বিনোদন ডেস্ক
ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ হাসপাতালে ছিলেন। সোমবার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, হাবিব এখন অনেকটাই সুস্থ।
গত মাসের শেষ দিকে জ্বর, গায়ে ব্যথা ও খুসখুসে কাশিতে ভুগছিলেন প্রতিভাবান এ গায়ক ও সংগীত পরিচালক। সিটি স্ক্যান করানোর পর প্রতিবেদন আসে, তাঁর ফুসফুসের ৩৫ ভাগ সংক্রমিত। বাবা ফেরদৌস ওয়াহিদের পরামর্শে এ মাসের শুরুতে তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সেখানে হাবিবের করোনা পরীক্ষা করা হয়। ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ফুসফুস সংক্রমণের কারনে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওই সময় তার চিকিৎসক জানিয়েছিলেন, হাবিব অনেক দুর্বল হয়ে পড়েছেন। তাঁর মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ধরে হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাবিবের বাবা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ দুই দিন আগে জানিয়েছিলেন, হাবিবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন সেভাবে কোনো ধরনের সমস্যা নেই। ফুসফুসের সংক্রমণও কমে এসেছে।
অবশেষে সোমবার চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরলেন হাবিব। এসময় তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ সঙ্গে ছিলেন।
ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ হাসপাতালে ছিলেন। সোমবার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, হাবিব এখন অনেকটাই সুস্থ।
গত মাসের শেষ দিকে জ্বর, গায়ে ব্যথা ও খুসখুসে কাশিতে ভুগছিলেন প্রতিভাবান এ গায়ক ও সংগীত পরিচালক। সিটি স্ক্যান করানোর পর প্রতিবেদন আসে, তাঁর ফুসফুসের ৩৫ ভাগ সংক্রমিত। বাবা ফেরদৌস ওয়াহিদের পরামর্শে এ মাসের শুরুতে তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সেখানে হাবিবের করোনা পরীক্ষা করা হয়। ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ফুসফুস সংক্রমণের কারনে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওই সময় তার চিকিৎসক জানিয়েছিলেন, হাবিব অনেক দুর্বল হয়ে পড়েছেন। তাঁর মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ধরে হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাবিবের বাবা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ দুই দিন আগে জানিয়েছিলেন, হাবিবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন সেভাবে কোনো ধরনের সমস্যা নেই। ফুসফুসের সংক্রমণও কমে এসেছে।
অবশেষে সোমবার চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরলেন হাবিব। এসময় তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ সঙ্গে ছিলেন।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে