অনলাইন ডেস্ক
ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট এলাকায় ১০০-র বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে প্রচণ্ড খরা চলছে। কোনো কোনো জায়গায় পানির তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। এ কারণে ডলফিনগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
মৃত ডলফিনগুলো পাওয়া গেছে লেক তেফে এলাকায় গত এক সপ্তাহের কিছু বেশি সময়ে। ব্রাজিলের মিনিস্ট্রি অব সায়েন্সের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান মামিরাওয়া ইনস্টিটিউটের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন।
ইনস্টিটিউটটি জানিয়েছে, এত বেশি সংখ্যক ডলফিনের মৃত্যু অস্বাভাবিক। হ্রদের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া এবং আমাজনের ঐতিহাসিক খরা এর কারণ হতে পারে।
‘এ ধরনের মারাত্মক ঘটনার কারণ নির্ধারণের জন্য সময়টা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে নিশ্চিতভাবেই অনাবৃষ্টি ও লেক তেফের উচ্চ তাপমাত্রার সম্পর্ক আছে। কোনো কোনো জায়গায় এটি ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।’ সিএএন ব্রাজিলকে জানানো হয় ইনস্টিটিউটটির পক্ষ থেকে।
দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে প্রবাহিত আমাজন নদী এলাকায় এখন শুকনো মৌসুম চলছে। তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় নদীর কয়েক জাতের প্রাণীই হুমকির মুখে পড়েছে।
সিএনএন ব্রাজিল জানিয়েছে, গবেষক ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত কর্মীরা নদীর আশপাশের অবস্থিত তাপমাত্রা কম এমন বিভিন্ন ল্যাগুন (উপ হ্রদ) ও পুকুরে বেঁচে থাকা ডলফিনদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে জায়গাটির দুর্গমতার কারণে কাজটি মোটেই সহজ হচ্ছে না।
‘নদীর ডলফিনদের অন্য নদীতে সরানো নিরাপদ নয়। কারণ কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা ভাইরাস সেখানে উপস্থিত আছে কিনা তা নিশ্চিত হওয়াটা জরুরি (বুনো পরিবেশে প্রাণীদের ছাড়ার আগে)’ মামিরাওয়া ইনস্টিটিউটের গবেষক আন্দ্রে কোয়েলহো সিএনএন ব্রাজিলকে বলেন।
আমাজনের খরা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। আমাজোনাস রাজ্যের ৫৯টি পৌরসভায় পানির স্তর গড়ের চেয়ে নিচে নেমে গেছে। এটি নদীতে যাত্রী ও মালামাল পরিবহন এবং মাছ ধরাকে বাধাগ্রস্ত করছে।
সিএনএন ব্রাজিল সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র খরার আশঙ্কা করছে, যার ফলে আরও ডলফিনের মৃত্যু হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট অঞ্চলে মারাত্মক খরায় নেমে এসেছে। কর্মকর্তারা অনুমান করেন যে এই সংকট বছরের শেষ নাগাদ ৫ লাখ মানুষকে প্রভাবিত করতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, এল নিনোর কারণে খরা আরও বেড়েছে। এল নিনো বৃষ্টিপাতের জন্য মেঘ তৈরিতে বাধা দেয়।
ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট এলাকায় ১০০-র বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে প্রচণ্ড খরা চলছে। কোনো কোনো জায়গায় পানির তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। এ কারণে ডলফিনগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
মৃত ডলফিনগুলো পাওয়া গেছে লেক তেফে এলাকায় গত এক সপ্তাহের কিছু বেশি সময়ে। ব্রাজিলের মিনিস্ট্রি অব সায়েন্সের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান মামিরাওয়া ইনস্টিটিউটের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন।
ইনস্টিটিউটটি জানিয়েছে, এত বেশি সংখ্যক ডলফিনের মৃত্যু অস্বাভাবিক। হ্রদের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া এবং আমাজনের ঐতিহাসিক খরা এর কারণ হতে পারে।
‘এ ধরনের মারাত্মক ঘটনার কারণ নির্ধারণের জন্য সময়টা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে নিশ্চিতভাবেই অনাবৃষ্টি ও লেক তেফের উচ্চ তাপমাত্রার সম্পর্ক আছে। কোনো কোনো জায়গায় এটি ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।’ সিএএন ব্রাজিলকে জানানো হয় ইনস্টিটিউটটির পক্ষ থেকে।
দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে প্রবাহিত আমাজন নদী এলাকায় এখন শুকনো মৌসুম চলছে। তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় নদীর কয়েক জাতের প্রাণীই হুমকির মুখে পড়েছে।
সিএনএন ব্রাজিল জানিয়েছে, গবেষক ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত কর্মীরা নদীর আশপাশের অবস্থিত তাপমাত্রা কম এমন বিভিন্ন ল্যাগুন (উপ হ্রদ) ও পুকুরে বেঁচে থাকা ডলফিনদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে জায়গাটির দুর্গমতার কারণে কাজটি মোটেই সহজ হচ্ছে না।
‘নদীর ডলফিনদের অন্য নদীতে সরানো নিরাপদ নয়। কারণ কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা ভাইরাস সেখানে উপস্থিত আছে কিনা তা নিশ্চিত হওয়াটা জরুরি (বুনো পরিবেশে প্রাণীদের ছাড়ার আগে)’ মামিরাওয়া ইনস্টিটিউটের গবেষক আন্দ্রে কোয়েলহো সিএনএন ব্রাজিলকে বলেন।
আমাজনের খরা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। আমাজোনাস রাজ্যের ৫৯টি পৌরসভায় পানির স্তর গড়ের চেয়ে নিচে নেমে গেছে। এটি নদীতে যাত্রী ও মালামাল পরিবহন এবং মাছ ধরাকে বাধাগ্রস্ত করছে।
সিএনএন ব্রাজিল সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র খরার আশঙ্কা করছে, যার ফলে আরও ডলফিনের মৃত্যু হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট অঞ্চলে মারাত্মক খরায় নেমে এসেছে। কর্মকর্তারা অনুমান করেন যে এই সংকট বছরের শেষ নাগাদ ৫ লাখ মানুষকে প্রভাবিত করতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, এল নিনোর কারণে খরা আরও বেড়েছে। এল নিনো বৃষ্টিপাতের জন্য মেঘ তৈরিতে বাধা দেয়।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৩ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৫ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে