অনলাইন ডেস্ক
বনের বৃক্ষনিধন প্রতিরোধে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরই পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জলবায়ু সম্মেলনে বলসোনারো পরিবেশ রক্ষার জন্য অর্থ বরাদ্দ দ্বিগুণ করা এবং ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার তার স্বাক্ষরিত বাজেটে জলবায়ু সম্মেলনের প্রতিশ্রুতি বা কংগ্রেসের পক্ষ থেকে পরিবেশে রক্ষায় কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। উল্টো তিনি পরিবেশ মন্ত্রণালয়ে বাজেট কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন।
সমালোচকরা বলছেন, বৃহস্পতিবার প্রেসিডেন্টের দেয়া প্রতিশ্রুতিগুলো মূলত একটি সম্ভাব্য বিতর্কিত চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট। জানা যাচ্ছে, ব্রাজিল বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন এবং অন্যান্য অঞ্চলের বন রক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০২১ সালের ফেডারেল বাজেটে পরিবেশ মন্ত্রণালয় এবং এটির আয়ত্তাধীন সংস্থাগুলোর জন্য ২ দশমিক ১ বিলিয়ন রেইস (৩৮০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ২০২০ সালে এই মন্ত্রণালয়ের বাজেট ছিল প্রায় ৩ বিলিয়ন রেইস।
এ ব্যাপারে পরিবেশমন্ত্রী রিকার্দো সেলোস বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট বলসোনারো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
ব্রাজিলে মূলত কৃষিপণ্য ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী। আর তারাই প্রেসিডেন্ট বলসোনারোর বড় সমর্থক। এই ব্যবসায়ীরা পরিবেশ নীতির কড়া সমালোচক। ডানপন্থী নেতারা অ্যামাজননে কৃষি এবং খনি সম্প্রসারণে ব্যাপক প্রণোদনা দেওয়ার পক্ষে। তাদের চাপেই পরিবেশ রক্ষার আইনগুলো স্থগিত হয়ে গেছে।
বনের বৃক্ষনিধন প্রতিরোধে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরই পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জলবায়ু সম্মেলনে বলসোনারো পরিবেশ রক্ষার জন্য অর্থ বরাদ্দ দ্বিগুণ করা এবং ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার তার স্বাক্ষরিত বাজেটে জলবায়ু সম্মেলনের প্রতিশ্রুতি বা কংগ্রেসের পক্ষ থেকে পরিবেশে রক্ষায় কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। উল্টো তিনি পরিবেশ মন্ত্রণালয়ে বাজেট কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন।
সমালোচকরা বলছেন, বৃহস্পতিবার প্রেসিডেন্টের দেয়া প্রতিশ্রুতিগুলো মূলত একটি সম্ভাব্য বিতর্কিত চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট। জানা যাচ্ছে, ব্রাজিল বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন এবং অন্যান্য অঞ্চলের বন রক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০২১ সালের ফেডারেল বাজেটে পরিবেশ মন্ত্রণালয় এবং এটির আয়ত্তাধীন সংস্থাগুলোর জন্য ২ দশমিক ১ বিলিয়ন রেইস (৩৮০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ২০২০ সালে এই মন্ত্রণালয়ের বাজেট ছিল প্রায় ৩ বিলিয়ন রেইস।
এ ব্যাপারে পরিবেশমন্ত্রী রিকার্দো সেলোস বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট বলসোনারো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
ব্রাজিলে মূলত কৃষিপণ্য ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী। আর তারাই প্রেসিডেন্ট বলসোনারোর বড় সমর্থক। এই ব্যবসায়ীরা পরিবেশ নীতির কড়া সমালোচক। ডানপন্থী নেতারা অ্যামাজননে কৃষি এবং খনি সম্প্রসারণে ব্যাপক প্রণোদনা দেওয়ার পক্ষে। তাদের চাপেই পরিবেশ রক্ষার আইনগুলো স্থগিত হয়ে গেছে।
জঙ্গলে গিয়েছেন ঘুরতে। সেখানে বাঘ দেখাটা নিঃসন্দেহে রোমাঞ্চকর এক ব্যাপার। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার সামনেই মরণপণ লড়াইয়ে নেমেছে দুই বাঘ, নিশ্চয় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হবে। খুব বেশি সাহসী হলে রোমাঞ্চটা আরও বেশি উপভোগ করবেন। এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের এক জঙ্গলে বেড়াতে যাওয়া কিছু প
৩ ঘণ্টা আগেএশিয়া ও যুক্তরাষ্ট্রের শহরগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাপ ধারণকারী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে রয়েছে। নতুন তথ্য অনুযায়ী, চীনের সাংহাই এ তালিকার শীর্ষে। সাম্প্রতিক তথ্য-উপাত্তকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে এই বিষয়টি জানা গেছে। তথ্য প্রকাশ করেছে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল
১ দিন আগেবার্ষিক শত বিলিয়ন ডলার ক্ষতিপূরণের শর্ত পূরণ হয়নি গত এক দশকেও। এর মধ্যেই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে বছরে এক ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি উঠেছে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর পক্ষ থেকে।
১ দিন আগেঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
২ দিন আগে