বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’
মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।
দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’
মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৪ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে