বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’। ১৯৪০ সালে প্রকাশিত এ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। হাজারি ঠাকুরের বর্ণনা দিতে গিয়ে বিভূতিভূষণ লিখেছেন, ‘লোকটার বয়স পঁয়তাল্লিশ-ছেচল্লিশ, একহারা চেহারা, রং কালো। দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালোমানুষ।’ বেচু চক্কত্তির খাবারের হোটেলে মাসে ৭ টাকা মাইনেতে কাজ করে হাজারি। আর স্বপ্ন দেখে—একদিন তার নিজের একটা হোটেল হবে। নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হওয়ার গল্প বলেছেন বিভূতিভূষণ। এ চরিত্রে এবার দেখা যাবে মোশাররফ করিমকে।
আদর্শ হিন্দু হোটেল অবলম্বনে একটি সিরিজ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরিন্দম শীল। ক্যামেলিয়া প্রোডাকশনের আসন্ন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি সিরিজটি পরিচালনা করবেন তিনি। আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন মোশাররফ করিমকে। এ মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পুজোয় নির্মাতা অরিন্দমের নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পাচ্ছে। সেটা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তাই সিরিজের শুটিং পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়া হয়েছে।
নির্মাতা অরিন্দম শীল জানিয়েছেন, লেখকের নির্দেশিত সময়ের হিসেবেই তৈরি হবে সিরিজটি। তিনি বলেন, ‘পিরিয়ড ড্রামা না করলে বিভূতিভূষণের লেখার নির্যাসকে ঠিকমতো ফুটিয়ে তোলা যাবে না।’ মোশাররফ করিমকে নেওয়ার বিষয়ে অরিন্দম বলেন, 'মোশাররফ ভাইকে নিয়ে কাজ করতে চাই অনেক দিন ধরেই। এবার সে সুযোগ ঘটে গেল। আদর্শ হিন্দু হোটেলের চিত্রনাট্য লেখার সময় থেকেই মোশাররফের কথা মাথায় ঘুরছিল।'
আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পদ্ম। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম। হোটেলের ঝি হলেও ষোলো আনা ক্ষমতা তার হাতে। মালিক বেচু তাকে ভরসা করে। অনেকটা তার কথামতোই চলে হোটেল। এ সুযোগ কাজে লাগিয়ে পদ্ম নানা সময় হোটেলের খাবার চুরি করে। মালপত্র সরায়। হাজারি ঠাকুরকে সে ঈর্ষা করে, নানা অপবাদ দেয়। সিরিজে এ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এ ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত, অসীম রায় চৌধুরী, রেশমি সেন, সামিউল আলম, ঊষশী রায়, অমিত সাহা, রাতশ্রী দত্ত প্রমুখ। সংগীতের দায়িত্বে থাকবেন বিক্রম ঘোষ।
আদর্শ হিন্দু হোটেল উপন্যাস নিয়ে আগেও সিনেমা হয়েছে। তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। ১৯৫৭ সালে এ উপন্যাস নিয়ে সিনেমা বানান পরিচালক অর্ধেন্দু সেন। এতে হাজারি ঠাকুর হয়েছিলেন ধীরাজ ভট্টাচার্য। আরও ছিলেন ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, সাবিত্রী চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, জহর রায়, অনুপ কুমার, সন্ধ্যা রানী প্রমুখ। এর কয়েক বছর পর দূরদর্শনের জন্য একই নামে তৈরি হয় ধারাবাহিক নাটক। তাতে হাজারি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ মিত্র।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’। ১৯৪০ সালে প্রকাশিত এ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। হাজারি ঠাকুরের বর্ণনা দিতে গিয়ে বিভূতিভূষণ লিখেছেন, ‘লোকটার বয়স পঁয়তাল্লিশ-ছেচল্লিশ, একহারা চেহারা, রং কালো। দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালোমানুষ।’ বেচু চক্কত্তির খাবারের হোটেলে মাসে ৭ টাকা মাইনেতে কাজ করে হাজারি। আর স্বপ্ন দেখে—একদিন তার নিজের একটা হোটেল হবে। নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হওয়ার গল্প বলেছেন বিভূতিভূষণ। এ চরিত্রে এবার দেখা যাবে মোশাররফ করিমকে।
আদর্শ হিন্দু হোটেল অবলম্বনে একটি সিরিজ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরিন্দম শীল। ক্যামেলিয়া প্রোডাকশনের আসন্ন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি সিরিজটি পরিচালনা করবেন তিনি। আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন মোশাররফ করিমকে। এ মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পুজোয় নির্মাতা অরিন্দমের নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পাচ্ছে। সেটা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তাই সিরিজের শুটিং পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়া হয়েছে।
নির্মাতা অরিন্দম শীল জানিয়েছেন, লেখকের নির্দেশিত সময়ের হিসেবেই তৈরি হবে সিরিজটি। তিনি বলেন, ‘পিরিয়ড ড্রামা না করলে বিভূতিভূষণের লেখার নির্যাসকে ঠিকমতো ফুটিয়ে তোলা যাবে না।’ মোশাররফ করিমকে নেওয়ার বিষয়ে অরিন্দম বলেন, 'মোশাররফ ভাইকে নিয়ে কাজ করতে চাই অনেক দিন ধরেই। এবার সে সুযোগ ঘটে গেল। আদর্শ হিন্দু হোটেলের চিত্রনাট্য লেখার সময় থেকেই মোশাররফের কথা মাথায় ঘুরছিল।'
আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পদ্ম। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম। হোটেলের ঝি হলেও ষোলো আনা ক্ষমতা তার হাতে। মালিক বেচু তাকে ভরসা করে। অনেকটা তার কথামতোই চলে হোটেল। এ সুযোগ কাজে লাগিয়ে পদ্ম নানা সময় হোটেলের খাবার চুরি করে। মালপত্র সরায়। হাজারি ঠাকুরকে সে ঈর্ষা করে, নানা অপবাদ দেয়। সিরিজে এ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এ ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত, অসীম রায় চৌধুরী, রেশমি সেন, সামিউল আলম, ঊষশী রায়, অমিত সাহা, রাতশ্রী দত্ত প্রমুখ। সংগীতের দায়িত্বে থাকবেন বিক্রম ঘোষ।
আদর্শ হিন্দু হোটেল উপন্যাস নিয়ে আগেও সিনেমা হয়েছে। তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। ১৯৫৭ সালে এ উপন্যাস নিয়ে সিনেমা বানান পরিচালক অর্ধেন্দু সেন। এতে হাজারি ঠাকুর হয়েছিলেন ধীরাজ ভট্টাচার্য। আরও ছিলেন ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, সাবিত্রী চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, জহর রায়, অনুপ কুমার, সন্ধ্যা রানী প্রমুখ। এর কয়েক বছর পর দূরদর্শনের জন্য একই নামে তৈরি হয় ধারাবাহিক নাটক। তাতে হাজারি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ মিত্র।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে