বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথম সিজনে ভালোই খেল দেখিয়েছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’। ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দর্শকদের তাই অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় সিজন! কবে খুলবে সব রহস্যের গিঁট! অবশেষে সেই ঘোষণা এল।
‘কারাগার’-এর প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি। সিজনের শুরুতে তাকে পাওয়া গিয়েছিল একটি পরিত্যক্ত সেলের বন্ধ কামরায়। কীভাবে সেখানে এল সে, তা নিয়ে সবার ভেতরে ছিল চরম কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই তাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না।
কিন্তু গল্প ঘুরে যায় শেষ দৃশ্যে এসে। শোনা যায় চঞ্চলের কণ্ঠ। বোঝা যায়, সে বোবা নয়। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কারাগারে এসেছে সে। কী সেই উদ্দেশ্য, সেটি জানা যাবে পরের সিজনে। দ্বিতীয় সিজনের ঘোষণাটি দিতেও রহস্যের আশ্রয় নিল হইচই।
ঘটনা হচ্ছে, গত শুক্রবার হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত আরেক ওয়েব সিরিজ ‘বোধ’। এই সিরিজের মাধ্যমেই ‘কারাগার পার্ট ২’ মুক্তির তারিখ জানানো হয়েছে। কীভাবে? ‘বোধ’-এর শেষ পর্বের একেবারে শেষ, এন্ড টাইটেল ওঠার আগেই কালো পর্দায় ভেসে উঠল ঘোষণাটি—‘কারাগার পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর ২০২২’। যেন একটি ঘটনার সূত্র ধরে অন্য ঘটনার সন্ধান।
তুমুল আলোচিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্ব ডিসেম্বরে আসবে, এ খবর আগেই জানিয়েছিল হইচই। এবার জানা গেল মুক্তির তারিখ। সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
প্রথম সিজনে ভালোই খেল দেখিয়েছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’। ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দর্শকদের তাই অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় সিজন! কবে খুলবে সব রহস্যের গিঁট! অবশেষে সেই ঘোষণা এল।
‘কারাগার’-এর প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি। সিজনের শুরুতে তাকে পাওয়া গিয়েছিল একটি পরিত্যক্ত সেলের বন্ধ কামরায়। কীভাবে সেখানে এল সে, তা নিয়ে সবার ভেতরে ছিল চরম কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই তাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না।
কিন্তু গল্প ঘুরে যায় শেষ দৃশ্যে এসে। শোনা যায় চঞ্চলের কণ্ঠ। বোঝা যায়, সে বোবা নয়। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কারাগারে এসেছে সে। কী সেই উদ্দেশ্য, সেটি জানা যাবে পরের সিজনে। দ্বিতীয় সিজনের ঘোষণাটি দিতেও রহস্যের আশ্রয় নিল হইচই।
ঘটনা হচ্ছে, গত শুক্রবার হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত আরেক ওয়েব সিরিজ ‘বোধ’। এই সিরিজের মাধ্যমেই ‘কারাগার পার্ট ২’ মুক্তির তারিখ জানানো হয়েছে। কীভাবে? ‘বোধ’-এর শেষ পর্বের একেবারে শেষ, এন্ড টাইটেল ওঠার আগেই কালো পর্দায় ভেসে উঠল ঘোষণাটি—‘কারাগার পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর ২০২২’। যেন একটি ঘটনার সূত্র ধরে অন্য ঘটনার সন্ধান।
তুমুল আলোচিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্ব ডিসেম্বরে আসবে, এ খবর আগেই জানিয়েছিল হইচই। এবার জানা গেল মুক্তির তারিখ। সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৬ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে