সম্পাদকীয়
একাত্তরের মে মাসেই রুমী চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। মায়ের মনে হাহাকার। সে রকম কোনো খবর পাচ্ছেন না ছেলের। কোথায় আছে, কী করছে, তা তো জানতে পারছেন না।
৮ আগস্ট ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে হয়েছিল গেরিলা অপারেশন। অতর্কিত হামলায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ছেড়েছে ক্র্যাক প্লাটুনের ছেলেরা।
দুপুরে খাওয়ার পর জাহানারা ইমাম, শরীফ ইমামসহ আরও কয়েকজন গল্প করছিলেন বাড়িতে। এমন সময় লালু এল, চোখে হাসি। জাহানারা ইমামকে ডেকে নিয়ে বলল, ‘বুবু, রুমী এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে।’
শরীর হিম হয়ে গেল মায়ের। তিনি ঝিম ধরে বসে থাকলেন। তারপর বানিয়ে বললেন স্বামীকে, ‘শরীফ, মার হঠাৎ টাকার দরকার হয়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম। তুমি একটু গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো।’
জামী বলল, ‘সারা দিন বাড়িতে বসে আছি। আমিও ঘুরে আসি।’
গাড়ি ফিরে এলে নিঃশব্দে দোতলায় নিজের ঘরে চলে গেলেন জাহানারা ইমাম। রুমী এল। গায়ের রং তামাটে, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, আর মুখে ভুবনভোলানো হাসি। রুমী দুই হাত বাড়িয়ে এগিয়ে এল, ওকে ধরে কাঁদতে লাগলেন জাহানারা ইমাম। রুমী ফিসফিস করে বলল, ‘আম্মা, থামো। দাদা শুনতে পাবে। তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে।’
রাতে খাওয়া-দাওয়ার পর রুমী ওর মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প করল। তারপর বলল, ‘আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম না যে ধরার আগে জানাব, তা আর হলো না।’
জাহানারা ইমামের মনে পড়ল, ক্লাস এইটে থাকার সময় রুমীকে তিনি বলেছিলেন, ‘দ্যাখ, সিগারেট যদি ধরিস তো বলে-কয়ে ধরবি। নইলে লুকিয়ে সিগারেট খাবি, আমি জানব না, তারপর আমার বান্ধবী এসে বলবে, রুমীকে সিগারেট খেতে দেখলাম—সে আমার সইবে না।’
রুমী হেসে বলল, ‘ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা।’
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১৪৪-১৪৫
একাত্তরের মে মাসেই রুমী চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। মায়ের মনে হাহাকার। সে রকম কোনো খবর পাচ্ছেন না ছেলের। কোথায় আছে, কী করছে, তা তো জানতে পারছেন না।
৮ আগস্ট ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে হয়েছিল গেরিলা অপারেশন। অতর্কিত হামলায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ছেড়েছে ক্র্যাক প্লাটুনের ছেলেরা।
দুপুরে খাওয়ার পর জাহানারা ইমাম, শরীফ ইমামসহ আরও কয়েকজন গল্প করছিলেন বাড়িতে। এমন সময় লালু এল, চোখে হাসি। জাহানারা ইমামকে ডেকে নিয়ে বলল, ‘বুবু, রুমী এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে।’
শরীর হিম হয়ে গেল মায়ের। তিনি ঝিম ধরে বসে থাকলেন। তারপর বানিয়ে বললেন স্বামীকে, ‘শরীফ, মার হঠাৎ টাকার দরকার হয়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম। তুমি একটু গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো।’
জামী বলল, ‘সারা দিন বাড়িতে বসে আছি। আমিও ঘুরে আসি।’
গাড়ি ফিরে এলে নিঃশব্দে দোতলায় নিজের ঘরে চলে গেলেন জাহানারা ইমাম। রুমী এল। গায়ের রং তামাটে, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, আর মুখে ভুবনভোলানো হাসি। রুমী দুই হাত বাড়িয়ে এগিয়ে এল, ওকে ধরে কাঁদতে লাগলেন জাহানারা ইমাম। রুমী ফিসফিস করে বলল, ‘আম্মা, থামো। দাদা শুনতে পাবে। তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে।’
রাতে খাওয়া-দাওয়ার পর রুমী ওর মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প করল। তারপর বলল, ‘আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম না যে ধরার আগে জানাব, তা আর হলো না।’
জাহানারা ইমামের মনে পড়ল, ক্লাস এইটে থাকার সময় রুমীকে তিনি বলেছিলেন, ‘দ্যাখ, সিগারেট যদি ধরিস তো বলে-কয়ে ধরবি। নইলে লুকিয়ে সিগারেট খাবি, আমি জানব না, তারপর আমার বান্ধবী এসে বলবে, রুমীকে সিগারেট খেতে দেখলাম—সে আমার সইবে না।’
রুমী হেসে বলল, ‘ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা।’
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১৪৪-১৪৫
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে