বিনোদন প্রতিবেদক
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে