কামাল হোসেন, কয়রা
খুলনার কয়রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের ১৩ কিলোমিটারেরই ইট উঠে গেছে। উপজেলার কাটকাটা থেকে গোলখালি পর্যন্ত এ সড়কে ছোটবড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের উপজেলা সদরে আসা ও যাওয়ার একমাত্র ইটের সলিংয়ের সড়ক এটি। সড়কের ইট উঠে ও ভেঙে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি তো একেবারেই চলার অনুপযোগী। একমাত্র চলাচলের মাধ্যম মোটরসাইকেল, তাও চালক ও আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একের পর এক ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গোলখালী-কাটকাটা রাস্তা দিয়ে দৈনিক শত শত বাইক, মোটর ভ্যান, নসিমন ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। রাস্তার প্রতিটা ইট উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও খানাখন্দ হয়ে আছে। এ অবস্থায় অফিশিয়াল কাজে কয়রা যাওয়া রীতিমতো বিপজ্জনক। তা ছাড়া দুই ইউনিয়নের ঘেরের মাছ উপজেলা সদরে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয়। এ রাস্তার দুর্দশা দেখলে যে কেউ হতবাক হতে বাধ্য। শুধু নারী শ্রমিক দিয়ে জোড়াতালি নয়, নতুন করে রাস্তাটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আমল বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তাটির ১৩ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। ইট উঠে ও ভেঙে হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালী গ্রামের হোসেন আলী বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেল ছাড়া অন্যকোনো কিছুতে চলাচলের ব্যবস্থা নেই। আমাদের এখানে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
মোটরসাইকেল চালক মইদুল বলেন, মোটরসাইকেল চালিয়েই চলে আমার সংসার। এক দিন গাড়ি না চালালে সংসার চলে না, বাধ্য হয়ে ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাই। দুই দিন অন্তর গাড়ি খারাপ হয়। উপায় নেই, গাড়ি না চালালে খাব কী, তাই বাধ্য হয়ে সীমাহীন ভোগান্তি হলেও কষ্ট করে গাড়ি চালাই। যদি রাস্তাটা ঠিক করা হয় তাহলে আমরা একটু শান্তিতে গাড়ি চালিয়ে খেয়ে পরে বাঁচতে পারব।
এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছের আব্দুস সালাম বলেন, ‘রাস্তাটি ইউনিয়নের মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এ বিষয়ে এমপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এমপি সাহেব কথা দিয়েছেন জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করবেন।’ কয়রা উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রাস্তার একপাশে নদী ও অন্য পাশে মাছ চাষ করার কারণে রাস্তাটি ভেঙে যাচ্ছে। রাস্তার পাশে ঘেরের যদি পাড় থাকত তাহলে আর রাস্তা ভাঙত না। তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আশা করা যায় দ্রুত কাজ শুরু হবে।
খুলনার কয়রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের ১৩ কিলোমিটারেরই ইট উঠে গেছে। উপজেলার কাটকাটা থেকে গোলখালি পর্যন্ত এ সড়কে ছোটবড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের উপজেলা সদরে আসা ও যাওয়ার একমাত্র ইটের সলিংয়ের সড়ক এটি। সড়কের ইট উঠে ও ভেঙে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি তো একেবারেই চলার অনুপযোগী। একমাত্র চলাচলের মাধ্যম মোটরসাইকেল, তাও চালক ও আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একের পর এক ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গোলখালী-কাটকাটা রাস্তা দিয়ে দৈনিক শত শত বাইক, মোটর ভ্যান, নসিমন ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। রাস্তার প্রতিটা ইট উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও খানাখন্দ হয়ে আছে। এ অবস্থায় অফিশিয়াল কাজে কয়রা যাওয়া রীতিমতো বিপজ্জনক। তা ছাড়া দুই ইউনিয়নের ঘেরের মাছ উপজেলা সদরে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয়। এ রাস্তার দুর্দশা দেখলে যে কেউ হতবাক হতে বাধ্য। শুধু নারী শ্রমিক দিয়ে জোড়াতালি নয়, নতুন করে রাস্তাটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আমল বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তাটির ১৩ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। ইট উঠে ও ভেঙে হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালী গ্রামের হোসেন আলী বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেল ছাড়া অন্যকোনো কিছুতে চলাচলের ব্যবস্থা নেই। আমাদের এখানে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
মোটরসাইকেল চালক মইদুল বলেন, মোটরসাইকেল চালিয়েই চলে আমার সংসার। এক দিন গাড়ি না চালালে সংসার চলে না, বাধ্য হয়ে ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাই। দুই দিন অন্তর গাড়ি খারাপ হয়। উপায় নেই, গাড়ি না চালালে খাব কী, তাই বাধ্য হয়ে সীমাহীন ভোগান্তি হলেও কষ্ট করে গাড়ি চালাই। যদি রাস্তাটা ঠিক করা হয় তাহলে আমরা একটু শান্তিতে গাড়ি চালিয়ে খেয়ে পরে বাঁচতে পারব।
এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছের আব্দুস সালাম বলেন, ‘রাস্তাটি ইউনিয়নের মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এ বিষয়ে এমপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এমপি সাহেব কথা দিয়েছেন জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করবেন।’ কয়রা উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রাস্তার একপাশে নদী ও অন্য পাশে মাছ চাষ করার কারণে রাস্তাটি ভেঙে যাচ্ছে। রাস্তার পাশে ঘেরের যদি পাড় থাকত তাহলে আর রাস্তা ভাঙত না। তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আশা করা যায় দ্রুত কাজ শুরু হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে