বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৫ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৫ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে