উপবৃত্তি চালু রাখার দাবি মাদ্রাসার শিক্ষকদের

মধুপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৮: ৩১

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা চলমান রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছেন শিক্ষকেরা। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মধুপুর শাখার ব্যানারে উপজেলার ৩০টি মাদ্রাসার শিক্ষকেরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মধুপুর শাখার সভাপতি মো. আবু তাহের। এ সময় বক্তব্য দেন বানিয়াবাড়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, জিয়াউল হক, মো. ইব্রাহিম খলিল, মো. বেলায়েত হোসেন, রিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে দীর্ঘ ৩৮ বছর ধরে চলে আসছে। ২০০৩ সালে এসব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো উপবৃত্তি চালু করা হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা কমে যায়। কিন্তু হঠাৎ করেই কোমলমতি শিশুদের উপবৃত্তি বন্ধ করা হলে শিক্ষার্থী ঝরেপড়া রোধ দূরের কথা, প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন হবে। এমন পরিস্থিতিতে অনতিবিলম্বে উপবৃত্তি প্রদান কার্যক্রম চালু করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত