বিনোদন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। চলমান এই সংঘাতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের পক্ষে সরব হয়েছেন শোবিজ তারকারা। এবার ইসরায়েলের জন্য সমর্থন জানিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন পপ তারকা জাস্টিন বিবার।
ইনস্টাগ্রামে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করে বিবার লিখেছিলেন, ‘ইসরায়েলের জন্য প্রার্থনা’, কিন্তু বিপত্তি বাধে পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে। ইসরায়েলের জন্য প্রার্থনার ছবিতে তিনি ব্যবহার করেছেন বিধ্বস্ত গাজার ছবি। এর পরই সমালোচনার মুখে পড়েন বিবার। এক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে একই বার্তা ছবি ছাড়া শেয়ার করেন এই পপ তারকা। পোস্টটি তাৎক্ষণিক সরিয়ে নিলেও ভক্তদের সমালোচনা হজম করতে হয়েছে বিবারকে।
বিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’
এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০। আহত হয়েছে ৫ হাজার ৬০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। চলমান এই সংঘাতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের পক্ষে সরব হয়েছেন শোবিজ তারকারা। এবার ইসরায়েলের জন্য সমর্থন জানিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন পপ তারকা জাস্টিন বিবার।
ইনস্টাগ্রামে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করে বিবার লিখেছিলেন, ‘ইসরায়েলের জন্য প্রার্থনা’, কিন্তু বিপত্তি বাধে পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে। ইসরায়েলের জন্য প্রার্থনার ছবিতে তিনি ব্যবহার করেছেন বিধ্বস্ত গাজার ছবি। এর পরই সমালোচনার মুখে পড়েন বিবার। এক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে একই বার্তা ছবি ছাড়া শেয়ার করেন এই পপ তারকা। পোস্টটি তাৎক্ষণিক সরিয়ে নিলেও ভক্তদের সমালোচনা হজম করতে হয়েছে বিবারকে।
বিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’
এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০। আহত হয়েছে ৫ হাজার ৬০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৫ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৫ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৫ ঘণ্টা আগে