টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০২

এক দিনে ১ কোটি করোনাভাইরাসের টিকাদানের আওতায় পঞ্চগড়ে ৪১ হাজার মানুষের প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। তবে গতকাল শনিবার বিভিন্ন কেন্দ্রে টিকা শেষ হয়ে যাওয়ায় অনেকে টিকা না নিয়ে ফিরে গেছেন।

জেলার ৪৩টি ইউনিয়ন ও তিন পৌরসভার ১৩৮টি কেন্দ্রে বেশি টিকা গ্রহণকারীর উপস্থিত দেখা যায়। তবে জেলায় কত সংখ্যক মানুষকে গতকাল টিকা দেওয়া হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বাদ পড়াদের কীভাবে টিকার আওতায় আনা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া, ধাক্কামারা, গড়িনাবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-সদস্যরাসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এ ছাড়া সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে টিকাকেন্দ্র তদারকি করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত