বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুর ও সংগীতে তৈরি হয়েছে পাঁচটি গান। গানের কথা লিখেছেন কবির বকুল।
গানগুলোর মধ্যে ইউসুফ আহমেদ খান গেয়েছেন ‘দুঃস্বপ্নের ঘোর কেটে’, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান গেয়েছেন ‘বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে’, প্রিয়াংকা গেয়েছেন ‘বাবা বেঁচে থাকলে’, দিনাত জাহান মুন্নী ও হৈমন্তী রক্ষিত গেয়েছেন ‘আপনও মহিমাতে তবুও বাংলাদেশ’ এবং কামাল আহমেদ গেয়েছেন ‘বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি’।
প্রধানমন্ত্রীর জন্মদিনে গানগুলো বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।
সুজেয় শ্যাম বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গানগুলো করতে পেরেছি, এটা আসলে কতটা ভালো লাগার, তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে নিজের সৃষ্ট এই সুর নিয়ে ভীষণ গর্ববোধ করছি।’
সুজেয় শ্যাম আরও বলেছেন, ‘যাঁরা গেয়েছেন, তাঁরা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়েছেন। আমি গানগুলো শুনেছি। তাঁরা খুব চমৎকার গেয়েছেন। তাঁদের জন্য আমার আশীর্বাদ রইল। গানের কথাগুলোও বেশ শ্রুতিমধুর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমার শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং দীর্ঘজীবী করুন।’
গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম। অসুস্থতা কাটিয়ে উঠে এখন তিনি নিয়মিত গানের সুর করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুর ও সংগীতে তৈরি হয়েছে পাঁচটি গান। গানের কথা লিখেছেন কবির বকুল।
গানগুলোর মধ্যে ইউসুফ আহমেদ খান গেয়েছেন ‘দুঃস্বপ্নের ঘোর কেটে’, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান গেয়েছেন ‘বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে’, প্রিয়াংকা গেয়েছেন ‘বাবা বেঁচে থাকলে’, দিনাত জাহান মুন্নী ও হৈমন্তী রক্ষিত গেয়েছেন ‘আপনও মহিমাতে তবুও বাংলাদেশ’ এবং কামাল আহমেদ গেয়েছেন ‘বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি’।
প্রধানমন্ত্রীর জন্মদিনে গানগুলো বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।
সুজেয় শ্যাম বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গানগুলো করতে পেরেছি, এটা আসলে কতটা ভালো লাগার, তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে নিজের সৃষ্ট এই সুর নিয়ে ভীষণ গর্ববোধ করছি।’
সুজেয় শ্যাম আরও বলেছেন, ‘যাঁরা গেয়েছেন, তাঁরা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়েছেন। আমি গানগুলো শুনেছি। তাঁরা খুব চমৎকার গেয়েছেন। তাঁদের জন্য আমার আশীর্বাদ রইল। গানের কথাগুলোও বেশ শ্রুতিমধুর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমার শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং দীর্ঘজীবী করুন।’
গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম। অসুস্থতা কাটিয়ে উঠে এখন তিনি নিয়মিত গানের সুর করছেন।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৫ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৮ ঘণ্টা আগে