বিনোদন ডেস্ক
ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।
দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।
মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।
ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।
দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।
ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।
দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।
মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।
ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।
দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৫ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৫ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে