বিনোদন ডেস্ক
অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে