বিনোদন প্রতিবেদক, ঢাকা
মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৪ ঘণ্টা আগে