বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০ সালের শ্রেষ্ঠত্বের বিবেচনায় সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। এবার সংগঠনটি আজীবন সম্মাননায় সম্মানিত করেছে কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
রুনা লায়লা ৬০-এর দশকে নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গাইতেন। ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে আলোচনায় আসেন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন রুনা লায়লা। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ীরা হলেন সেরা সংগীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল), সেরা সুরকার রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (গান: লকডাউন ঢাকা, শিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ শিল্পী): বদরুল হাসান খান ঝন্টু (গান: সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী শিল্পী): আফরোজা মোমেন (গান: যদি সন্ধ্যা নামে), সেরা সম্ভাবনাময়ী শিল্পী: নাদিরা মুক্তা (গান: খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী): তানজিনা রুমা (গান: আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক-দেবদাস)।
করোনা পরিস্থিতি বিবেচনায় বিএমজেএ অনলাইনে এ পুরস্কার ঘোষণা করে। তবে পরবর্তী সময়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
২০২০ সালের শ্রেষ্ঠত্বের বিবেচনায় সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। এবার সংগঠনটি আজীবন সম্মাননায় সম্মানিত করেছে কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
রুনা লায়লা ৬০-এর দশকে নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গাইতেন। ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে আলোচনায় আসেন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন রুনা লায়লা। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ীরা হলেন সেরা সংগীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল), সেরা সুরকার রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (গান: লকডাউন ঢাকা, শিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ শিল্পী): বদরুল হাসান খান ঝন্টু (গান: সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী শিল্পী): আফরোজা মোমেন (গান: যদি সন্ধ্যা নামে), সেরা সম্ভাবনাময়ী শিল্পী: নাদিরা মুক্তা (গান: খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী): তানজিনা রুমা (গান: আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক-দেবদাস)।
করোনা পরিস্থিতি বিবেচনায় বিএমজেএ অনলাইনে এ পুরস্কার ঘোষণা করে। তবে পরবর্তী সময়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৩ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে