বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৩ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে