নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কচাকাটা বালিকা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। তাঁর হয়ে গতকাল শনিবার বিদ্যালয়টির ৪ শতাধিক ছাত্রী মহড়া দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ফজলুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ওই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, গতকাল দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়টির মাঠ থেকে দুটি সারিতে করে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের কচাকাটা বাজার, কেদার ইউনিয়ন পরিষদ মোড় পার হয়ে ৪ কিলোমিটার পথ হেঁটে নয়আনা গ্রামে প্রধান শিক্ষকের বাড়িতে যায়। সেখানে আগেই আলোচনা সভার ব্যবস্থা করেন প্রার্থী। আলোচনা সভা শেষে খিচুড়ি দিয়ে ভূরিভোজ করানো হয় শিক্ষার্থীদের।
আলোচনা সভায় ওই প্রধান শিক্ষক নিজের মোটরসাইকেল প্রতীকে শিক্ষার্থীদের মাধ্যমে তাঁদের মা-বাবা, আত্মীয়-স্বজনের কাছে ভোট চান। এ সময় ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বলেন, ‘আমার প্রতীকে তোমাদের মা-বাবার ভোটের ওয়াদা নিয়ে ছাড়বে।’
মহড়ায় অংশ নেওয়া কয়েক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক নির্বাচন করায় তাঁর বাড়িতে যাচ্ছে তারা। কয়েকজন বলে, স্যারের বাড়িতে ভোটের দাওয়াত খেতে যাচ্ছে।
কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের নিয়ে রাজনীতি করা এটা খুবই খারাপ কাজ। বিষয়টি নিয়ে আমরা অভিভাবকেরা চিন্তিত।’
এ প্রসঙ্গে প্রার্থী ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমি ভোটে দাঁড়ানোর পর বিদ্যালয়ে যাইনি। তাই শিক্ষার্থীরা আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা আমার নির্বাচনে প্রচার বা মহড়ার কাজে আসেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাকে অভিযোগ দেননি।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কচাকাটা বালিকা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। তাঁর হয়ে গতকাল শনিবার বিদ্যালয়টির ৪ শতাধিক ছাত্রী মহড়া দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ফজলুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ওই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, গতকাল দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়টির মাঠ থেকে দুটি সারিতে করে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের কচাকাটা বাজার, কেদার ইউনিয়ন পরিষদ মোড় পার হয়ে ৪ কিলোমিটার পথ হেঁটে নয়আনা গ্রামে প্রধান শিক্ষকের বাড়িতে যায়। সেখানে আগেই আলোচনা সভার ব্যবস্থা করেন প্রার্থী। আলোচনা সভা শেষে খিচুড়ি দিয়ে ভূরিভোজ করানো হয় শিক্ষার্থীদের।
আলোচনা সভায় ওই প্রধান শিক্ষক নিজের মোটরসাইকেল প্রতীকে শিক্ষার্থীদের মাধ্যমে তাঁদের মা-বাবা, আত্মীয়-স্বজনের কাছে ভোট চান। এ সময় ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বলেন, ‘আমার প্রতীকে তোমাদের মা-বাবার ভোটের ওয়াদা নিয়ে ছাড়বে।’
মহড়ায় অংশ নেওয়া কয়েক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক নির্বাচন করায় তাঁর বাড়িতে যাচ্ছে তারা। কয়েকজন বলে, স্যারের বাড়িতে ভোটের দাওয়াত খেতে যাচ্ছে।
কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের নিয়ে রাজনীতি করা এটা খুবই খারাপ কাজ। বিষয়টি নিয়ে আমরা অভিভাবকেরা চিন্তিত।’
এ প্রসঙ্গে প্রার্থী ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমি ভোটে দাঁড়ানোর পর বিদ্যালয়ে যাইনি। তাই শিক্ষার্থীরা আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা আমার নির্বাচনে প্রচার বা মহড়ার কাজে আসেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাকে অভিযোগ দেননি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে