বিনোদন ডেস্ক
শুরু হলো স্টার প্লাসের নতুন সিরিয়াল ‘জিন্দেগি মেরা ঘার আনা’। ‘সূর্য অর আনোখি কি কাহানি’র পরিবর্তে এই সিরিয়াল শুরু হয়েছে। সিরিয়ালে অমৃতা সাকুজা চরিত্রে অভিনয় করছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারা। শুরুটা একজন গর্ভবতী নারী হিসেবে, যেখানে তার স্বামী মারা যায়। স্বামীহারা অমৃতা মুখোমুখি হয় সমাজের নানা প্রতিবন্ধকতার। এশার বিপরীতে অভিনয় করছেন হাছান জায়েদি। প্রেম-ভালোবাসা দিয়ে শুরু হলেও গল্প গড়ায় এই গর্ভবতী নারীকে ঘিরে।
চরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে এশা বলেন, ‘প্রথমত, এটা একটা পরিবারের গল্প। একজন গর্ভবতী নারী যার স্বামী নেই, তাকে নিয়ে পরিবারটিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। এটা মূলত জীবনের গল্প। জীবনটাকে নানা দিক থেকে দেখার গল্প।’
চরিত্রের প্রয়োজনে নানা রকম প্রস্তুতি নিতে হয়েছে এশাকে। তিনি বলেন, ‘চরিত্রটিতে ছয়-সাত মাসের গর্ভবতী নারী হয়েই দীর্ঘ সময় থাকতে হয়। তার শারীরিক গঠন, হাঁটাচলা—সবকিছু নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীকে খুঁজে বের করেছি। তাঁর সঙ্গে থেকে হাঁটাচলা শিখেছি। তিনি কীভাবে বসেন, কীভাবে ঘুমান। সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীর কথা বলার ধরনেও পরিবর্তন আসে। বাড়তি একটা কিছু শরীরে বহন করার পেইন থাকে। সে বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে। এই সিরিয়ালে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন স্বতী সাহা। শুটিং চলাকালে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনিই আমাকে বেশি সহযোগিতা করেছেন।’
এশার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘মুক্তি বন্ধন’ থেকে। এরপর একে একে ‘এক ননদকি খুশিওকি চাবি...ভাবি’, ‘মাই নেম ইজ লক্ষ্মণ’, ‘ম্যাডাম স্যার’ ধারাবাহিকগুলোয় অভিনয় করে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে গুজরাটি সিনেমায় অভিনয় শুরু করেন। গত বছর সিনেমায় বিরতি নিয়ে ফেরেন টেলিভিশনের পর্দায়। নতুন এ ধারাবাহিকটি যে এশাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে, সেটা বলাই যায়।
শুরু হলো স্টার প্লাসের নতুন সিরিয়াল ‘জিন্দেগি মেরা ঘার আনা’। ‘সূর্য অর আনোখি কি কাহানি’র পরিবর্তে এই সিরিয়াল শুরু হয়েছে। সিরিয়ালে অমৃতা সাকুজা চরিত্রে অভিনয় করছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারা। শুরুটা একজন গর্ভবতী নারী হিসেবে, যেখানে তার স্বামী মারা যায়। স্বামীহারা অমৃতা মুখোমুখি হয় সমাজের নানা প্রতিবন্ধকতার। এশার বিপরীতে অভিনয় করছেন হাছান জায়েদি। প্রেম-ভালোবাসা দিয়ে শুরু হলেও গল্প গড়ায় এই গর্ভবতী নারীকে ঘিরে।
চরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে এশা বলেন, ‘প্রথমত, এটা একটা পরিবারের গল্প। একজন গর্ভবতী নারী যার স্বামী নেই, তাকে নিয়ে পরিবারটিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। এটা মূলত জীবনের গল্প। জীবনটাকে নানা দিক থেকে দেখার গল্প।’
চরিত্রের প্রয়োজনে নানা রকম প্রস্তুতি নিতে হয়েছে এশাকে। তিনি বলেন, ‘চরিত্রটিতে ছয়-সাত মাসের গর্ভবতী নারী হয়েই দীর্ঘ সময় থাকতে হয়। তার শারীরিক গঠন, হাঁটাচলা—সবকিছু নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীকে খুঁজে বের করেছি। তাঁর সঙ্গে থেকে হাঁটাচলা শিখেছি। তিনি কীভাবে বসেন, কীভাবে ঘুমান। সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীর কথা বলার ধরনেও পরিবর্তন আসে। বাড়তি একটা কিছু শরীরে বহন করার পেইন থাকে। সে বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে। এই সিরিয়ালে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন স্বতী সাহা। শুটিং চলাকালে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনিই আমাকে বেশি সহযোগিতা করেছেন।’
এশার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘মুক্তি বন্ধন’ থেকে। এরপর একে একে ‘এক ননদকি খুশিওকি চাবি...ভাবি’, ‘মাই নেম ইজ লক্ষ্মণ’, ‘ম্যাডাম স্যার’ ধারাবাহিকগুলোয় অভিনয় করে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে গুজরাটি সিনেমায় অভিনয় শুরু করেন। গত বছর সিনেমায় বিরতি নিয়ে ফেরেন টেলিভিশনের পর্দায়। নতুন এ ধারাবাহিকটি যে এশাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে, সেটা বলাই যায়।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে