অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো প্লাস্টিক-কার্পেটিং করা হচ্ছে পাকিস্তানে। দেশটির রাজধানী ইসলামাবাদের আতাতুর্ক অ্যাভিনিউয়ে 'ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক' প্রোগ্রামের একটি মেগা প্রকল্পের আওতায় এই রাস্তা হচ্ছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বর্জ্যমুক্ত বিশ্ব তৈরির উদ্দেশে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথোরিটি (সিডিএ) এবং টিমআপ/ন্যাশনাল ইনকিউবেশন সেন্টারের (এনআইসি) সঙ্গে কোকা-কোলা পাকিস্তান ও আফগানিস্তান একত্রিত হয়ে কাজ করছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় সড়কগুলোকে প্লাস্টিক-কার্পেটিংয়ের এ প্রকল্পে রাস্তা নির্মাণ সামগ্রী মিশ্রিত ৮ টন প্লাস্টিক ব্যবহার করা হবে। মূলত, ব্যবহৃত পিইটি বোতল (পলিইথিলিন টেরেফথালেট) ব্যবহার করা হবে প্রকল্পটিতে।
প্রকল্প কর্তৃপক্ষের মতে, পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি স্থায়িত্ব ও খরচের যথাযথ কার্যকারিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে বিবেচিত হবে এ সড়ক।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পুনর্ব্যবহৃত পিইটি বর্জ্যকে একটি চলমান প্লাস্টিক অর্থনীতির অংশ হতে সাহায্য করার পাশাপাশি পরিবেশে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে এটি। প্লাস্টিক-কার্পেটিং করা সড়কগুলো সাধারণ সড়কের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘস্থায়ী এবং ৫১ শতাংশ শক্তিশালী।
কোকা-কোলা পাকিস্তান-আফগানিস্তানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার ফাহাদ আশরাফ বলেন, নতুন এ প্রকল্প উৎপাদনশীল অর্থনীতিতে প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করার একটি যুগান্তকারী সমাধান হিসেবে কাজ করবে। এই ধারণা ও উদ্ভাবনকে ঘিরে একটি কমিউনিটি গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে চাই আমরা।
প্রথমবারের মতো প্লাস্টিক-কার্পেটিং করা হচ্ছে পাকিস্তানে। দেশটির রাজধানী ইসলামাবাদের আতাতুর্ক অ্যাভিনিউয়ে 'ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক' প্রোগ্রামের একটি মেগা প্রকল্পের আওতায় এই রাস্তা হচ্ছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বর্জ্যমুক্ত বিশ্ব তৈরির উদ্দেশে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথোরিটি (সিডিএ) এবং টিমআপ/ন্যাশনাল ইনকিউবেশন সেন্টারের (এনআইসি) সঙ্গে কোকা-কোলা পাকিস্তান ও আফগানিস্তান একত্রিত হয়ে কাজ করছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় সড়কগুলোকে প্লাস্টিক-কার্পেটিংয়ের এ প্রকল্পে রাস্তা নির্মাণ সামগ্রী মিশ্রিত ৮ টন প্লাস্টিক ব্যবহার করা হবে। মূলত, ব্যবহৃত পিইটি বোতল (পলিইথিলিন টেরেফথালেট) ব্যবহার করা হবে প্রকল্পটিতে।
প্রকল্প কর্তৃপক্ষের মতে, পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি স্থায়িত্ব ও খরচের যথাযথ কার্যকারিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে বিবেচিত হবে এ সড়ক।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পুনর্ব্যবহৃত পিইটি বর্জ্যকে একটি চলমান প্লাস্টিক অর্থনীতির অংশ হতে সাহায্য করার পাশাপাশি পরিবেশে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে এটি। প্লাস্টিক-কার্পেটিং করা সড়কগুলো সাধারণ সড়কের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘস্থায়ী এবং ৫১ শতাংশ শক্তিশালী।
কোকা-কোলা পাকিস্তান-আফগানিস্তানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার ফাহাদ আশরাফ বলেন, নতুন এ প্রকল্প উৎপাদনশীল অর্থনীতিতে প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করার একটি যুগান্তকারী সমাধান হিসেবে কাজ করবে। এই ধারণা ও উদ্ভাবনকে ঘিরে একটি কমিউনিটি গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে চাই আমরা।
দূষণের বিরুদ্ধে লড়ে যাওয়া জোট ‘কিক বিগ পলিউটার্স আউট’–এর এক বিশ্লেষণে দেখা যায়, এই বছরের আয়োজক দেশ আজারবাইজান, আগামী বছরের আয়োজক ব্রাজিল এবং তুরস্ক ছাড়া প্রতিটি দেশ থেকে কপ সম্মেলনের প্রতিনিধির চেয়ে জীবাশ্ম জ্বালানি লবিস্টদের (তদবিরের লোকজন) সংখ্যা বেশি।
২ ঘণ্টা আগেজঙ্গলে গিয়েছেন ঘুরতে। সেখানে বাঘ দেখাটা নিঃসন্দেহে রোমাঞ্চকর এক ব্যাপার। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার সামনেই মরণপণ লড়াইয়ে নেমেছে দুই বাঘ, নিশ্চয় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হবে। খুব বেশি সাহসী হলে রোমাঞ্চটা আরও বেশি উপভোগ করবেন। এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের এক জঙ্গলে বেড়াতে যাওয়া কিছু প
৭ ঘণ্টা আগেএশিয়া ও যুক্তরাষ্ট্রের শহরগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাপ ধারণকারী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে রয়েছে। নতুন তথ্য অনুযায়ী, চীনের সাংহাই এ তালিকার শীর্ষে। সাম্প্রতিক তথ্য-উপাত্তকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে এই বিষয়টি জানা গেছে। তথ্য প্রকাশ করেছে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল
১ দিন আগেবার্ষিক শত বিলিয়ন ডলার ক্ষতিপূরণের শর্ত পূরণ হয়নি গত এক দশকেও। এর মধ্যেই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে বছরে এক ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি উঠেছে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর পক্ষ থেকে।
১ দিন আগে