নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে, তবে সেটি খুব বেশি নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি।
আজিজুর রহমান বলেন, ‘রিমালের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ রাতে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’
এ দিকে রিমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছেন বলে জানিয়েছেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই আগাচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’
ইতিমধ্যে কয়েকটি জায়গায় বাতাসের গতিবেগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘পটুয়াখালীতে দুপুরে ৭২ কিলোমিটার গতিবেগ ও মোংলাতে ৫৭ কিলোমিটার রেকর্ড করা হয়।’
অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘রিমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও, নিচের অংশ পার হতে হতে মধ্যরাত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’
এদিকে আজ সকাল থেকেই উপকূলে ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সেটি দুপুরের পর শুরু হয়। এর ব্যাখ্যা দিয়ে পরিচালক বলেন, ‘গতকাল রাতে এটি ছয় কিলোমিটার গতিতে এগিয়েছে। আর আজ সকালে সাত কিলোমিটার। এর কারণে এটি স্থলে আসতে সময় নিয়েছে। তাই এর প্রভাব না থাকায়, বৃষ্টি শুরু হতে দেরি হয়েছে।’
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে, তবে সেটি খুব বেশি নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি।
আজিজুর রহমান বলেন, ‘রিমালের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ রাতে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’
এ দিকে রিমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছেন বলে জানিয়েছেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই আগাচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’
ইতিমধ্যে কয়েকটি জায়গায় বাতাসের গতিবেগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘পটুয়াখালীতে দুপুরে ৭২ কিলোমিটার গতিবেগ ও মোংলাতে ৫৭ কিলোমিটার রেকর্ড করা হয়।’
অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘রিমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও, নিচের অংশ পার হতে হতে মধ্যরাত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’
এদিকে আজ সকাল থেকেই উপকূলে ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সেটি দুপুরের পর শুরু হয়। এর ব্যাখ্যা দিয়ে পরিচালক বলেন, ‘গতকাল রাতে এটি ছয় কিলোমিটার গতিতে এগিয়েছে। আর আজ সকালে সাত কিলোমিটার। এর কারণে এটি স্থলে আসতে সময় নিয়েছে। তাই এর প্রভাব না থাকায়, বৃষ্টি শুরু হতে দেরি হয়েছে।’
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৪৩ মিনিট আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
২০ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে