নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থেমে থেমে বৃষ্টি, গরম, আর্দ্রতা এই সবকিছুই ছিল জুলাই মাস জুড়ে। আর আবহাওয়ার এমন বৈশিষ্ট্য এডিস মশা বিস্তারে বড় ধরনের ভূমিকা রেখেছে। একই সঙ্গে দুই সেবা সংস্থার এডিস মশা বিস্তার রোধে ভূমিকাও বড় ধরনের প্রশ্ন তুলেছে। জুলাই মাসের মতো একই রকম আবহাওয়া থাকবে আগস্টেও। তাই ধারণা করা হচ্ছে এডিসের বিস্তার কমার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাইয়ের মতো আগস্টে বৃষ্টি হবে এবং গরম থাকবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তবে টানা বর্ষণ হবে না। আবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লেও গরম থাকবে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতাও থাকবে বেশি।
আবহাওয়ার এমন আচরণ নিয়ে ভয়ংকর তথ্য দিয়ে কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, জুলাই মাসে যে ধরনের আবহাওয়া ছিল তা এডিস বিস্তারের সহায়ক ভূমিকা পালন করেছে।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, জুলাই মাসে বৃষ্টি হয়েছে থেমে থেমে। যা এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। আর্দ্রতা বেশি থাকার কারণে মশার বাইটিং (কামড়) প্রবণতা বেড়েছে। একই সঙ্গে এই গরম এডিস মশার মধ্যে ভাইরাস বিস্তারে ভূমিকা পালন করেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে। তার এই বিষয়ে সতর্ক করেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য অনেকাংশেই দায়ী, যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো বিশ্বেই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা আটগুণ বেড়ে ২০২২ সালে ৪২ লাখে পৌঁছেছে।
সেই সঙ্গে মানবদেহের ভেতরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি করে। পাশাপাশি নগরায়ণ, পণ্য পরিবহন ও মানুষের চলাচল, দুর্বল পয়োনিষ্কাশন ব্যবস্থা মশার বিস্তারে সহায়ক হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের পরিবেশ বেশি বেশি তৈরি হচ্ছে গোটা দুনিয়াতে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, জুলাই মাসে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে বলা হয়েছিল। তবে আগস্টের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। সেটি নিরবচ্ছিন্ন নয়।
আগামী দশদিনের আবহাওয়া নিয়ে এই আবহাওয়াবিদ বলেন, বরিশালে আগামীকাল সোমবার থেকে টানা দশদিন অল্প অল্প করে বৃষ্টি হবে। চট্টগ্রাম, কুমিল্লা, হাতিয়া ও ফেনি অঞ্চলে ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রংপুর ও রাজশাহীতে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ঢাকায় আগামীকাল থেকে প্রতিনিয়ত অল্প করে বৃষ্টি হবে। এটি ঢাকা বিভাগেও হবে। ময়মনসিংহে প্রতিদিন বৃষ্টি হবে, ৪ আগস্টের পর তীব্রতা বাড়বে। সিলেটে প্রতিদিন বৃষ্টি হবে।
আজ রোববার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। জুলাই মাস জুড়েই বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশের কাছাকাছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, সাধারণত বাতাসের আর্দ্রতা ৮০ শতাংশের ওপরে থাকলে এডিস মশার জন্য সেটি ভালো পরিবেশ। আর একটানা বৃষ্টি না হলে আগস্টে এই পরিস্থিতি কমার সম্ভাবনা নেই।
থেমে থেমে বৃষ্টি, গরম, আর্দ্রতা এই সবকিছুই ছিল জুলাই মাস জুড়ে। আর আবহাওয়ার এমন বৈশিষ্ট্য এডিস মশা বিস্তারে বড় ধরনের ভূমিকা রেখেছে। একই সঙ্গে দুই সেবা সংস্থার এডিস মশা বিস্তার রোধে ভূমিকাও বড় ধরনের প্রশ্ন তুলেছে। জুলাই মাসের মতো একই রকম আবহাওয়া থাকবে আগস্টেও। তাই ধারণা করা হচ্ছে এডিসের বিস্তার কমার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাইয়ের মতো আগস্টে বৃষ্টি হবে এবং গরম থাকবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তবে টানা বর্ষণ হবে না। আবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লেও গরম থাকবে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতাও থাকবে বেশি।
আবহাওয়ার এমন আচরণ নিয়ে ভয়ংকর তথ্য দিয়ে কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, জুলাই মাসে যে ধরনের আবহাওয়া ছিল তা এডিস বিস্তারের সহায়ক ভূমিকা পালন করেছে।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, জুলাই মাসে বৃষ্টি হয়েছে থেমে থেমে। যা এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। আর্দ্রতা বেশি থাকার কারণে মশার বাইটিং (কামড়) প্রবণতা বেড়েছে। একই সঙ্গে এই গরম এডিস মশার মধ্যে ভাইরাস বিস্তারে ভূমিকা পালন করেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে। তার এই বিষয়ে সতর্ক করেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য অনেকাংশেই দায়ী, যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো বিশ্বেই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা আটগুণ বেড়ে ২০২২ সালে ৪২ লাখে পৌঁছেছে।
সেই সঙ্গে মানবদেহের ভেতরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি করে। পাশাপাশি নগরায়ণ, পণ্য পরিবহন ও মানুষের চলাচল, দুর্বল পয়োনিষ্কাশন ব্যবস্থা মশার বিস্তারে সহায়ক হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের পরিবেশ বেশি বেশি তৈরি হচ্ছে গোটা দুনিয়াতে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, জুলাই মাসে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে বলা হয়েছিল। তবে আগস্টের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। সেটি নিরবচ্ছিন্ন নয়।
আগামী দশদিনের আবহাওয়া নিয়ে এই আবহাওয়াবিদ বলেন, বরিশালে আগামীকাল সোমবার থেকে টানা দশদিন অল্প অল্প করে বৃষ্টি হবে। চট্টগ্রাম, কুমিল্লা, হাতিয়া ও ফেনি অঞ্চলে ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রংপুর ও রাজশাহীতে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ঢাকায় আগামীকাল থেকে প্রতিনিয়ত অল্প করে বৃষ্টি হবে। এটি ঢাকা বিভাগেও হবে। ময়মনসিংহে প্রতিদিন বৃষ্টি হবে, ৪ আগস্টের পর তীব্রতা বাড়বে। সিলেটে প্রতিদিন বৃষ্টি হবে।
আজ রোববার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। জুলাই মাস জুড়েই বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশের কাছাকাছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, সাধারণত বাতাসের আর্দ্রতা ৮০ শতাংশের ওপরে থাকলে এডিস মশার জন্য সেটি ভালো পরিবেশ। আর একটানা বৃষ্টি না হলে আগস্টে এই পরিস্থিতি কমার সম্ভাবনা নেই।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৯ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
২১ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে