ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বিল বকেয়ার অভিযোগে রেলওয়ে কলোনির প্রায় ১৫০টি বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাঁচ দিন ধরে বাসাগুলোয় গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কলোনির বাসিন্দারা। ফলে অনেকেই মাটির চুলায় রান্না করছেন। আবার কেউ কেউ এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন।
দেড় বছর ধরে গ্যাসের বিল পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভৈরব আঞ্চলিক তিতাস গ্যাস বিপণন কার্যালয়। তবে, রেলওয়ে কর্মচারীদের দাবি—প্রতি মাসেই নিজেদের বেতন থেকে গ্যাস এবং বিদ্যুৎ বিল কেটে নেওয়া হচ্ছে। তবু কেন গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তা জানে না তারা।
ভৈরব তিতাস গ্যাস কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৮ লাখ ৫২ হাজার ৫২৫ টাকা বকেয়া পড়ে রয়েছে। ফলে বকেয়া আদায়ের জন্য তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব রেলওয়ে স্টেশন কলোনি, চণ্ডীবের ফেরিঘাট কলোনি ও ইএন অফিস রেলওয়ে কলোনির মোট ১০১টি চুলার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যদিও রেলওয়ে কলোনিতে বসবাসকারী রেলওয়ে কর্মচারীদের দাবি, তাঁদের কোনো বকেয়া নেই। তা ছাড়া, কোনো নোটিশ কিংবা সতর্কতা ছাড়া হঠাৎ করে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, গত বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে চারটি রেলওয়ে কলোনির ১৫০টি বাসার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় চরম বিপাকে পড়েছেন ব্যবহারকারী। ফলে বাসাগুলোতে স্বাভাবিক রান্না বন্ধ হয়ে পড়ছে।
তিতাস গ্যাস ভৈরব জোনাল অফিসের ইনচার্জ শামীম হোসেন জানান, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেই গ্যাস-সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়ে হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে বিল বকেয়ার অভিযোগে রেলওয়ে কলোনির প্রায় ১৫০টি বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাঁচ দিন ধরে বাসাগুলোয় গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কলোনির বাসিন্দারা। ফলে অনেকেই মাটির চুলায় রান্না করছেন। আবার কেউ কেউ এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন।
দেড় বছর ধরে গ্যাসের বিল পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভৈরব আঞ্চলিক তিতাস গ্যাস বিপণন কার্যালয়। তবে, রেলওয়ে কর্মচারীদের দাবি—প্রতি মাসেই নিজেদের বেতন থেকে গ্যাস এবং বিদ্যুৎ বিল কেটে নেওয়া হচ্ছে। তবু কেন গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তা জানে না তারা।
ভৈরব তিতাস গ্যাস কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৮ লাখ ৫২ হাজার ৫২৫ টাকা বকেয়া পড়ে রয়েছে। ফলে বকেয়া আদায়ের জন্য তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব রেলওয়ে স্টেশন কলোনি, চণ্ডীবের ফেরিঘাট কলোনি ও ইএন অফিস রেলওয়ে কলোনির মোট ১০১টি চুলার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যদিও রেলওয়ে কলোনিতে বসবাসকারী রেলওয়ে কর্মচারীদের দাবি, তাঁদের কোনো বকেয়া নেই। তা ছাড়া, কোনো নোটিশ কিংবা সতর্কতা ছাড়া হঠাৎ করে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, গত বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে চারটি রেলওয়ে কলোনির ১৫০টি বাসার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় চরম বিপাকে পড়েছেন ব্যবহারকারী। ফলে বাসাগুলোতে স্বাভাবিক রান্না বন্ধ হয়ে পড়ছে।
তিতাস গ্যাস ভৈরব জোনাল অফিসের ইনচার্জ শামীম হোসেন জানান, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেই গ্যাস-সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়ে হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে