নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাপা-বেন বিশেষ সম্মেলন ও পরিবেশ সমাবেশ’-২০২৩ সম্পর্কে অবহিতকরণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে, সচেতন না হলে পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষা কোনোটাই সম্ভব নয়।’ এজন্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা একযোগে কাজ করে যাবে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব আলমগীর কবির। তিনি বলেন, আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার’ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষজ্ঞ ও সাধারণ নামে দুটি অধিবেশন থাকবে। বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞরা ও সাধারণ অিধিবেশনে সবস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলনে হাওর, বিল ও নদীর ওপর ২২ ডিসেম্বরের মধ্যে লেখক ও গবেষকরা গবেষণাপত্র ও প্রতিবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশের বাইরের গবেষকরা [email protected] এই ঠিকানায় এবং বাংলাদেশের ভেতরের গবেষকরা [email protected] এবং [email protected] এই ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনগুলোকে আয়োজকের ভূমিকায় যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বাপার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহীদুল ইসলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ অন্যরা।
জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাপা-বেন বিশেষ সম্মেলন ও পরিবেশ সমাবেশ’-২০২৩ সম্পর্কে অবহিতকরণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে, সচেতন না হলে পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষা কোনোটাই সম্ভব নয়।’ এজন্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা একযোগে কাজ করে যাবে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব আলমগীর কবির। তিনি বলেন, আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার’ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষজ্ঞ ও সাধারণ নামে দুটি অধিবেশন থাকবে। বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞরা ও সাধারণ অিধিবেশনে সবস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলনে হাওর, বিল ও নদীর ওপর ২২ ডিসেম্বরের মধ্যে লেখক ও গবেষকরা গবেষণাপত্র ও প্রতিবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশের বাইরের গবেষকরা [email protected] এই ঠিকানায় এবং বাংলাদেশের ভেতরের গবেষকরা [email protected] এবং [email protected] এই ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনগুলোকে আয়োজকের ভূমিকায় যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বাপার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহীদুল ইসলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ অন্যরা।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৪ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৬ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে