনের সহসভাপতি।
রাহেলার ভাই মন্টু ও বাচ্চু মিয়া জানান, রংপুরের একটি ব্যাংকে রাহেলার ডিপিএস অ্যাকাউন্ট আছে। সেখানে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা রাখতেন। বাড়িতে গুরুত্বপূর্ণ কাগজ রাখা নিরাপদ মনে না করায় তিনি অ্যাকাউন্টের কাগজসহ প্রয়োজনীয় কাগজপত্র শহিদুলের কাছে রেখেছিলেন। ডিপিএসের মেয়াদ শেষ হওয়ায় টাকা উত্তোলন করে তা দিয়ে রাহেলা জমি কিনতে চেয়েছিলেন। এ জন্য জমির দামও ঠিক হয়েছিল। তিনি টাকা আনতে বুধবার ব্যাংকে যান।
দুই ভাই আরও জানান, রাহেলা নিখোঁজ হওয়ার তাঁর সন্ধান জানতে শহিদুলের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু ওই দিন থেকে তাঁকেও পাওয়া যাচ্ছে না। ভাইদের দাবি, রাহেলার টাকা আত্মসাৎ করে তাঁকে হত্যা করে শহিদুল পালিয়েছেন।
এ বিষয়ে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডটি তদন্ত করে দেখা হচ্ছে।’
গঙ্গাচড়ায় নিখোঁজের পাঁচ দিনের মাথায় এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে লাশটি পাওয়া যায়।
নারীর নাম রাহেলা বেগম (৩৫)। তিনি গঙ্গাচড়া সদরের নিলকচন্ডী আবাসন এলাকার মৃত মনজাব আলীর স্ত্রী। তিনি গত বুধবার তাঁর বন্ধু শহিদুল ইসলামকে নিয়ে ব্যাংক থেকে ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) টাকা উত্তোলন করতে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় শহিদুল পলাতক আছেন।
কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার সাহা জানান, পাহারাদার হারুন রোববার সকালে কাজে এসে ডিউটি পোস্টের পাশে একটি পরিত্যক্ত ভবনের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি কৌতূহলবশত ভেতরে উঁকি দেন এবং দেখেন লাশ পড়ে আছে। তিনি বিষয়টি তাঁকে জানালে তিনি গঙ্গাচড়া থানায় সংবাদ দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় এলাকাবাসী লাশটি রাহেলার বলে শনাক্ত করে। পরে সিআইডি ও পিবিআই সদস্যরা সুরতহাল তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, রাহেলা ১০ বছর ধরে স্বামী মনজাব ও একমাত্র সন্তান রায়হান বাবুকে নিয়ে নিলকচন্ডী আবাসনে বাস করতেন। তাঁর স্বামী পাঁচ বছর আগে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ১৫ বছরের রায়হান ঢাকায় একটি পলিথিনের কারখানায় চাকরি করে। রাহেলা স্থানীয় একটি পাটকলে চাকরি করতেন। তাঁর সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের বন্ধুত্ব গড়ে উঠেছিল। শহিদুল কৃষি গবেষণাকেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মচারী ও ফার্ম শ্রমিক সংগঠনের সহসভাপতি।
রাহেলার ভাই মন্টু ও বাচ্চু মিয়া জানান, রংপুরের একটি ব্যাংকে রাহেলার ডিপিএস অ্যাকাউন্ট আছে। সেখানে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা রাখতেন। বাড়িতে গুরুত্বপূর্ণ কাগজ রাখা নিরাপদ মনে না করায় তিনি অ্যাকাউন্টের কাগজসহ প্রয়োজনীয় কাগজপত্র শহিদুলের কাছে রেখেছিলেন। ডিপিএসের মেয়াদ শেষ হওয়ায় টাকা উত্তোলন করে তা দিয়ে রাহেলা জমি কিনতে চেয়েছিলেন। এ জন্য জমির দামও ঠিক হয়েছিল। তিনি টাকা আনতে বুধবার ব্যাংকে যান।
দুই ভাই আরও জানান, রাহেলা নিখোঁজ হওয়ার তাঁর সন্ধান জানতে শহিদুলের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু ওই দিন থেকে তাঁকেও পাওয়া যাচ্ছে না। ভাইদের দাবি, রাহেলার টাকা আত্মসাৎ করে তাঁকে হত্যা করে শহিদুল পালিয়েছেন।
এ বিষয়ে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডটি তদন্ত করে দেখা হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে