ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন সেতু ও কালভার্টের মুখ ভরাট করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, খনন করা হচ্ছে পুকুর। এতে কৃষিজমি জলাবদ্ধ হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের জন্য পাকা ও কাঁচা রাস্তায় নির্মিত বিভিন্ন সেতু ও কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। অনেকে ইচ্ছেমতো কৃষিজমি, নালা, ডোবা, খাল ও জমির শ্রেণি পরিবর্তন করে গড়ে তুলছেন ঘরবাড়ি। কেউবা খনন করেছেন পুকুর। কেউ বাগান তৈরি করেছেন। এতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০০ একর জমি জলাবদ্ধ হয়েছে।
উপজেলার শাহবাজার-গেটের বাজার সড়কের সেতুর মুখ ভরাট করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। এ ছাড়া বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে সদ্য নির্মিত পাশাপাশি দুটি কালভার্টের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। কালভার্ট দুটির মুখ ভরাট করায় চলতি বোরো মৌসুমে অনেক ধানখেত পানিতে তলিয়ে যায়।
বড়ভিটা গ্রামের কৃষক বাদল সরকার, সিরাজ আলী, আব্দুর রশিদ ও নজরুল ইসলাম বকসি বলেন, ‘অনেক দিন এই কালভার্ট দিয়ে আমাদের জমির পানি নেমে যেত ধরলার নালায়। হঠাৎ কালভার্ট বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কালভার্টের মুখ খুলে না দিলে আমন মৌসুমে চাষাবাদ অসম্ভব হয়ে পড়বে।’
এ ছাড়া বড়ভিটা এলাকার কালি মন্দির-সংলগ্ন আরেকটি কালভার্টের মুখ ভরাট করতে মাটি ফেলা হচ্ছে। উপজেলার ঘোগারকুটি গ্রামে পাঁচ বছরে ১০টির মতো কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। ফুলবাড়ী সদরের ফুলবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি কালভার্টের মুখ ভরাট করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। উপজেলার শিমুলবাড়ি ভুরিয়ারকুটি-যকুরটল ভায়া পানিমাছকুটি কাশিয়াবাড়ী হয়ে চাতড়ার দোলার পানি নিষ্কাশনের আধা পাকা নালাটির বিভিন্ন অংশে নির্মিত চারটি সেতুর মুখে পুকুর, ঘরবাড়ি ও মাটি ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
ওইসব এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের মতে, ভরাট হয়ে যাওয়া সেতু ও কালভার্টের মুখ খুলে দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে আগামীতে কৃষিতে জলাবদ্ধতার বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব বলেন, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির দাবি ও চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ও জনগুরুত্বপূর্ণ এসব অবকাঠামো নির্মাণ করা হয়। আবার তাঁদের অবহেলায় এসব বিলুপ্ত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে সেতু ও কালভার্টের মুখ বন্ধ করায় প্রায় ২০০ একর জমি জলাবদ্ধ হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা দরকার। এ ছাড়া জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমরা অভিযোগ পেলে জনগণকে বুঝিয়ে সমস্যা নিরসনের চেষ্টা করি। না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন সেতু ও কালভার্টের মুখ ভরাট করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, খনন করা হচ্ছে পুকুর। এতে কৃষিজমি জলাবদ্ধ হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের জন্য পাকা ও কাঁচা রাস্তায় নির্মিত বিভিন্ন সেতু ও কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। অনেকে ইচ্ছেমতো কৃষিজমি, নালা, ডোবা, খাল ও জমির শ্রেণি পরিবর্তন করে গড়ে তুলছেন ঘরবাড়ি। কেউবা খনন করেছেন পুকুর। কেউ বাগান তৈরি করেছেন। এতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০০ একর জমি জলাবদ্ধ হয়েছে।
উপজেলার শাহবাজার-গেটের বাজার সড়কের সেতুর মুখ ভরাট করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। এ ছাড়া বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে সদ্য নির্মিত পাশাপাশি দুটি কালভার্টের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। কালভার্ট দুটির মুখ ভরাট করায় চলতি বোরো মৌসুমে অনেক ধানখেত পানিতে তলিয়ে যায়।
বড়ভিটা গ্রামের কৃষক বাদল সরকার, সিরাজ আলী, আব্দুর রশিদ ও নজরুল ইসলাম বকসি বলেন, ‘অনেক দিন এই কালভার্ট দিয়ে আমাদের জমির পানি নেমে যেত ধরলার নালায়। হঠাৎ কালভার্ট বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কালভার্টের মুখ খুলে না দিলে আমন মৌসুমে চাষাবাদ অসম্ভব হয়ে পড়বে।’
এ ছাড়া বড়ভিটা এলাকার কালি মন্দির-সংলগ্ন আরেকটি কালভার্টের মুখ ভরাট করতে মাটি ফেলা হচ্ছে। উপজেলার ঘোগারকুটি গ্রামে পাঁচ বছরে ১০টির মতো কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। ফুলবাড়ী সদরের ফুলবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি কালভার্টের মুখ ভরাট করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। উপজেলার শিমুলবাড়ি ভুরিয়ারকুটি-যকুরটল ভায়া পানিমাছকুটি কাশিয়াবাড়ী হয়ে চাতড়ার দোলার পানি নিষ্কাশনের আধা পাকা নালাটির বিভিন্ন অংশে নির্মিত চারটি সেতুর মুখে পুকুর, ঘরবাড়ি ও মাটি ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
ওইসব এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের মতে, ভরাট হয়ে যাওয়া সেতু ও কালভার্টের মুখ খুলে দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে আগামীতে কৃষিতে জলাবদ্ধতার বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব বলেন, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির দাবি ও চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ও জনগুরুত্বপূর্ণ এসব অবকাঠামো নির্মাণ করা হয়। আবার তাঁদের অবহেলায় এসব বিলুপ্ত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে সেতু ও কালভার্টের মুখ বন্ধ করায় প্রায় ২০০ একর জমি জলাবদ্ধ হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা দরকার। এ ছাড়া জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমরা অভিযোগ পেলে জনগণকে বুঝিয়ে সমস্যা নিরসনের চেষ্টা করি। না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে