গোলাম ওয়াদুদ
জেমস নামটার সঙ্গেই কী যেন একটা মিশে আছে। যদিও তাঁর পুরো নাম ফারুক মাহফুজ আনাম। কিন্তু স্টেজে দর্শকদের কাছে তিনিই প্রিয় জেমস। জেমসের সঙ্গে পরিচয়টা ঠিক কবে, তা মনে নেই। তবে এটুকু মনে আছে যে, যেদিন থেকে গানের সঙ্গে বন্ধন—সেদিন থেকেই জেমস নামের একজনের সঙ্গে পরিচয়।
খুব বেশি আগে না হলেও গ্রামে তখনো ক্যাসেটে গান শোনার দারুণ চল ছিল। ক্যাসেটে দরাজ কণ্ঠে একজন শিল্পীর গান ভেসে আসত, ভরাট গলা; বেশ ভালো লাগত। সম্ভবত জেমসের ‘আমার সোনার বাংলা’ গানটিই প্রথম শোনা হয়। কী কথা, কী সুর, কী কণ্ঠ! সেই থেকে শুরু। সেই গানটি কতবার শোনা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এই এখন যখন জেমস নিয়ে লিখছি, তখনো এই গান শুনতে শুনতেই লিখেছি।
জেমস কি একটু রাশভারী? একটা ‘সব হারা বিবাগি’ ভাব কি তাঁর চলায়, বলায় তাকানোর ভঙ্গিতে? একটা না ফুরানো দূরত্বের চাদরে কি তিনি নিজেকে ঢেকে রাখেন সব সময়? হয়তো। কে জানে। কাছে তো যাওয়া হয়নি কখনো। কিন্তু তাঁর কণ্ঠ, তাঁর বহির্মূর্তি থেকে একেবারেই আলাদা। তাঁর ভরাট কণ্ঠের জাদু যে কাউকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে। দেশের গণ্ডি পেরিয়ে তাঁর কণ্ঠের জাদুতে আবিষ্ট হয়েছিল ওপার বাংলা ও বলিউড। সেই নব্বইয়ের দশক থেকে স্টেজ মাতাচ্ছেন এই নগরবাউল খ্যাত শিল্পী।
‘দুঃখিনী দুঃখ করো না’ দিয়ে যে জেমসের তুমুল জনপ্রিয়তা, সেই নগরবাউলের পরিণতি সত্যিকার অর্থেই লোক টিউনে গিয়েই ঠেকল শেষ পর্যন্ত। একবার যদি আসে ‘মান্নান মিয়ার তিতাস মলম’ তো অন্যদিকে ‘লেইস ফিতা লেস’, কিংবা ‘দুষ্টু ছেলের দল’, ‘আমি তোমাদেরই লোক’, বা বলিউডে আবার একেবারে অন্য রকম ‘ভিগি ভিগি’, আবার লোক সুরে আশ্রয় নিয়ে যখন কণ্ঠে আসে ‘মাটির ঠিকানা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, তখন ‘মীরাবাঈ’ খ্যাত জেমসকে নতুন নতুন ধাঁচে আবিষ্কার করা ছাড়া আর উপায় থাকে না। প্রতিটি গানেই তিনি তাঁর তাবৎ সিগনেচার নিয়েই নতুন কিছু হাজির করেছেন।
আজম খান পপগুরু—এ তো সর্বস্বীকৃত। কিন্তু জেমসও এই ‘গুরু’ খেতাবটি কিন্তু তাঁর ভক্তদের কাছ থেকে পেয়েছিলেন। এখনো তিনি সেই আসনেই আসীন। ক্যামেরায় বা ক্যামেরার পেছনেও রাখছেন দক্ষতার স্বাক্ষর। জেমসের গান শুনে যেমন প্রেমিক তার প্রেমিকাকে আকাশ বিলিয়ে দেয়, তেমনি তাঁর গান শুনে হারানো বা দূরে থাকা বাবা-মাকে মনে করে অনেকেই।
নিজের অভিজ্ঞতাই বলা যায়। আমি তখন মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছি। প্রথম বাড়ি থেকে মানে আম্মা-আব্বুর থেকে দূরে থাকতে হবে। যেদিন প্রথম আব্বু আমাকে কলেজে ভর্তি করে মেসে রেখে এল, সেদিন রাতে অসংখ্যবার জেমসের দরাজ কণ্ঠে ‘বাবা কত দিন দেখি না তোমায়’ আর ‘রাতের তারা মাকে জানিয়ে দিস’ এই দুটি গান শুনেছি, আর কান্না করেছি। এর পর প্রতিদিনই এই দুটি গান শুনতাম। এত কষ্টের গান, তবু যেন অন্য রকম একটা ভালোবাসা কাজ করত এখনো করে। কী যেন জাদু আছে জেমসের গানে।
যা হোক আর গল্প বলে সময় নষ্ট করব না। আজ ২ অক্টোবর। নগর বাউলের জন্মদিন। ১৯৬৪ সালের আজকের দিনে এ দেশের গানের জগৎকে সমৃদ্ধ করতে জন্ম নিয়েছিলেন ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। জন্ম নওগাঁয় হলেও বেড়ে উঠেছেন চট্টগ্রামে। আজ গুণী এই শিল্পীর ৫৭তম জন্মদিন। এই দিনে ভালোবাসা ছাড়া আর কী দেওয়া যেতে পারে।
জেমস নামটার সঙ্গেই কী যেন একটা মিশে আছে। যদিও তাঁর পুরো নাম ফারুক মাহফুজ আনাম। কিন্তু স্টেজে দর্শকদের কাছে তিনিই প্রিয় জেমস। জেমসের সঙ্গে পরিচয়টা ঠিক কবে, তা মনে নেই। তবে এটুকু মনে আছে যে, যেদিন থেকে গানের সঙ্গে বন্ধন—সেদিন থেকেই জেমস নামের একজনের সঙ্গে পরিচয়।
খুব বেশি আগে না হলেও গ্রামে তখনো ক্যাসেটে গান শোনার দারুণ চল ছিল। ক্যাসেটে দরাজ কণ্ঠে একজন শিল্পীর গান ভেসে আসত, ভরাট গলা; বেশ ভালো লাগত। সম্ভবত জেমসের ‘আমার সোনার বাংলা’ গানটিই প্রথম শোনা হয়। কী কথা, কী সুর, কী কণ্ঠ! সেই থেকে শুরু। সেই গানটি কতবার শোনা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এই এখন যখন জেমস নিয়ে লিখছি, তখনো এই গান শুনতে শুনতেই লিখেছি।
জেমস কি একটু রাশভারী? একটা ‘সব হারা বিবাগি’ ভাব কি তাঁর চলায়, বলায় তাকানোর ভঙ্গিতে? একটা না ফুরানো দূরত্বের চাদরে কি তিনি নিজেকে ঢেকে রাখেন সব সময়? হয়তো। কে জানে। কাছে তো যাওয়া হয়নি কখনো। কিন্তু তাঁর কণ্ঠ, তাঁর বহির্মূর্তি থেকে একেবারেই আলাদা। তাঁর ভরাট কণ্ঠের জাদু যে কাউকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে। দেশের গণ্ডি পেরিয়ে তাঁর কণ্ঠের জাদুতে আবিষ্ট হয়েছিল ওপার বাংলা ও বলিউড। সেই নব্বইয়ের দশক থেকে স্টেজ মাতাচ্ছেন এই নগরবাউল খ্যাত শিল্পী।
‘দুঃখিনী দুঃখ করো না’ দিয়ে যে জেমসের তুমুল জনপ্রিয়তা, সেই নগরবাউলের পরিণতি সত্যিকার অর্থেই লোক টিউনে গিয়েই ঠেকল শেষ পর্যন্ত। একবার যদি আসে ‘মান্নান মিয়ার তিতাস মলম’ তো অন্যদিকে ‘লেইস ফিতা লেস’, কিংবা ‘দুষ্টু ছেলের দল’, ‘আমি তোমাদেরই লোক’, বা বলিউডে আবার একেবারে অন্য রকম ‘ভিগি ভিগি’, আবার লোক সুরে আশ্রয় নিয়ে যখন কণ্ঠে আসে ‘মাটির ঠিকানা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, তখন ‘মীরাবাঈ’ খ্যাত জেমসকে নতুন নতুন ধাঁচে আবিষ্কার করা ছাড়া আর উপায় থাকে না। প্রতিটি গানেই তিনি তাঁর তাবৎ সিগনেচার নিয়েই নতুন কিছু হাজির করেছেন।
আজম খান পপগুরু—এ তো সর্বস্বীকৃত। কিন্তু জেমসও এই ‘গুরু’ খেতাবটি কিন্তু তাঁর ভক্তদের কাছ থেকে পেয়েছিলেন। এখনো তিনি সেই আসনেই আসীন। ক্যামেরায় বা ক্যামেরার পেছনেও রাখছেন দক্ষতার স্বাক্ষর। জেমসের গান শুনে যেমন প্রেমিক তার প্রেমিকাকে আকাশ বিলিয়ে দেয়, তেমনি তাঁর গান শুনে হারানো বা দূরে থাকা বাবা-মাকে মনে করে অনেকেই।
নিজের অভিজ্ঞতাই বলা যায়। আমি তখন মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছি। প্রথম বাড়ি থেকে মানে আম্মা-আব্বুর থেকে দূরে থাকতে হবে। যেদিন প্রথম আব্বু আমাকে কলেজে ভর্তি করে মেসে রেখে এল, সেদিন রাতে অসংখ্যবার জেমসের দরাজ কণ্ঠে ‘বাবা কত দিন দেখি না তোমায়’ আর ‘রাতের তারা মাকে জানিয়ে দিস’ এই দুটি গান শুনেছি, আর কান্না করেছি। এর পর প্রতিদিনই এই দুটি গান শুনতাম। এত কষ্টের গান, তবু যেন অন্য রকম একটা ভালোবাসা কাজ করত এখনো করে। কী যেন জাদু আছে জেমসের গানে।
যা হোক আর গল্প বলে সময় নষ্ট করব না। আজ ২ অক্টোবর। নগর বাউলের জন্মদিন। ১৯৬৪ সালের আজকের দিনে এ দেশের গানের জগৎকে সমৃদ্ধ করতে জন্ম নিয়েছিলেন ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। জন্ম নওগাঁয় হলেও বেড়ে উঠেছেন চট্টগ্রামে। আজ গুণী এই শিল্পীর ৫৭তম জন্মদিন। এই দিনে ভালোবাসা ছাড়া আর কী দেওয়া যেতে পারে।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২৫ মিনিট আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগে