নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগের বিকল্প ভাবছে সরকার। এ জন্য পাটের ব্যাগকে বিকল্প হিসেবে দেখছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী বছর জুন মাসে এই ব্যাগ বাজারে আসবে। পাট মন্ত্রণালয়ের সহায়তায়, গবেষকদের মাধ্যমে এই ব্যাগ তৈরিতে অর্থায়ন করবে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পলিথিন দূষণ থেকে দেশকে বাঁচাতে আরও আগেই এই উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাট মন্ত্রণালয়ের মাধ্যমে এই ব্যাগ তৈরি করবে বিজ্ঞানীরা। জার্মান থেকে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি আনা হবে। ২০২২ সালের জুন মাসে পরিবেশবান্ধব এই ব্যাগ বাজারে আনতে জোর চেষ্টা চলছে।
এদিকে, আজ বুধবার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৫৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ভার্চুয়াল অনুষ্ঠিত এ সভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত প্রকল্পের ধরন পরিবর্তনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, কাগজে–কলমে পলিথিনকে শুধু নিষিদ্ধ করলেই হবে না। পরিবেশ দূষণকারী এই ব্যাগের বিকল্প তৈরি করতে হবে। এ জন্য পাটের ব্যাগ তৈরির জোর চেষ্টা চলছে। সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এর অর্থায়ন করা হবে। এটি করা গেলে দেশের পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, বিশিষ্ট পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা: পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগের বিকল্প ভাবছে সরকার। এ জন্য পাটের ব্যাগকে বিকল্প হিসেবে দেখছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী বছর জুন মাসে এই ব্যাগ বাজারে আসবে। পাট মন্ত্রণালয়ের সহায়তায়, গবেষকদের মাধ্যমে এই ব্যাগ তৈরিতে অর্থায়ন করবে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পলিথিন দূষণ থেকে দেশকে বাঁচাতে আরও আগেই এই উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাট মন্ত্রণালয়ের মাধ্যমে এই ব্যাগ তৈরি করবে বিজ্ঞানীরা। জার্মান থেকে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি আনা হবে। ২০২২ সালের জুন মাসে পরিবেশবান্ধব এই ব্যাগ বাজারে আনতে জোর চেষ্টা চলছে।
এদিকে, আজ বুধবার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৫৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ভার্চুয়াল অনুষ্ঠিত এ সভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত প্রকল্পের ধরন পরিবর্তনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, কাগজে–কলমে পলিথিনকে শুধু নিষিদ্ধ করলেই হবে না। পরিবেশ দূষণকারী এই ব্যাগের বিকল্প তৈরি করতে হবে। এ জন্য পাটের ব্যাগ তৈরির জোর চেষ্টা চলছে। সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এর অর্থায়ন করা হবে। এটি করা গেলে দেশের পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, বিশিষ্ট পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৩ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৫ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে