অনলাইন ডেস্ক
গরম এখন চরমে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায়। অবশ্য গত কয়েক দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ছে জেলাটি। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রাও খুব একটা কম ছিল না,৩৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত তাপমাত্রা কমবে এমন কোনো সুসংবাদও পাওয়া যাচ্ছে না। আজও কিন্তু সূর্য আগুন ঢেলে যাচ্ছে, এমন দিনে যদি পৃথিবীর সবচেয়ে উষ্ণ বা গরম ১০টি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিই কেমন হয়?
উষ্ণ এই ১০ জায়গার সংবাদ আমরা কিন্তু পেয়েছি ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের সূত্রে। লেখাটা পড়া শেষ হলে আমার মনে হয় কিছুটা সৌভাগ্যবানও ভাবতে পারেন নিজেকে। মনে হবে, ভাগ্যিস এই ১০টি জায়গার কোনোটির বাসিন্দা নন আপনি!
শুনে অবাক হবেন উষ্ণ এই ১০ জায়গার ছয়টির অবস্থান এশিয়া মহাদেশে। এই সুযোগে আরও একটি তথ্য দিয়ে রাখছি, ২০২১ সালের আগ পর্যন্ত ইউরোপে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস, ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে। তবে ২০২১ সালের ১১ আগস্ট ইতালির দ্বীপ সিসিলিতে রেকর্ড করা হয় ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
চলুন তাহলে গরমে ঘামতে ঘামতে প্রবেশ করি আরও অনেক বেশি উষ্ণ কিছু এলাকায়।
ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের দখলে বায়ুর উষ্ণতম তাপমাত্রার রেকর্ডটি। এই মরু উপত্যকায় ১৯১৩ সালের গ্রীষ্মে তাপমাত্রা পৌঁছায় ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। একে এখনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বিবেচনা করা হলেও কিছু কারণে ওই রেকর্ড নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে ওটাকে যদি গণনায় না-ও ধরেন, তার পরও উচ্চ তাপমাত্রার দিক থেকে সবার ওপরে ফার্নেস ক্রিকই। ২০২০-এর আগস্টে এখানে তাপমাত্রা পৌঁছায় ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গ্রীষ্মে ডেথ ভ্যালিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সবচেয়ে শুকনো এলাকাও এটি।
অওয়ারগলা, আলজেরিয়া
এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে রেকর্ড করা আফ্রিকার সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৩ ডিগ্রি সেলসিয়াস, সাহারা মরুভূমির আলজেরিয়ান অংশের অওয়ারগলায়। অবশ্য আফ্রিকায় সর্বোচ্চ তাপমাত্রার বিভিন্ন ধরনের রেকর্ডের খবর পাওয়া যায় ইতিহাসের পাতা ঘেঁটে। এর মধ্যে আছে বর্তমান অফিশিয়াল সর্বোচ্চ তাপমাত্রাও (৫৫ ডিগ্রি সেলসিয়াস), যেটি তিউনিসিয়ার কেবিলিতে রেকর্ড করা হয়। তবে এটিসহ ওই তাপমাত্রাগুলো নিয়ে সংশয় তৈরি হয় যেভাবে মাপা হয় সে কারণে। মূলত কলোনিয়াল সময়ে ফ্রেঞ্চ ও ইতালীয়দের সামরিক পর্যবেক্ষণ ফাঁড়ি থেকে এই তাপমাত্রাগুলো মাপা হয়।
মিতরিবাহ, কুয়েত
উত্তর-পশ্চিম কুয়েতের এক দুর্গম এলাকা মিতরিবাহ। ২০১৬ সালের জুলাইয়ে এখানে রেকর্ড করা হয় ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রাগুলোর একটি এটি।
বসরা, ইরাক
তাপমাত্রায় কুয়েতের মিতরিবাহর সঙ্গে পাল্লা দেওয়ার মতো জায়গা পাশের দেশ ইরাকেও আছে। সেখানকার বসরার বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৬ সালের ২২ জুলাই ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তুরবাত, পাকিস্তান
পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানের একটি শহর তুরবাত। এই জায়গাও উষ্ণ এলাকা হিসেবে পরিচিত। ২০১৭ সালের ২৮ মে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
দালোল, ইথিওপিয়া
এখানকার লবণের খনি, অম্লীয় উষ্ণ প্রস্রবণ ও গ্যাসীয় গেইজার মিলিয়ে ১৯৬০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রতিদিনের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে মানুষ বাস করে এমন জায়গাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ গড় তাপমাত্রা।
আজিজিয়া, লিবিয়া
ত্রিপোলি থেকে ২৫ মাইল দক্ষিণে অবস্থিত শহরটি একসময় ছিল জাফারা জেলার রাজধানী। একে পৃথিবীর উষ্ণতম জায়গা হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হতো আগে। কারণ ১৯২২ সালে এখানে রেকর্ড করা হয় ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে ২০১২ সালে আবহাওয়াবিদেরা এই খেতাব বাতিল করেন। এর কারণগুলোর মধ্যে একটি ছিল যে ব্যক্তি তাপমাত্রাটি রেকর্ড করেন, তিনি ছিলেন অনভিজ্ঞ। তবে তাই বলে আজিজিয়াকে উষ্ণ জায়গাগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ মধ্য গ্রীষ্মে শহরের বাসিন্দাদের নিয়মিতই ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার অভিজ্ঞতা হয়।
কুরিয়াত, ওমান
ওমানের রাজধানী মাসকটের দক্ষিণ-পূর্বের অবস্থান কুরিয়াতের। ২০১৮ সালের ২৬ জুন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছার রেকর্ড এটি। এর আগের রেকর্ড ছিল ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস, ওমানেই।
দাসত–ই–লুত, ইরান
এই মরু মালভূমিতে রেকর্ড করা হয় ভূমির সর্বোচ্চ তাপমাত্রা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যাটেলাইটের ডেটায় দেখা যায় এই তাপমাত্রা ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে যে মানুষ বসবাস করে না, এটা নিশ্চয় বলে দিতে হবে না!
বন্দর–ই মাহশহর, ইরান
গরমে হাঁসফাঁস করা শহরটি হিট ইনডেক্সের তালিকায় ওপরের দিক থেকে দুইয়ে। বায়ুর তাপমাত্রা আর জলীয়বাষ্পের মিলিত ফলাফল এই হিট ইনডেক্স। ২০১৫ সালের জুলাইয়ে শহরটির হিট ইনডেক্স ছিল ৭৪ ডিগ্রি সেলসিয়াস। এখানকার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস।
গরম এখন চরমে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায়। অবশ্য গত কয়েক দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ছে জেলাটি। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রাও খুব একটা কম ছিল না,৩৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত তাপমাত্রা কমবে এমন কোনো সুসংবাদও পাওয়া যাচ্ছে না। আজও কিন্তু সূর্য আগুন ঢেলে যাচ্ছে, এমন দিনে যদি পৃথিবীর সবচেয়ে উষ্ণ বা গরম ১০টি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিই কেমন হয়?
উষ্ণ এই ১০ জায়গার সংবাদ আমরা কিন্তু পেয়েছি ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের সূত্রে। লেখাটা পড়া শেষ হলে আমার মনে হয় কিছুটা সৌভাগ্যবানও ভাবতে পারেন নিজেকে। মনে হবে, ভাগ্যিস এই ১০টি জায়গার কোনোটির বাসিন্দা নন আপনি!
শুনে অবাক হবেন উষ্ণ এই ১০ জায়গার ছয়টির অবস্থান এশিয়া মহাদেশে। এই সুযোগে আরও একটি তথ্য দিয়ে রাখছি, ২০২১ সালের আগ পর্যন্ত ইউরোপে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস, ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে। তবে ২০২১ সালের ১১ আগস্ট ইতালির দ্বীপ সিসিলিতে রেকর্ড করা হয় ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
চলুন তাহলে গরমে ঘামতে ঘামতে প্রবেশ করি আরও অনেক বেশি উষ্ণ কিছু এলাকায়।
ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের দখলে বায়ুর উষ্ণতম তাপমাত্রার রেকর্ডটি। এই মরু উপত্যকায় ১৯১৩ সালের গ্রীষ্মে তাপমাত্রা পৌঁছায় ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। একে এখনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বিবেচনা করা হলেও কিছু কারণে ওই রেকর্ড নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে ওটাকে যদি গণনায় না-ও ধরেন, তার পরও উচ্চ তাপমাত্রার দিক থেকে সবার ওপরে ফার্নেস ক্রিকই। ২০২০-এর আগস্টে এখানে তাপমাত্রা পৌঁছায় ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গ্রীষ্মে ডেথ ভ্যালিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সবচেয়ে শুকনো এলাকাও এটি।
অওয়ারগলা, আলজেরিয়া
এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে রেকর্ড করা আফ্রিকার সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৩ ডিগ্রি সেলসিয়াস, সাহারা মরুভূমির আলজেরিয়ান অংশের অওয়ারগলায়। অবশ্য আফ্রিকায় সর্বোচ্চ তাপমাত্রার বিভিন্ন ধরনের রেকর্ডের খবর পাওয়া যায় ইতিহাসের পাতা ঘেঁটে। এর মধ্যে আছে বর্তমান অফিশিয়াল সর্বোচ্চ তাপমাত্রাও (৫৫ ডিগ্রি সেলসিয়াস), যেটি তিউনিসিয়ার কেবিলিতে রেকর্ড করা হয়। তবে এটিসহ ওই তাপমাত্রাগুলো নিয়ে সংশয় তৈরি হয় যেভাবে মাপা হয় সে কারণে। মূলত কলোনিয়াল সময়ে ফ্রেঞ্চ ও ইতালীয়দের সামরিক পর্যবেক্ষণ ফাঁড়ি থেকে এই তাপমাত্রাগুলো মাপা হয়।
মিতরিবাহ, কুয়েত
উত্তর-পশ্চিম কুয়েতের এক দুর্গম এলাকা মিতরিবাহ। ২০১৬ সালের জুলাইয়ে এখানে রেকর্ড করা হয় ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রাগুলোর একটি এটি।
বসরা, ইরাক
তাপমাত্রায় কুয়েতের মিতরিবাহর সঙ্গে পাল্লা দেওয়ার মতো জায়গা পাশের দেশ ইরাকেও আছে। সেখানকার বসরার বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৬ সালের ২২ জুলাই ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তুরবাত, পাকিস্তান
পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানের একটি শহর তুরবাত। এই জায়গাও উষ্ণ এলাকা হিসেবে পরিচিত। ২০১৭ সালের ২৮ মে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
দালোল, ইথিওপিয়া
এখানকার লবণের খনি, অম্লীয় উষ্ণ প্রস্রবণ ও গ্যাসীয় গেইজার মিলিয়ে ১৯৬০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রতিদিনের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে মানুষ বাস করে এমন জায়গাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ গড় তাপমাত্রা।
আজিজিয়া, লিবিয়া
ত্রিপোলি থেকে ২৫ মাইল দক্ষিণে অবস্থিত শহরটি একসময় ছিল জাফারা জেলার রাজধানী। একে পৃথিবীর উষ্ণতম জায়গা হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হতো আগে। কারণ ১৯২২ সালে এখানে রেকর্ড করা হয় ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে ২০১২ সালে আবহাওয়াবিদেরা এই খেতাব বাতিল করেন। এর কারণগুলোর মধ্যে একটি ছিল যে ব্যক্তি তাপমাত্রাটি রেকর্ড করেন, তিনি ছিলেন অনভিজ্ঞ। তবে তাই বলে আজিজিয়াকে উষ্ণ জায়গাগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ মধ্য গ্রীষ্মে শহরের বাসিন্দাদের নিয়মিতই ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার অভিজ্ঞতা হয়।
কুরিয়াত, ওমান
ওমানের রাজধানী মাসকটের দক্ষিণ-পূর্বের অবস্থান কুরিয়াতের। ২০১৮ সালের ২৬ জুন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছার রেকর্ড এটি। এর আগের রেকর্ড ছিল ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস, ওমানেই।
দাসত–ই–লুত, ইরান
এই মরু মালভূমিতে রেকর্ড করা হয় ভূমির সর্বোচ্চ তাপমাত্রা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যাটেলাইটের ডেটায় দেখা যায় এই তাপমাত্রা ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে যে মানুষ বসবাস করে না, এটা নিশ্চয় বলে দিতে হবে না!
বন্দর–ই মাহশহর, ইরান
গরমে হাঁসফাঁস করা শহরটি হিট ইনডেক্সের তালিকায় ওপরের দিক থেকে দুইয়ে। বায়ুর তাপমাত্রা আর জলীয়বাষ্পের মিলিত ফলাফল এই হিট ইনডেক্স। ২০১৫ সালের জুলাইয়ে শহরটির হিট ইনডেক্স ছিল ৭৪ ডিগ্রি সেলসিয়াস। এখানকার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৩ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৫ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে