অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। দেশ হিসেবেও সংযুক্ত আরব আমিরাত নিজেকে বিদেশি বিনিয়োগ এবং দর্শনার্থীদের আস্থাভাজন গন্তব্যে পরিণত করেছে। এ কারণেই অস্বাভাবিক বৃষ্টি ও ভয়াবহ বন্যায় পানির নিচে দেশটির মূল্যবান সম্পদ ডুবে থাকা এবং পর্যটকদের বিমানবন্দরে আটকে থাকার দৃশ্য কিছুটা বিরল বটে। এসব দৃশ্য বলছে যে, সংযুক্ত আরব আমিরাত সরকার এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। আর তাতে সুবিধা পাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সামগ্রিক উদ্যোগ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড) তার দেশে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন, সেই সম্ভাবনা কম। আগামী ডিসেম্বরে কপ-২৮ বৈশ্বিক জলবায়ু সম্মেলন আয়োজন করার ঠিক আগে এমবিজেডের সরকার দেশটির জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তনের মুখে অন্যান্য দেশগুলোকেও একইভাবে তাদের ঝুঁকির কথা জানাতে হবে। ২০৬০ সাল থেকে বার্ষিক গড় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির হুমকির পাশাপাশি প্রতিবেদনটিতে দুবাই, শারজাহ এবং উত্তর আমিরাতের বার্ষিক বৃষ্টিপাত দ্বিগুণ হওয়ার আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযোজনের দুর্বলতা হচ্ছে, একে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ‘প্ল্যান বি’ বা বিকল্প উপায় হিসেবে দেখা হয়। এই অবস্থা প্রায়শই সমস্যা প্রশমনের ক্ষেত্রে কম বিনিয়োগ এবং মনোযোগ আকর্ষণ করে। প্রশমন কৌশল সাধারণত নির্গমন হ্রাস এবং উষ্ণতা রোধ করার প্রয়োজনীয়তার ওপর অগ্রাধিকার দেয়।
উপসাগরীয় অঞ্চলে অভিযোজন কৌশল ব্যাখ্যা করতে পারে যে, কেন সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশী ওমানের দুর্বল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এখনো পর্যন্ত শীর্ষ অগ্রাধিকার পায়নি। বন্যার প্রেক্ষিতে দুবাইয়ের নেতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে প্রকাশিত হওয়ার মাঝেও দেশটি তেল রপ্তানির আয় বৃদ্ধিতে সান্ত্বনা খুঁজতে পারে। সংযুক্ত আরব আমিরাতের এখন অভিযোজনে বিনিয়োগকে উচ্চ অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।
বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপ বিশ্বব্যাপী লড়াইয়ে সহায়তা করবে। ২০২২ সালে ইউরোপ তীব্র দাবদাহে পুড়লেও হতাশাজনক সত্য হচ্ছে—ধনী দেশগুলোর উঠোনে যতক্ষণ না জলবায়ু পরিবর্তনের লক্ষণগুলো স্পষ্ট হয় তারা এর সমাধানে মনোযোগ দিতে চায় না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল বিশ্বের নিম্ন-উপকূলীয় অঞ্চলগুলোকে প্রস্তুত করতে প্রয়োজনীয় খরচ এবং বর্তমানে ধনী দেশগুলো যে অর্থ দিচ্ছে—তার মাঝে যে বিশাল ফারাক রয়েছে সেদিকে উন্নত বিশ্বের দৃষ্টি দেওয়া উচিত।
গত নভেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অনুমান করেছিল যে, এই ব্যবধান হবে বছরে ৩৬ হাজার ৬০০ কোটি ডলারের মতো। অর্থাৎ, যে টাকা দেওয়া হচ্ছে তার ১৮ গুণ বেশি টাকার দরকার। দুবাইয়ের প্রলয়ংকরী বন্যায় যদি সেই অবস্থার পরিবর্তন ঘটে তবে সেটাও হবে আশাবাদী হওয়ার মতো অর্থপূর্ণ পদক্ষেপ।
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। দেশ হিসেবেও সংযুক্ত আরব আমিরাত নিজেকে বিদেশি বিনিয়োগ এবং দর্শনার্থীদের আস্থাভাজন গন্তব্যে পরিণত করেছে। এ কারণেই অস্বাভাবিক বৃষ্টি ও ভয়াবহ বন্যায় পানির নিচে দেশটির মূল্যবান সম্পদ ডুবে থাকা এবং পর্যটকদের বিমানবন্দরে আটকে থাকার দৃশ্য কিছুটা বিরল বটে। এসব দৃশ্য বলছে যে, সংযুক্ত আরব আমিরাত সরকার এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। আর তাতে সুবিধা পাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সামগ্রিক উদ্যোগ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড) তার দেশে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন, সেই সম্ভাবনা কম। আগামী ডিসেম্বরে কপ-২৮ বৈশ্বিক জলবায়ু সম্মেলন আয়োজন করার ঠিক আগে এমবিজেডের সরকার দেশটির জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তনের মুখে অন্যান্য দেশগুলোকেও একইভাবে তাদের ঝুঁকির কথা জানাতে হবে। ২০৬০ সাল থেকে বার্ষিক গড় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির হুমকির পাশাপাশি প্রতিবেদনটিতে দুবাই, শারজাহ এবং উত্তর আমিরাতের বার্ষিক বৃষ্টিপাত দ্বিগুণ হওয়ার আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযোজনের দুর্বলতা হচ্ছে, একে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ‘প্ল্যান বি’ বা বিকল্প উপায় হিসেবে দেখা হয়। এই অবস্থা প্রায়শই সমস্যা প্রশমনের ক্ষেত্রে কম বিনিয়োগ এবং মনোযোগ আকর্ষণ করে। প্রশমন কৌশল সাধারণত নির্গমন হ্রাস এবং উষ্ণতা রোধ করার প্রয়োজনীয়তার ওপর অগ্রাধিকার দেয়।
উপসাগরীয় অঞ্চলে অভিযোজন কৌশল ব্যাখ্যা করতে পারে যে, কেন সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশী ওমানের দুর্বল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এখনো পর্যন্ত শীর্ষ অগ্রাধিকার পায়নি। বন্যার প্রেক্ষিতে দুবাইয়ের নেতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে প্রকাশিত হওয়ার মাঝেও দেশটি তেল রপ্তানির আয় বৃদ্ধিতে সান্ত্বনা খুঁজতে পারে। সংযুক্ত আরব আমিরাতের এখন অভিযোজনে বিনিয়োগকে উচ্চ অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।
বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপ বিশ্বব্যাপী লড়াইয়ে সহায়তা করবে। ২০২২ সালে ইউরোপ তীব্র দাবদাহে পুড়লেও হতাশাজনক সত্য হচ্ছে—ধনী দেশগুলোর উঠোনে যতক্ষণ না জলবায়ু পরিবর্তনের লক্ষণগুলো স্পষ্ট হয় তারা এর সমাধানে মনোযোগ দিতে চায় না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল বিশ্বের নিম্ন-উপকূলীয় অঞ্চলগুলোকে প্রস্তুত করতে প্রয়োজনীয় খরচ এবং বর্তমানে ধনী দেশগুলো যে অর্থ দিচ্ছে—তার মাঝে যে বিশাল ফারাক রয়েছে সেদিকে উন্নত বিশ্বের দৃষ্টি দেওয়া উচিত।
গত নভেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অনুমান করেছিল যে, এই ব্যবধান হবে বছরে ৩৬ হাজার ৬০০ কোটি ডলারের মতো। অর্থাৎ, যে টাকা দেওয়া হচ্ছে তার ১৮ গুণ বেশি টাকার দরকার। দুবাইয়ের প্রলয়ংকরী বন্যায় যদি সেই অবস্থার পরিবর্তন ঘটে তবে সেটাও হবে আশাবাদী হওয়ার মতো অর্থপূর্ণ পদক্ষেপ।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
৭ ঘণ্টা আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
১ দিন আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে