অনলাইন ডেস্ক
শুধু মানুষ নয়, পৃথিবী আরও অনেক প্রাণী আছে যাদের বয়স ১০০ বছরও অতিক্রম করে যায়। আবার এমন অনেক প্রাণী আছে, যাদের আয়ু সময়ের মাপকাঠিতে এত কম যে, অনেকেরই তা বিশ্বাস করতে কষ্ট হবে।
গবেষণায় দেখা গেছে, ‘মেফ্লাই’ নামে এক ধরনের মাছির আয়ু কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন হতে পারে। তাই বেঁচে থাকা অবস্থায় এরা যত বেশি সম্ভব প্রজনন করে যায়। আবার ‘হাউসফ্লাই’ নামে আমরা সাধারণ যেসব মাছি দেখি সেগুলোর জীবনচক্রও দ্রুত শেষ হয়ে যায়। এদের জীবনকাল কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে।
এদিকে কর্মী মৌমাছির জীবনও খুব সংক্ষিপ্ত। মাত্র কয়েক সপ্তাহ এরা বাঁচে। ছোট্ট এই জীবনেই এরা কঠোর পরিশ্রম করে। ফুল থেকে মধু এনে চাকে জমা করে, চাককে সুরক্ষা দেয়। আবার চাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও কাজ করে।
যে মশাকে দেখামাত্রই আমরা তার মৃত্যু নিশ্চিত করি, সেই মশাও বেশি দিন বাঁচে না। বড়জোর দু-এক সপ্তাহ বেঁচে থাকা এই প্রাণীটি তার প্রজনন বাড়াতে সাধারণত মানুষসহ অন্যান্য প্রাণীর রক্ত পান করে। কয়েক সপ্তাহ বাঁচতে পারে ‘ড্রাগনফ্লাই’ নামের সাধারণ ফড়িংও। ক্ষিপ্র এই প্রাণীটি সাধারণত পানির কাছাকাছি এলাকায় বসবাস করে।
মাত্র কয়েক দিন বেঁচে থাকা ‘ফ্রুইট ফ্লাইজ’ বা ফলের মাছিরাও জীবদ্দশায় যথাসম্ভব প্রজননের দিকে মনোযোগ দেয়।
ডায়রিয়ার সংক্রমণের জন্য দায়ী গ্যাস্ট্রাইটিস নামে এক ধরনের পরজীবী ব্যাকটেরিয়ার আয়ুষ্কাল বড়জোর তিন দিন হতে পারে।
ড্রোন অ্যান্ট বা পুরুষ পিঁপড়ারা মাত্র কয়েক সপ্তাহ বাঁচে। স্ত্রী পিঁপড়ার সঙ্গে মিলিত হওয়াই এদের সারা জীবনের কাজ।
শুধু মানুষ নয়, পৃথিবী আরও অনেক প্রাণী আছে যাদের বয়স ১০০ বছরও অতিক্রম করে যায়। আবার এমন অনেক প্রাণী আছে, যাদের আয়ু সময়ের মাপকাঠিতে এত কম যে, অনেকেরই তা বিশ্বাস করতে কষ্ট হবে।
গবেষণায় দেখা গেছে, ‘মেফ্লাই’ নামে এক ধরনের মাছির আয়ু কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন হতে পারে। তাই বেঁচে থাকা অবস্থায় এরা যত বেশি সম্ভব প্রজনন করে যায়। আবার ‘হাউসফ্লাই’ নামে আমরা সাধারণ যেসব মাছি দেখি সেগুলোর জীবনচক্রও দ্রুত শেষ হয়ে যায়। এদের জীবনকাল কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে।
এদিকে কর্মী মৌমাছির জীবনও খুব সংক্ষিপ্ত। মাত্র কয়েক সপ্তাহ এরা বাঁচে। ছোট্ট এই জীবনেই এরা কঠোর পরিশ্রম করে। ফুল থেকে মধু এনে চাকে জমা করে, চাককে সুরক্ষা দেয়। আবার চাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও কাজ করে।
যে মশাকে দেখামাত্রই আমরা তার মৃত্যু নিশ্চিত করি, সেই মশাও বেশি দিন বাঁচে না। বড়জোর দু-এক সপ্তাহ বেঁচে থাকা এই প্রাণীটি তার প্রজনন বাড়াতে সাধারণত মানুষসহ অন্যান্য প্রাণীর রক্ত পান করে। কয়েক সপ্তাহ বাঁচতে পারে ‘ড্রাগনফ্লাই’ নামের সাধারণ ফড়িংও। ক্ষিপ্র এই প্রাণীটি সাধারণত পানির কাছাকাছি এলাকায় বসবাস করে।
মাত্র কয়েক দিন বেঁচে থাকা ‘ফ্রুইট ফ্লাইজ’ বা ফলের মাছিরাও জীবদ্দশায় যথাসম্ভব প্রজননের দিকে মনোযোগ দেয়।
ডায়রিয়ার সংক্রমণের জন্য দায়ী গ্যাস্ট্রাইটিস নামে এক ধরনের পরজীবী ব্যাকটেরিয়ার আয়ুষ্কাল বড়জোর তিন দিন হতে পারে।
ড্রোন অ্যান্ট বা পুরুষ পিঁপড়ারা মাত্র কয়েক সপ্তাহ বাঁচে। স্ত্রী পিঁপড়ার সঙ্গে মিলিত হওয়াই এদের সারা জীবনের কাজ।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
২ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
২১ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে