পবা ও মোহনপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
পবার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে মোট ৬৭টি কেন্দ্রে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর মোহনপুরের ৫৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৬টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। অর্থাৎ দুই উপজেলায় অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন হচ্ছে পবার দর্শনপাড়া, হুজুরীপাড়া, দামকুড়া, হরিপুর, হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়ন পরিষদে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১২। চেয়ারম্যান পদে প্রার্থী ২৬ জন। এর মধ্যে ২০ জন স্বতন্ত্রপ্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬টি ও সাধারণ সদস্য পদে ২৪০ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে হরিপুর ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে না। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে কামরুল হাসান রাজ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বাবলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে রমজান আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে মাইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আম্মাতুন নেশা। দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে মোট ৯টি ভোটকেন্দ্র রয়েছে। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
পারিলা ইউনিয়ন পরিষদে ৪ জন চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোসা. ফাহিমা বেগম, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাইফুল বারী ভুলু, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাঈদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে রাজু হোসেন। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. শাহাদাৎ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আফজাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মুঞ্জুর মোর্শেদ। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে দেওয়ান মো. রেজাউল করিম ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে গোলাম মোস্তফা। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অ্যাডভোকেট মো. আবু আসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে ফজলুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মো. ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. তাজুল ইসলাম। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সাহাজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে তরিকুল ইসলাম চুন্নু, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. রেজাউল করিম সরকার। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরিপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক জানান, পবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিবেচনায় সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এ ছাড়া ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজ রোববার মোহনপুর উপজেলার ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটী, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। ছয় ইউনিয়ন পরিষদে মোট ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস।
ধুরইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন। ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আজাহারুল ইসলাম বাবলু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তাজরুল ইসলাম দেওয়ান। রায়ঘাটী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার এবং বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী। মৌগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, বিএনপি সমর্থক আবুল হোসেন খান ও জাতীয় পার্টির ডা. হারেস আলী। বাকশিমইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আল মোমিন শাহ গাবরু। জাহানাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হজরত আলী। এ ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমাজ উাদ্দন, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এস এম মতিউর রহমান ও জাতীয় পার্টির সমর্থক দেলোয়ার হোসেন।
জানতে চাইলে মোহনপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৫৮ জন প্রিসাইডিং অফিসার, ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩৫৩ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোট কেন্দ্রগুলোতে ভোটারেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন স্থানে বিজিবি টহলে থাকবে।
এ ছাড়া ২৭ নভেম্বর মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ ইঞ্জিনচালিত যানবাহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
পবার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে মোট ৬৭টি কেন্দ্রে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর মোহনপুরের ৫৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৬টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। অর্থাৎ দুই উপজেলায় অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন হচ্ছে পবার দর্শনপাড়া, হুজুরীপাড়া, দামকুড়া, হরিপুর, হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়ন পরিষদে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১২। চেয়ারম্যান পদে প্রার্থী ২৬ জন। এর মধ্যে ২০ জন স্বতন্ত্রপ্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬টি ও সাধারণ সদস্য পদে ২৪০ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে হরিপুর ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে না। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে কামরুল হাসান রাজ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বাবলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে রমজান আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে মাইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আম্মাতুন নেশা। দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে মোট ৯টি ভোটকেন্দ্র রয়েছে। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
পারিলা ইউনিয়ন পরিষদে ৪ জন চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোসা. ফাহিমা বেগম, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাইফুল বারী ভুলু, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাঈদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে রাজু হোসেন। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. শাহাদাৎ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আফজাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মুঞ্জুর মোর্শেদ। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে দেওয়ান মো. রেজাউল করিম ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে গোলাম মোস্তফা। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অ্যাডভোকেট মো. আবু আসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে ফজলুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মো. ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. তাজুল ইসলাম। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সাহাজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে তরিকুল ইসলাম চুন্নু, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. রেজাউল করিম সরকার। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরিপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক জানান, পবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিবেচনায় সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এ ছাড়া ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজ রোববার মোহনপুর উপজেলার ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটী, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। ছয় ইউনিয়ন পরিষদে মোট ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস।
ধুরইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন। ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আজাহারুল ইসলাম বাবলু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তাজরুল ইসলাম দেওয়ান। রায়ঘাটী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার এবং বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী। মৌগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, বিএনপি সমর্থক আবুল হোসেন খান ও জাতীয় পার্টির ডা. হারেস আলী। বাকশিমইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আল মোমিন শাহ গাবরু। জাহানাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হজরত আলী। এ ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমাজ উাদ্দন, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এস এম মতিউর রহমান ও জাতীয় পার্টির সমর্থক দেলোয়ার হোসেন।
জানতে চাইলে মোহনপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৫৮ জন প্রিসাইডিং অফিসার, ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩৫৩ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোট কেন্দ্রগুলোতে ভোটারেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন স্থানে বিজিবি টহলে থাকবে।
এ ছাড়া ২৭ নভেম্বর মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ ইঞ্জিনচালিত যানবাহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে