বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। নিজের ইউটিউব চ্যানেলে সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি গান। ‘শরৎ প্রভাতে’ ও ‘পুজোর ঢাক’ শিরোনামের দুটি গানের সংগীত পরিচালকও তিনি। একটি গানে তাঁর সহশিল্পী প্রিয়াংকা গোপ ও অন্যটিতে পুণম প্রিয়াম।
ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছেন সন্দীপন, সুমন কল্যাণ ও মৌমিতা। তাঁদের ‘জয় মা’ শিরোনামের একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছে জি সিরিজ। সার্বিক পরিকল্পনা ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
নয় বছরের সংগীতজীবনে এই প্রথম পূজার গান গাইলেন তরুণ সংগীতশিল্পী কর্নিয়া। ‘জয় দুর্গা মা-এর জয়’ শিরোনামের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত, স্বপ্নিল সজীব ও বিপ্লব সাহা। বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। প্রথমবার পূজার গান গাইলেন সিঁথি সাহাও। ‘গড়েছি মা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘আসছে মা দুর্গা’ শিরোনামের গান। উত্তমকুমার রায় গেয়েছেন ‘জাগো মা’।
পূজা উপলক্ষে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও জয়।
এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। নিজের ইউটিউব চ্যানেলে সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি গান। ‘শরৎ প্রভাতে’ ও ‘পুজোর ঢাক’ শিরোনামের দুটি গানের সংগীত পরিচালকও তিনি। একটি গানে তাঁর সহশিল্পী প্রিয়াংকা গোপ ও অন্যটিতে পুণম প্রিয়াম।
ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছেন সন্দীপন, সুমন কল্যাণ ও মৌমিতা। তাঁদের ‘জয় মা’ শিরোনামের একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছে জি সিরিজ। সার্বিক পরিকল্পনা ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
নয় বছরের সংগীতজীবনে এই প্রথম পূজার গান গাইলেন তরুণ সংগীতশিল্পী কর্নিয়া। ‘জয় দুর্গা মা-এর জয়’ শিরোনামের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত, স্বপ্নিল সজীব ও বিপ্লব সাহা। বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। প্রথমবার পূজার গান গাইলেন সিঁথি সাহাও। ‘গড়েছি মা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘আসছে মা দুর্গা’ শিরোনামের গান। উত্তমকুমার রায় গেয়েছেন ‘জাগো মা’।
পূজা উপলক্ষে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও জয়।
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৩ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৬ ঘণ্টা আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১ দিন আগে