বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।
অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’
তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’
কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।
অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’
তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’
কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে