সৌগত বসু, ঢাকা
কয়েক দিন ধরেই ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ভাগ (আই বা চোখ) বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে স্থলভাগ অতিক্রম করার কথা বলা হচ্ছে। তবে বিভিন্ন স্যাটেলাইট ও পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, সুন্দরবন (ভারতীয় অংশ), কলকাতা হয়ে দেশের খুলনা, মেহেরপুর–কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এ ক্ষেত্রে সুন্দরবনের বাংলাদেশ অংশ, সাতক্ষীরা জেলার শ্যামনগরে বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে কেন্দ্রের চারপাশের প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত।
ঘূর্ণিঝড়ে রিমালের সর্বশেষ হালনাগাদের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুইয়া জানান, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ও খেপুপাড়ার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করে পরবর্তী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সমস্ত উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
রিমালের কেন্দ্র কোন দিক দিয়ে অতিক্রম করবে সে ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কিন্তু মোংলার কাছে সাগরদ্বীপ দিয়ে খেপুপাড়ার মধ্যে যেকোনো জায়গা দিয়ে (রিমাল) পার হবে এমনটা বলেছি। একটা ঘূর্ণিঝড়ের কেন্দ্র বরাবর উপকূল অতিক্রম করলে তাকে বলা হয় উপকূল অতিক্রম।’
কালাম মল্লিক বলেন, ‘একটা ঝড়ের চোখের ব্যাস ৩০ থেকে ৬০ কিলোমিটার অথবা ৫০ থেকে ৭০ কিলোমিটার হয়ে থাকে। মোংলা থেকে সাগরদ্বীপের দূরত্ব দেখলেই বোঝা যাবে। সাইক্লোনের ব্যাস এদিক–সেদিক হবেই। এটি একটা পয়েন্ট দিয়ে উপকূল অতিক্রম করে না। একটা এরিয়া নিয়ে করে। একে বলে সাইক্লোনের মট এরিয়া। মট এরিয়া একটু এদিক–সেদিক হবেই। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মট এরিয়াকে বিশ্লেষণ করি। বৈজ্ঞানিক ভাবে উপকূল অতিক্রম করা মানে সেটির কেন্দ্রের উপকূল অতিক্রম করা বোঝায়।’
জাপানি স্যাটেলাইট দিয়ে রিমাল পর্যবেক্ষণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঝড়ের কেন্দ্র কখনো পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে পার হবে না। তবে সেখানে বড় ধরনের প্রভাব পড়বে। এটির কেন্দ্র ভাগ মূলত ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে পার হবে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিঘা, হলদিবাড়ি ও সুন্দরবন অংশ দিয়ে কলকাতা হয়ে বাংলাদেশ ঢুকবে। আর এতে করে বেশি ক্ষতির সম্মুখীন হবে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল।’
ড. বিশ্বজিৎ নাথ জানান, রিমাল রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুন্দরবনের ভারতীয় অংশ পার করবে। পুরো রাত এটি পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে অগ্রসর হবে। এ সময় এর গতিবেগ ১৫০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। এই অঞ্চলে স্থলভাগের তাপমাত্রা বেশি থাকার কারণে সে এই শক্তি পাবে। আর কেন্দ্রের ডান অংশ তাণ্ডব চালাবে সাতক্ষীরা ও শ্যামনগর অংশে। আর রাত ২টা থেকে ৩টার মধ্যে এটি কলকাতা পার হবে। এরপর কুষ্টিয়া, মেহেরপুর হয়ে বাংলাদেশে ঢুকতে পারে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে। এ সময় এর গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে। তবে যখন এটি স্থলে প্রবেশ করবে তখন থেকেই এর প্রভাব বাংলাদেশের উপকূলগুলোতে পড়বে। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।
এই আবহাওয়া গবেষক আরও বলেন, ‘ফরিদপুর, পাবনা ও রাজশাহী অঞ্চল রিমালের তাণ্ডব মোকাবিলা করবে। ২৮ তারিখ পুরোটা সময় অবস্থান করে এটি মিলিয়ে যাবে।’
রিমালের কারণে ১০ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে বিশ্বজিৎ নাথ বলেন, ‘এটি বাংলাদেশে আঘাত করার সময় এর সর্বোচ্চ গতিবেগ ১২০ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। কিছু সময়ের জন্য ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাতক্ষীরা ও শ্যামনগর রিমালের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গের হলদিবাড়ি দিয়ে রিমালের কেন্দ্র অতিক্রম করার কথা। এটির নিচের অংশ যখন স্থলভাগে ঢুকবে তখন এর গতিবেগ বেশি হবে। এটি তখন সুন্দরবনের ভারতীয় অংশে তাণ্ডব চালাবে। আর রিমালের সমস্ত অংশ যখন স্থলভাগ অতিক্রম করতে থাকবে তখন এর গতি কমতে থাকবে। কলকাতা হয়ে এটি যশোর, খুলনা এই অংশ দিয়ে বাংলাদেশের ওপরের দিকে যাবে।
কয়েক দিন ধরেই ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ভাগ (আই বা চোখ) বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে স্থলভাগ অতিক্রম করার কথা বলা হচ্ছে। তবে বিভিন্ন স্যাটেলাইট ও পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, সুন্দরবন (ভারতীয় অংশ), কলকাতা হয়ে দেশের খুলনা, মেহেরপুর–কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এ ক্ষেত্রে সুন্দরবনের বাংলাদেশ অংশ, সাতক্ষীরা জেলার শ্যামনগরে বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে কেন্দ্রের চারপাশের প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত।
ঘূর্ণিঝড়ে রিমালের সর্বশেষ হালনাগাদের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুইয়া জানান, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ও খেপুপাড়ার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করে পরবর্তী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সমস্ত উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
রিমালের কেন্দ্র কোন দিক দিয়ে অতিক্রম করবে সে ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কিন্তু মোংলার কাছে সাগরদ্বীপ দিয়ে খেপুপাড়ার মধ্যে যেকোনো জায়গা দিয়ে (রিমাল) পার হবে এমনটা বলেছি। একটা ঘূর্ণিঝড়ের কেন্দ্র বরাবর উপকূল অতিক্রম করলে তাকে বলা হয় উপকূল অতিক্রম।’
কালাম মল্লিক বলেন, ‘একটা ঝড়ের চোখের ব্যাস ৩০ থেকে ৬০ কিলোমিটার অথবা ৫০ থেকে ৭০ কিলোমিটার হয়ে থাকে। মোংলা থেকে সাগরদ্বীপের দূরত্ব দেখলেই বোঝা যাবে। সাইক্লোনের ব্যাস এদিক–সেদিক হবেই। এটি একটা পয়েন্ট দিয়ে উপকূল অতিক্রম করে না। একটা এরিয়া নিয়ে করে। একে বলে সাইক্লোনের মট এরিয়া। মট এরিয়া একটু এদিক–সেদিক হবেই। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মট এরিয়াকে বিশ্লেষণ করি। বৈজ্ঞানিক ভাবে উপকূল অতিক্রম করা মানে সেটির কেন্দ্রের উপকূল অতিক্রম করা বোঝায়।’
জাপানি স্যাটেলাইট দিয়ে রিমাল পর্যবেক্ষণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঝড়ের কেন্দ্র কখনো পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে পার হবে না। তবে সেখানে বড় ধরনের প্রভাব পড়বে। এটির কেন্দ্র ভাগ মূলত ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে পার হবে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিঘা, হলদিবাড়ি ও সুন্দরবন অংশ দিয়ে কলকাতা হয়ে বাংলাদেশ ঢুকবে। আর এতে করে বেশি ক্ষতির সম্মুখীন হবে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল।’
ড. বিশ্বজিৎ নাথ জানান, রিমাল রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুন্দরবনের ভারতীয় অংশ পার করবে। পুরো রাত এটি পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে অগ্রসর হবে। এ সময় এর গতিবেগ ১৫০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। এই অঞ্চলে স্থলভাগের তাপমাত্রা বেশি থাকার কারণে সে এই শক্তি পাবে। আর কেন্দ্রের ডান অংশ তাণ্ডব চালাবে সাতক্ষীরা ও শ্যামনগর অংশে। আর রাত ২টা থেকে ৩টার মধ্যে এটি কলকাতা পার হবে। এরপর কুষ্টিয়া, মেহেরপুর হয়ে বাংলাদেশে ঢুকতে পারে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে। এ সময় এর গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে। তবে যখন এটি স্থলে প্রবেশ করবে তখন থেকেই এর প্রভাব বাংলাদেশের উপকূলগুলোতে পড়বে। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।
এই আবহাওয়া গবেষক আরও বলেন, ‘ফরিদপুর, পাবনা ও রাজশাহী অঞ্চল রিমালের তাণ্ডব মোকাবিলা করবে। ২৮ তারিখ পুরোটা সময় অবস্থান করে এটি মিলিয়ে যাবে।’
রিমালের কারণে ১০ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে বিশ্বজিৎ নাথ বলেন, ‘এটি বাংলাদেশে আঘাত করার সময় এর সর্বোচ্চ গতিবেগ ১২০ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। কিছু সময়ের জন্য ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাতক্ষীরা ও শ্যামনগর রিমালের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গের হলদিবাড়ি দিয়ে রিমালের কেন্দ্র অতিক্রম করার কথা। এটির নিচের অংশ যখন স্থলভাগে ঢুকবে তখন এর গতিবেগ বেশি হবে। এটি তখন সুন্দরবনের ভারতীয় অংশে তাণ্ডব চালাবে। আর রিমালের সমস্ত অংশ যখন স্থলভাগ অতিক্রম করতে থাকবে তখন এর গতি কমতে থাকবে। কলকাতা হয়ে এটি যশোর, খুলনা এই অংশ দিয়ে বাংলাদেশের ওপরের দিকে যাবে।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
১৯ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১ দিন আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
২ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
২ দিন আগে