বিনোদন প্রতিবেদক
টানা বৃষ্টিতে ভাসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সাজানো মঞ্চ ও মাঠ, ভেস্তে যেতে পারে ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। গতকাল দুপুরে এমনটাই আশঙ্কা করছিলেন আয়োজকেরা। দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের মাঠে প্রবেশের জন্য গেট খুলে দেওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বিকেল পর্যন্ত গেট খোলা যায়নি। বিকাল ৪টা বাজে। তখনও ঝরছিলো বৃষ্টি। ঘোষণা আসে বছরের সবচেয়ে আলোচিত ওপেন এয়ার কনসার্টটি স্থগিত হয়েছে। ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত বদল। আবার ঘোষণা আসে, কনসার্ট হবে, তবে শুরু হবে রাত ৮টায়।
অপেক্ষার প্রহর শেষ রাত ৯টায় শুরু হয় কনসার্ট। মঞ্চে একঝাক শিল্পী নিয়ে হাজির অর্ণব। তালিকায় আছেন অদিত, সুনিধি নায়েক, পান্থ কানাই, শিরোনামহীনের ভোকাল তূর্য। বগা তালেব শুরু করলেন গগণ হরকরার ‘আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে’ দিয়ে।
অর্ণব গাইলেন ‘যদি তোর ডাক শুনে না কেউ আসে’ দিয়ে। মঞ্চে থাকা শিল্পীরা সমস্বরে কণ্ঠ মেলান তাঁর সঙ্গে। ফিউশনে ছিলো শিরোনামহীনের ‘হাসিমুখ’ গানটিও। এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ করা প্রথম গান ‘নাসেক নাসেক’ নিয়ে মঞ্চে আসেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
সাউন্ড নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছিলেন শিল্পীরা। দর্শকসারি থেকেও আসছিলো একই অভিযোগ। এরই মধ্যে মঞ্চে আসেন ঋতুরাজ ও নন্দিতা। কোক স্টুডিও বাংলার জন্য গেয়েছিলেন ‘বুলবুলি’। সেই গানই গাইলেন তাঁরা। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম এবং মিজান। দর্শক সারির উন্মাদনা যেন বেড়ে যায় বহুগুণ।
মমতাজ মঞ্চে উঠে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। আমরা সবাই আনন্দ করব। তার আগে সীতাকুন্ড ট্রাজেডিতে যারা মারা গিয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করব আমরা সবাই।’ পুরো একটা মিনিট স্টেডিয়ামজুড়ে নেমে আসে পিনপতন নীরবতা।
মমতাজ ও মিজান গেয়ে শোনান ‘প্রার্থনা’। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন লালন ব্যান্ডের সুমি ও জালালি সেট। কোক স্টুডিও বাংলায় গাওয়া গানগুলোই গেয়েছেন শিল্পীরা। এরপর একে একে মঞ্চে আসেন তাহসান, নেমেসিস ব্যান্ড।
টানা বৃষ্টিতে ভাসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সাজানো মঞ্চ ও মাঠ, ভেস্তে যেতে পারে ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। গতকাল দুপুরে এমনটাই আশঙ্কা করছিলেন আয়োজকেরা। দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের মাঠে প্রবেশের জন্য গেট খুলে দেওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বিকেল পর্যন্ত গেট খোলা যায়নি। বিকাল ৪টা বাজে। তখনও ঝরছিলো বৃষ্টি। ঘোষণা আসে বছরের সবচেয়ে আলোচিত ওপেন এয়ার কনসার্টটি স্থগিত হয়েছে। ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত বদল। আবার ঘোষণা আসে, কনসার্ট হবে, তবে শুরু হবে রাত ৮টায়।
অপেক্ষার প্রহর শেষ রাত ৯টায় শুরু হয় কনসার্ট। মঞ্চে একঝাক শিল্পী নিয়ে হাজির অর্ণব। তালিকায় আছেন অদিত, সুনিধি নায়েক, পান্থ কানাই, শিরোনামহীনের ভোকাল তূর্য। বগা তালেব শুরু করলেন গগণ হরকরার ‘আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে’ দিয়ে।
অর্ণব গাইলেন ‘যদি তোর ডাক শুনে না কেউ আসে’ দিয়ে। মঞ্চে থাকা শিল্পীরা সমস্বরে কণ্ঠ মেলান তাঁর সঙ্গে। ফিউশনে ছিলো শিরোনামহীনের ‘হাসিমুখ’ গানটিও। এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ করা প্রথম গান ‘নাসেক নাসেক’ নিয়ে মঞ্চে আসেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
সাউন্ড নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছিলেন শিল্পীরা। দর্শকসারি থেকেও আসছিলো একই অভিযোগ। এরই মধ্যে মঞ্চে আসেন ঋতুরাজ ও নন্দিতা। কোক স্টুডিও বাংলার জন্য গেয়েছিলেন ‘বুলবুলি’। সেই গানই গাইলেন তাঁরা। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম এবং মিজান। দর্শক সারির উন্মাদনা যেন বেড়ে যায় বহুগুণ।
মমতাজ মঞ্চে উঠে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। আমরা সবাই আনন্দ করব। তার আগে সীতাকুন্ড ট্রাজেডিতে যারা মারা গিয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করব আমরা সবাই।’ পুরো একটা মিনিট স্টেডিয়ামজুড়ে নেমে আসে পিনপতন নীরবতা।
মমতাজ ও মিজান গেয়ে শোনান ‘প্রার্থনা’। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন লালন ব্যান্ডের সুমি ও জালালি সেট। কোক স্টুডিও বাংলায় গাওয়া গানগুলোই গেয়েছেন শিল্পীরা। এরপর একে একে মঞ্চে আসেন তাহসান, নেমেসিস ব্যান্ড।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে